আর মাত্র ৬০ কিমি দূরে...! ভয়ঙ্কর গতিতে দ্রুত ধেয়ে আসছে দানবীয় 'দানা'

Cyclone Dana Update: আর মাত্র ৬০ কিমি দূরে…! ভয়ঙ্কর গতিতে দ্রুত ধেয়ে আসছে দানবীয় ‘দানা’, ঘূর্ণিঝড়ের দাপটে কি তছনছ হবে বাংলা? সাইক্লোন নিয়ে বড় খবর দিল হাওয়া অফিস

আর মাত্র কয়েকঘণ্টা, তারপরই শুরু হবে ঘূর্ণিঝড়ের তাণ্ডব৷ ইতিমধ্যেই একাধিক জায়গায় বৃষ্টির তাণ্ডব পাশাপাশি ঝোড়ো হাওয়া বইছে৷ তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে 'দানা'।
আর মাত্র কয়েকঘণ্টা, তারপরই শুরু হবে ঘূর্ণিঝড়ের তাণ্ডব৷ ইতিমধ্যেই একাধিক জায়গায় বৃষ্টির তাণ্ডব পাশাপাশি ঝোড়ো হাওয়া বইছে৷ তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে ‘দানা’।
এবার ঘূর্ণিঝড় নিয়ে বিরাট আপডেট দিল আবহাওয়া দফতর৷ এখন ঠিক কোথায় অবস্থান করছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানা? কখনই বা ল্যান্ডফল হবে৷ ল্যান্ডফলের সময় গতিবেগ কত হতে পারে৷
এবার ঘূর্ণিঝড় নিয়ে বিরাট আপডেট দিল আবহাওয়া দফতর৷ এখন ঠিক কোথায় অবস্থান করছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানা? কখনই বা ল্যান্ডফল হবে৷ ল্যান্ডফলের সময় গতিবেগ কত হতে পারে৷
আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুসারে, এই মুহূর্তে ঘূর্ণিঝড় দানার অবস্থান হল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। ২০:১০ উত্তর ল‍্যাটিচিউড এবং ৮৭.৩০ পূর্ব লঙ্গিচিউড৷ নিজস্ব অভিমুখ ও গতি  উত্তর ও উত্তর-পশ্চিম দিক। নিজস্ব গতি ঘণ্টায় ১৩ কিলোমিটার।(আগে ছিল ১৫ কিলোমিটার)।
আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুসারে, এই মুহূর্তে ঘূর্ণিঝড় দানার অবস্থান হল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। ২০:১০ উত্তর ল‍্যাটিচিউড এবং ৮৭.৩০ পূর্ব লঙ্গিচিউড৷ নিজস্ব অভিমুখ ও গতি উত্তর ও উত্তর-পশ্চিম দিক। নিজস্ব গতি ঘণ্টায় ১৩ কিলোমিটার।(আগে ছিল ১৫ কিলোমিটার)।
আবহাওয়া দফতর সূত্রের খবর, এই মুহূর্তে ঘূর্ণিঝড়  দানা পারাদ্বীপ থেকে ৬০  কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে। ধামারা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক। সাগরদ্বীপ থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক।
আবহাওয়া দফতর সূত্রের খবর, এই মুহূর্তে ঘূর্ণিঝড় দানা পারাদ্বীপ থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে। ধামারা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক। সাগরদ্বীপ থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক।
 ঘূর্ণিঝড় 'দানা' কখন ল্যান্ডফল করবে? হাওয়া অফিস সূত্রে খবর মধ্যরাত থেকে সকাল ল্যান্ডফলের সম্ভাবনা। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ১২০ কিমি প্রতি ঘণ্টা।
ঘূর্ণিঝড় ‘দানা’ কখন ল্যান্ডফল করবে? হাওয়া অফিস সূত্রে খবর মধ্যরাত থেকে সকাল ল্যান্ডফলের সম্ভাবনা। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ১২০ কিমি প্রতি ঘণ্টা।
ল্যান্ডফলের স্থান ভিতর কনিকা ও ধামারাতে। এর প্রভাব পড়বে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। উত্তর পশ্চিম বঙ্গোসাগরে এই মুহূর্তে তীব্র ঘূর্ণিঝড় দানার ঘূর্নায়মান গতিবেগ ১১০ থেকে ১১৫ কিলোমিটার সর্বোচ্চ ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
ল্যান্ডফলের স্থান ভিতর কনিকা ও ধামারাতে। এর প্রভাব পড়বে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। উত্তর পশ্চিম বঙ্গোসাগরে এই মুহূর্তে তীব্র ঘূর্ণিঝড় দানার ঘূর্নায়মান গতিবেগ ১১০ থেকে ১১৫ কিলোমিটার সর্বোচ্চ ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
মধ্যরাতের আগে স্থলভাগের কাছাকাছি এসে এর গতিবেগ কমে সর্বোচ্চ ১২০ কিলোমিটার হবে। ঘূর্ণিঝড় দানা এই মুহূর্তে পারাদ্বীপ ও গোপালপুর রাডারের আওতায় এসেছে।
মধ্যরাতের আগে স্থলভাগের কাছাকাছি এসে এর গতিবেগ কমে সর্বোচ্চ ১২০ কিলোমিটার হবে। ঘূর্ণিঝড় দানা এই মুহূর্তে পারাদ্বীপ ও গোপালপুর রাডারের আওতায় এসেছে।