দক্ষিণবঙ্গ, পুরুলিয়া IMD Bengal Weather Update: ঝমঝম বৃষ্টি, হু হু হাওয়া! বুধ থেকেই শুরু সাইক্লোনের খেলা! কতদিন থাকবে ‘ডানা’-এর প্রভাব? বড় আপডেট Gallery October 21, 2024 Bangla Digital Desk বৃষ্টি যেন পিছু ছাড়ছে না বঙ্গবাসীর। আবারও একটি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে দক্ষিণের একাধিক জায়গায়। টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণের বিভিন্ন প্রান্তে। তালিকায় থাকবে জেলা পুরুলিয়া। এই দিন সকাল থেকে মেঘলা আকাশে ঢেকেছে গোটা জেলা। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে জেলা পুরুলিয়াতে এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। বৃষ্টির তাণ্ডব চললে আবারও নানান সমস্যায় পড়তে পারে জেলার মানুষ। হতে পারে তাপমাত্রার পরিবর্তন। এই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা গরম থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সুত্রে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হয়েছে তাপমাত্রার। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে দক্ষিণে। বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। যার জেরে উপকূলে ভারী বৃষ্টি হতে পারে। ওড়িশার পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির জন্য সম্ভাবনা রয়েছে। তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি সম্ভাবনা থাকছে। বুধবার দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে হাওয়া বদল হবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি হয়েছে। উত্তরের একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে উত্তরের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে উত্তরের বিভিন্ন জায়গা। ওঠা-নামা করবে তাপমাত্রার পারদ। টানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের একাধিক জায়গায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা পুরুলিয়ায়। ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুটা হলেও করবে জেলা পুরুলিয়ার উপরে। শর্মিষ্ঠা ব্যানার্জি