দক্ষিণবঙ্গ Cyclone Dana wind speed: আমফানের থেকেও কি বেশি শক্তিশালী দানা? বাংলায় কত উঠবে ঘূর্ণিঝড়ের গতি, কোথায় কোথায় তাণ্ডব Gallery October 22, 2024 Bangla Digital Desk আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর রাত অথবা ২৫ অক্টোবর ভোরে সাগরদ্বীপ থেকে পুরীর মধ্যে ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড় দানার৷ তবে এ রাজ্যে ল্যান্ডফল না হলেও রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে রীতিমতো তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড়৷ এই দুই জেলায় ঘূর্ণিঝড়ের গতি কত থাকবে, তাও জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণার উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার৷ যদিও ঘূর্ণিঝড় সমতল এলাকায় প্রবেশের পর হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে আবহাওয়া দফতর সতর্ক করে দিয়েছে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল সকালে বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ডানা৷ এর পর আগামী পরশুদিন সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে৷ এর প্রভাবে আগামিকাল সন্ধে থেকেই উত্তর চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি শুরু হবে৷ আগামী ২৪ অক্টোবর দক্ষিণ ২৪ পরগণা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আমফানের থেকে কম শক্তিশালী হবে ঘূর্ণিঝড় দানা৷ যদিও ঘূর্ণিঝড়ের দাপটে নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির সতর্কতাও জারি করা হয়েছে৷