পুরস্কারের টাকার অঙ্কটা নেহাত কম নয়! তাহলে কি এবার লরেন্স বিষ্ণোইয়ের খেলা ফুরিয়ে এল? অন্তত তেমনটাই আশা করে এই সুবিশাল অঙ্কের পুরস্কারমূল্য ঘোষণা করেছে রাজস্থানের ক্ষত্রিয় কর্নি সেনা। নবভারত টাইমস-এর এক প্রতিবেদন বলছে যে, সরাসরি এক ভিডিওয় এই কথা ঘোষণা করেছেন দলের প্রধান রাজ শেখাওয়াত। পাশাপাশি, লরেন্স বিষ্ণোই যে দেশের পক্ষে এক আতঙ্ক, এ কথা মনে করিয়ে দিয়ে কেন্দ্রীয় এবং গুজরাত সরকারের তীব্র সমালোচনাও করেছেন তিনি।

Lawrence Bishnoi: ১,১১,১১,১১১ টাকা পাবে পুলিশ লরেন্স বিষ্ণোইকে মারলেই, এনকাউন্টারের জন্য এবার পুরস্কার ঘোষণা

পুরস্কারের টাকার অঙ্কটা নেহাত কম নয়! তাহলে কি এবার লরেন্স বিষ্ণোইয়ের খেলা ফুরিয়ে এল? অন্তত তেমনটাই আশা করে এই সুবিশাল অঙ্কের পুরস্কারমূল্য ঘোষণা করেছে রাজস্থানের ক্ষত্রিয় কর্নি সেনা। নবভারত টাইমস-এর এক প্রতিবেদন বলছে যে, সরাসরি এক ভিডিওয় এই কথা ঘোষণা করেছেন দলের প্রধান রাজ শেখাওয়াত। পাশাপাশি, লরেন্স বিষ্ণোই যে দেশের পক্ষে এক আতঙ্ক, এ কথা মনে করিয়ে দিয়ে কেন্দ্রীয় এবং গুজরাত সরকারের তীব্র সমালোচনাও করেছেন তিনি।
পুরস্কারের টাকার অঙ্কটা নেহাত কম নয়! তাহলে কি এবার লরেন্স বিষ্ণোইয়ের খেলা ফুরিয়ে এল?
অন্তত তেমনটাই আশা করে এই সুবিশাল অঙ্কের পুরস্কারমূল্য ঘোষণা করেছে রাজস্থানের ক্ষত্রিয় কর্নি সেনা। নবভারত টাইমস-এর এক প্রতিবেদন বলছে যে, সরাসরি এক ভিডিওয় এই কথা ঘোষণা করেছেন দলের প্রধান রাজ শেখাওয়াত। পাশাপাশি, লরেন্স বিষ্ণোই যে দেশের পক্ষে এক আতঙ্ক, এ কথা মনে করিয়ে দিয়ে কেন্দ্রীয় এবং গুজরাত সরকারের তীব্র সমালোচনাও করেছেন তিনি।
ভিডিওতে শেখাওয়াতকে বলতে শোনা গিয়েছে- লরেন্স বিষ্ণোই আমাদের অমূল্য রত্ন অমর শহিদ সুখদেব সিং গোগামেদিকে হত্যা করেছে। ২০২৩ সালের ৫ ডিসেম্বর জয়পুরে অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে প্রাণ হারান ক্ষত্রিয় কর্নি সেনা প্রধান সুখদেব। ঘটনার কয়েক ঘণ্টা পরেই লরেন্স বিষ্ণোইয়ের দল এর দায় স্বীকার করে। ওই বছরেরই সেপ্টেম্বরে খলিস্তানি সমর্থক সুখা দুনেকেকে হত্যার দায়ও স্বীকার করে লরেন্স বিষ্ণোইয়ের দল।
ভিডিওতে শেখাওয়াতকে বলতে শোনা গিয়েছে- লরেন্স বিষ্ণোই আমাদের অমূল্য রত্ন অমর শহিদ সুখদেব সিং গোগামেদিকে হত্যা করেছে। ২০২৩ সালের ৫ ডিসেম্বর জয়পুরে অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে প্রাণ হারান ক্ষত্রিয় কর্নি সেনা প্রধান সুখদেব। ঘটনার কয়েক ঘণ্টা পরেই লরেন্স বিষ্ণোইয়ের দল এর দায় স্বীকার করে। ওই বছরেরই সেপ্টেম্বরে খলিস্তানি সমর্থক সুখা দুনেকেকে হত্যার দায়ও স্বীকার করে লরেন্স বিষ্ণোইয়ের দল।
লরেন্স বিষ্ণোই আপাতত আছেন গুজরাতের আহমেদাবাদে সবরমতী সেন্ট্রাল জেলে। চলতি বছরে মুম্বইয়ের বান্দ্রায় সলমন খানের বাসভবনের সামনে গোলাগুলিতে তাঁর নামে এফআইআর দায়ের করা হয়েছে। ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শ্যুটিংয়ের সময়ে সলমনের কৃষ্ণসার হত্যা এই বিদ্বেষের কারণ। যোধপুরের কোর্টে এক হাজিরায় সেই সময়ে লরেন্স বিষ্ণোই সাফ বলেন যে সলমনকে তাঁরা হত্যা করবেনই। এখনও তিনি কিছু করেননি, এখন তাঁকে অপরাধ ছাড়াই ফাঁসানো হচ্ছে।
লরেন্স বিষ্ণোই আপাতত আছেন গুজরাতের আহমেদাবাদে সবরমতী সেন্ট্রাল জেলে। চলতি বছরে মুম্বইয়ের বান্দ্রায় সলমন খানের বাসভবনের সামনে গোলাগুলিতে তাঁর নামে এফআইআর দায়ের করা হয়েছে। ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শ্যুটিংয়ের সময়ে সলমনের কৃষ্ণসার হত্যা এই বিদ্বেষের কারণ। যোধপুরের কোর্টে এক হাজিরায় সেই সময়ে লরেন্স বিষ্ণোই সাফ বলেন যে সলমনকে তাঁরা হত্যা করবেনই। এখনও তিনি কিছু করেননি, এখন তাঁকে অপরাধ ছাড়াই ফাঁসানো হচ্ছে।
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির একাধিক হাই প্রোফাইল কেসে লরেন্স বিষ্ণোইয়ের নাম উঠে এসেছে বার বার। হত্যা, হত্যার প্রচেষ্টা, ড্রাগ এবং অস্ত্র স্মাগলিং- অভিযোগ একাধিক। সন্ত্রাসী দল বাবর খালসার সঙ্গে তাঁর যোগাযোগ আছে বলে মনে করা হয়, অভিযোগ তিনি পাকিস্তান থেকে অস্ত্র স্মাগলিং করে এদেশে নিয়ে আসেন।
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির একাধিক হাই প্রোফাইল কেসে লরেন্স বিষ্ণোইয়ের নাম উঠে এসেছে বার বার। হত্যা, হত্যার প্রচেষ্টা, ড্রাগ এবং অস্ত্র স্মাগলিং- অভিযোগ একাধিক। সন্ত্রাসী দল বাবর খালসার সঙ্গে তাঁর যোগাযোগ আছে বলে মনে করা হয়, অভিযোগ তিনি পাকিস্তান থেকে অস্ত্র স্মাগলিং করে এদেশে নিয়ে আসেন।
লরেন্স বিষ্ণোইয়ের কীর্তিকলাপ রোধে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করলেও পূর্ণ সাফল্য এখনও পর্যন্ত লাভ করে উঠতে পারেনি। দেশের বিভিন্ন রাজ্য, বিশেষ করে উত্তর এবং পশ্চিম অংশে দলীয় শ্যুটারদের দিয়ে জেলে বসেও তিনি নিজের কাজ করে চলেছেন বলে শোনা যায়। সম্প্রতি এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের নেপথ্যেও তাঁর ভুমিকা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। বাবা সিদ্দিকি ছিলেন সলমন খানের ঘনিষ্ঠ, সেই আক্রোশের জায়গা থেকেই তাঁকে গুলি করে হত্যা করা হল, এমনটা মনে করা হচ্ছে।
লরেন্স বিষ্ণোইয়ের কীর্তিকলাপ রোধে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করলেও পূর্ণ সাফল্য এখনও পর্যন্ত লাভ করে উঠতে পারেনি। দেশের বিভিন্ন রাজ্য, বিশেষ করে উত্তর এবং পশ্চিম অংশে দলীয় শ্যুটারদের দিয়ে জেলে বসেও তিনি নিজের কাজ করে চলেছেন বলে শোনা যায়। সম্প্রতি এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের নেপথ্যেও তাঁর ভুমিকা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। বাবা সিদ্দিকি ছিলেন সলমন খানের ঘনিষ্ঠ, সেই আক্রোশের জায়গা থেকেই তাঁকে গুলি করে হত্যা করা হল, এমনটা মনে করা হচ্ছে।