দেশ Cyclone Dana Update: আকাশভাঙা বৃষ্টি, বিধ্বংসী ঝড়! ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দানায় বিদ্ধ ওড়িশা-বাংলা, আছড়ে পড়তেই বিষাক্ত ছোবল Gallery October 25, 2024 Bangla Digital Desk সতর্কতা মতই বিধ্বংসী ঘূর্ণিঝড় দানা কাঁপাচ্ছে বাংলা ও ওড়িশা, উপকূল তছনছ করেছে, এই মুহূর্তে ভদ্রকের ধামারা ও কেন্দ্রাপাড়া কাঁপাচ্ছে ৷ প্রতীকী ছবি ৷ ঘণ্টায় ১১০ কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া ৷ ভোর রাতে ল্যান্ডফল প্রক্রিয়া চলে যদিও সম্পন্ন হতে সময় নেবে আরও ১-২ ঘণ্টা, সকাল ৮.৩০ মৌসম ভবন সূত্রে প্রাপ্ত খবর ৷ প্রতীকী ছবি ৷ ভিতরকণিকা, ধামারা, কেন্দ্রাপাড়ায়, বালেশ্বর ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১০ কিমি ছিল ৷ প্রতীকী ছবি ৷ ঘূর্ণিঝড় দানার নামকরণ করেছে কাতার ৷ শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে ঘূর্ণিঝড় দুর্বল হবে ৷ প্রতীকী ছবি ৷ ভুবনেশ্বরের বিভিন্ন জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়েছে ৷ ওড়িশার প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরেও বিশাল প্রভাব দানার ৷ প্রতীকী ছবি ৷ ভুবনেশ্বর ও কলকাতা বিমান বন্দরে বিমান চলাচল বন্ধ ছিল বৃহস্পতিবার সন্ধে থেকেই ৷ শুক্রবার সকাল আটটায় পরিষেবা শুরু হয় ৷ প্রতীকী ছবি ৷ দুই রাজ্য মিলে মোট ৪০০ ট্রেন বাতিল, স্কুল বন্ধ, বিভিন্ন ক্ষেত্রেই সতর্কতা গ্রহণ করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি জানিয়েছে মোট ৫.৮ লক্ষ মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে তার জন্য ৩৮৫ দলের বিপর্যয় মোকাবিলা দফতর কাজ করেছে ৷ প্রতীকী ছবি ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ইতিমধ্যেই ২,৪৩,৩৭৪ জনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷ একই সঙ্গে রাজ্য প্রশাসন প্রতিটি মুহূর্তেই পরিস্থিতির দিকে তাকিয়ে আছেন ৷ প্রতীকী ছবি ৷