সেই বছরই ৯ নভেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার সাগরদ্বীপে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় 'বুলবুল'। যার প্রভাবে ওড়িশার বালেশ্বর, কেন্দ্রাপাড়া,ভদ্রকের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি হয়। ঝড়ের গতি ছিল ১৩০ কিলোমিটার। প্রতীকী ছবি।

Cyclone Dana: শক্তি আর গতি বাড়িয়ে ক্রমশ এগিয়ে আসছে তীব্র ঘূর্ণিঝড় দানা, এখন ঠিক কোথায়? রইল আপডেট

শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে তার সম্ভাব্য 'ল্যান্ডফল' হতে পারে। ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময়ে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস প্রবল থেকে প্রবলতর হতে পারে। সেই বিষয়েই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঢেউয়ের উচ্চতা পৌঁছাতে  পারে সর্বোচ্চ ১৪ ফুটেরও বেশি! প্রতীকী ছবি
শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে তার সম্ভাব্য ‘ল্যান্ডফল’ হতে পারে। ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময়ে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস প্রবল থেকে প্রবলতর হতে পারে। সেই বিষয়েই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঢেউয়ের উচ্চতা পৌঁছাতে পারে সর্বোচ্চ ১৪ ফুটেরও বেশি! প্রতীকী ছবি
সমুদ্রে ১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উপকূলের দিকে এগোচ্ছে 'দানা'। ঝড়ের অভিমুখ মূলত উত্তর পশ্চিম। আবহবিদেরা জানিয়েছেন, ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে 'দানা' আছড়ে পড়তে পারে। প্রতীকী ছবি
সমুদ্রে ১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উপকূলের দিকে এগোচ্ছে ‘দানা’। ঝড়ের অভিমুখ মূলত উত্তর পশ্চিম। আবহবিদেরা জানিয়েছেন, ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে ‘দানা’ আছড়ে পড়তে পারে। প্রতীকী ছবি
আলিপুর থেকে শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী, 'দানা' ওড়িশার পারাদ্বীপ থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ধামারা থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ দিকে রয়েছে। প্রতীকী ছবি
আলিপুর থেকে শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ‘দানা’ ওড়িশার পারাদ্বীপ থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ধামারা থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ দিকে রয়েছে। প্রতীকী ছবি
আলিপুর আবহাওয়া দফতরের এক কর্তা জানান, পশ্চিমবঙ্গে সরাসরি 'ল্যান্ডফল' না হলেও 'দানা'র প্রভাবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। প্রতীকী ছবি

আলিপুর আবহাওয়া দফতরের এক কর্তা জানান, পশ্চিমবঙ্গে সরাসরি ‘ল্যান্ডফল’ না হলেও ‘দানা’র প্রভাবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। প্রতীকী ছবি
সেখানে বৃহস্পতিবার রাত থেকে ঝড়ের গতি হতে পারে ১০০ কিলোমিটারের বেশি। সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে পূর্ব মেদিনীপুরে। এ ছাড়া, সুন্দরবন-সহ দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ 'দানা'র তাণ্ডবের সাক্ষী থাকবে। ঝড়ের গতি হতে পারে ৯০ থেকে ১০০ কিলোমিটার। কলকাতায় ঝড় বইতে পারে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে। সতর্কতা জারি করা হয়েছে হলদিয়া এবং কলকাতা বন্দরেও। প্রতীকী ছবি
সেখানে বৃহস্পতিবার রাত থেকে ঝড়ের গতি হতে পারে ১০০ কিলোমিটারের বেশি। সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে পূর্ব মেদিনীপুরে। এ ছাড়া, সুন্দরবন-সহ দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ ‘দানা’র তাণ্ডবের সাক্ষী থাকবে। ঝড়ের গতি হতে পারে ৯০ থেকে ১০০ কিলোমিটার। কলকাতায় ঝড় বইতে পারে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে। সতর্কতা জারি করা হয়েছে হলদিয়া এবং কলকাতা বন্দরেও। প্রতীকী ছবি