মৌসম ভবনের দেওয়া শেষ তথ্য অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর গতকালের গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘দানা’-এ ঘনীভূত হয়েছে এবং আজ ২৩ অক্টোবর, অক্ষাংশ ১৬.৩° N এবং দ্রাঘিমাংশ ৮৯.৯°-এর কাছাকাছি একই অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছে। পারাদ্বীপ (ওড়িশা) থেকে প্রায় ৫৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, সাগর দ্বীপের (পশ্চিমবঙ্গ) ৬৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং খেপুপাড়া (বাংলাদেশ) থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে রয়েছে। Photo Courtesy: Windy.com

Cyclone Dana Update: আসছে ঘূর্ণিঝড় ‘দানা’ ! গতিপ্রকৃতি কোন পথে? ঝড়ের প্রভাব কোথায় কেমন পড়তে পারে?

গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। গতকাল, মঙ্গলবার রাতে এই সিস্টেমের গতি কিছুটা স্লথ হয়েছে। আজ, বুধবার সকালেই শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপ। ঘূর্ণিঝড় হলে নাম হবে ‘দানা’। কাতারের দেওয়া নাম। এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার হতে পারে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি ল্যান্ডফল করতে পারে।
গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। গতকাল, মঙ্গলবার রাতে এই সিস্টেমের গতি কিছুটা স্লথ হয়েছে। আজ, বুধবার সকালেই শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপ। ঘূর্ণিঝড় হলে নাম হবে ‘দানা’। কাতারের দেওয়া নাম। এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার হতে পারে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি ল্যান্ডফল করতে পারে।
ল্যান্ডফলের সময় এটির রূপ থাকবে ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’; অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত আবহাওয়া বিজ্ঞানীরা যতটুকু নিশ্চিত হতে পেরেছেন ওড়িশা উপকূলের বালাসোরের কাছাকাছি কোথাও ল্যান্ডফল হওয়ার প্রবল সম্ভাবনা। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দফতরের। ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্র উত্তাল থাকবে। Photo Courtesy: Windy.com
ল্যান্ডফলের সময় এটির রূপ থাকবে ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’; অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত আবহাওয়া বিজ্ঞানীরা যতটুকু নিশ্চিত হতে পেরেছেন ওড়িশা উপকূলের বালাসোরের কাছাকাছি কোথাও ল্যান্ডফল হওয়ার প্রবল সম্ভাবনা। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দফতরের। ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্র উত্তাল থাকবে। Photo Courtesy: Windy.com
আজ, বুধবার থেকে সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের। বৃহস্পতিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার এবং সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আজ, বুধবার থেকে সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের। বৃহস্পতিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার এবং সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের। ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন উপকূলের জেলাগুলিতে। বুধবার থেকে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও প্রবল বৃষ্টির আশঙ্কা। সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া।
শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের। ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন উপকূলের জেলাগুলিতে। বুধবার থেকে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও প্রবল বৃষ্টির আশঙ্কা। সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া।
বুধবার থেকে শুক্রবারের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দু-এক জায়গায় প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
বুধবার থেকে শুক্রবারের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দু-এক জায়গায় প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
দক্ষিণবঙ্গের বাকি জেলা এবং উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গের বাকি জেলা এবং উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কলকাতায় আজ, বুধবার বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রাতের দিকে হালকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে শুক্রবার কলকাতাতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। দু-এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ৷ সঙ্গে বিক্ষিপ্তভাবে দমকা ঝোড়ো হওয়া বইবে।
কলকাতায় আজ, বুধবার বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রাতের দিকে হালকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে শুক্রবার কলকাতাতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। দু-এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ৷ সঙ্গে বিক্ষিপ্তভাবে দমকা ঝোড়ো হওয়া বইবে।
বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা এবং ৫০ থেকে ৬০ দমকা হাওয়ায় ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত ঝড়ের আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা এবং ৫০ থেকে ৬০ দমকা হাওয়ায় ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত ঝড়ের আশঙ্কা রয়েছে।
আজ, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আজ, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।