Cyclone Dana Update: ওড়িশায় ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় ‘দানা’-র, দিঘায় শুরু ঝোড়ো হাওয়া

দীপাবলীর আকাশে ‘দানা’-র অশনি সংকেত। বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। আর শক্তি বাড়িয়ে সেই ঘূর্ণিঝড় এগিয়ে আসছে উপকূলে। এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ ওড়িশার উপকূল। হাওয়া অফিসের রিপোর্টে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় প্রথম থেকেই তৎপর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এবার দিঘায় নামল এনডিআরএফ। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় তিনটি এনডিআরএফ টিম জেলায় এসেছে। একটি টিম থাকবে হলদিয়ায়, একটি এগরায় এবং বাকি এনডিআরএফ দলটি থাকবে রাজ্যের পর্যটন কেন্দ্র দিঘায়।