২০১৩ সালে আবারও সেই অক্টোবরের ১২ তারিখে আঘাত হানে ঘূর্ণিঝড় 'ফাইলিন'। গঞ্জাম, পুরী এবং খুরদা জেলায় তাণ্ডব চালায় সে। ঝড়ের গতিবেগ পৌঁছে যায় ২৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। প্রতীকী ছবি।

Cyclone Dana Latest Update: স্থলভাগ অতিক্রম করেছে ‘দানা’ ! ওড়িশায় চলছে প্রবল দুর্যোগ, দক্ষিণবঙ্গে সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

ঘূর্ণিঝড় ‘দানা’র লেজের ঝাপটায় ভালমতোই আজ, শুক্রবার বৃষ্টির পূর্বাভাস আবহাওয়াবিদদের। ইতিমধ্যেই তীব্র ঘূর্ণিঝড়ের বেশিরভাগ অংশ স্থলভাগে প্রবেশ করেছে। সকাল ৭টার মধ্যে বাকি অংশ ঢুকে যায় স্থলভাগে। এরপর দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ক্রমশক্তি ক্ষয় হবে দুপুরের মধ্যে। Photo Courtesy: Windy.com
ঘূর্ণিঝড় ‘দানা’র লেজের ঝাপটায় ভালমতোই আজ, শুক্রবার বৃষ্টির পূর্বাভাস আবহাওয়াবিদদের। ইতিমধ্যেই তীব্র ঘূর্ণিঝড়ের বেশিরভাগ অংশ স্থলভাগে প্রবেশ করেছে। সকাল ৭টার মধ্যে বাকি অংশ ঢুকে যায় স্থলভাগে। এরপর দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ক্রমশক্তি ক্ষয় হবে দুপুরের মধ্যে। Photo Courtesy: Windy.com
স্থলভাগে আছড়ে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘দানা’। ‘প্রবল’ আকারেই তার ‘ল্যান্ডফল’ হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল পর্যন্ত সেই প্রক্রিয়া চলে ৷ ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়ের সামনের অংশ। এই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ছিল ১০০ থেকে ১১০ কিলোমিটার। শুক্রবার সকাল পর্যন্ত এই 'ল্যান্ডফল' প্রক্রিয়া চলবে। প্রক্রিয়া সম্পূর্ণ হতে তিন থেকে চার ঘণ্টা লাগবে বলে জানিয়েছে হাওয়া অফিস।‌
স্থলভাগে আছড়ে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘দানা’। ‘প্রবল’ আকারেই তার ‘ল্যান্ডফল’ হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল পর্যন্ত সেই প্রক্রিয়া চলে ৷ ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়ের সামনের অংশ। এই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ছিল ১০০ থেকে ১১০ কিলোমিটার। শুক্রবার সকাল পর্যন্ত এই ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া চলবে। প্রক্রিয়া সম্পূর্ণ হতে তিন থেকে চার ঘণ্টা লাগবে বলে জানিয়েছে হাওয়া অফিস।‌
ঘূর্ণিঝড় দানার লেজের ঝাপটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অনেক জেলাতেই। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আজ, শুক্রবার দুপুরের পর ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে। Photo: PTI
ঘূর্ণিঝড় দানার লেজের ঝাপটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অনেক জেলাতেই। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আজ, শুক্রবার দুপুরের পর ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে। Photo: PTI
রাত ১.৩০ মিনিট থেকে ৩.৩০ মিনিটের মধ্যে ল্যান্ডফল হলেও একটানা তুমুল ঝড় চলেছে ধামারাতে। ঝড়ের তীব্রতা সকালেও কমেনি সেখানে। সঙ্গে মুষলধারে বৃষ্টিও চলছে।
রাত ১.৩০ মিনিট থেকে ৩.৩০ মিনিটের মধ্যে ল্যান্ডফল হলেও একটানা তুমুল ঝড় চলেছে ধামারাতে। ঝড়ের তীব্রতা সকালেও কমেনি সেখানে। সঙ্গে মুষলধারে বৃষ্টিও চলছে।
'ল্যান্ডফল' প্রক্রিয়া শুরু হওয়ার পর ঝড়ের দাপট আরও বেড়ে গিয়েছে ওড়িশায়। পশ্চিমবঙ্গের উপকূলেও ঝড়বৃষ্টি হচ্ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভোর থেকেই শুরু হয়েছে একনাগাড়ে বৃষ্টি ৷
‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হওয়ার পর ঝড়ের দাপট আরও বেড়ে গিয়েছে ওড়িশায়। পশ্চিমবঙ্গের উপকূলেও ঝড়বৃষ্টি হচ্ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভোর থেকেই শুরু হয়েছে একনাগাড়ে বৃষ্টি ৷
ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামেও। এর পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামেও। এর পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার এবং শুক্রবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার এবং শুক্রবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে।