কলকাতা Cyclone Dana update: উড়বে না কোনও বিমান, দানার আশঙ্কায় কতক্ষণ বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর? বড় ঘোষণা Gallery October 23, 2024 Bangla Digital Desk ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় এবার কলকাতা থেকে বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিমানবন্দর কর্তৃপক্ষ৷ আবহাওয়া দফতরের সতর্কবার্তা পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামিকাল বৃহস্পতিবার (২৪.১০.২৪) সন্ধে ৬টা কলকাতা বিমানবন্দরে সমস্ত বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হবে৷ শুক্রবার (২৫.১০.২৪) সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় দানার প্রভাবে আগামিকাল থেকেই কলকাতার আবহাওয়ার অবনতি হবে৷ বিকেলের পর কলকাতার আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে উঠবে৷ সতর্কবার্তায় হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কলকাতায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ এর সঙ্গে বৃহস্পতি এবং শুক্রবার কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দফতর৷ ঘূর্ণিঝড় দানার কথা মাথায় রেখে আগেই প্রস্তুতি বৈঠক সেরে রেখেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ৷ অতীতেও ঘূর্ণিঝড়ের সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতায় বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে৷