পুজোর আগে অসময়ে বৃষ্টির কারণে এমনিতেই সবজির দাম যথেষ্ট চড়েই ছিল৷ এখনও বাজারে বেগুন, পটল, লঙ্কার মতো সবজির দাম কেজি প্রতি একশো টাকার উপরে রয়েছে৷ সেই দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷

Cyclone Dana Updates: ধেয়ে আসছে ‘দানা’! এখন অবস্থান কোথায়? কত দ্রুত এগোচ্ছে? দেখে নিন নিজের ফোনেই, জানুন বিশদে

শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। আজ, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঝড়ের সম্ভাব্য ‘ল্যান্ডফল’ হতে পারে। ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময়ে পশ্চিমবঙ্গের উপকূলে জলোচ্ছ্বাস প্রবল হতে পারে, সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঢেউয়ের উচ্চতা হতে পারে সর্বোচ্চ ১৪ ফুটেরও বেশি বলে জানানো হয়েছে ৷
শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। আজ, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঝড়ের সম্ভাব্য ‘ল্যান্ডফল’ হতে পারে। ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময়ে পশ্চিমবঙ্গের উপকূলে জলোচ্ছ্বাস প্রবল হতে পারে, সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঢেউয়ের উচ্চতা হতে পারে সর্বোচ্চ ১৪ ফুটেরও বেশি বলে জানানো হয়েছে ৷
সকাল থেকেই কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টি চলছে ঝাড়গ্রামে। ঘন কালো মেঘে ঢেকেছে ঝাড়গ্রাম। যতই বেলা গড়াচ্ছে বৃষ্টির সঙ্গে বাতাসের দাপট বাড়ছে। ঝাড়গ্রাম জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। যেহেতু ওড়িশার একাংশ ঝাড়গ্রাম সীমান্তের সঙ্গে লাগোয়া। আপনিও নিজের ফোনে বা ল্যাপটপে দেখতে পাবেন এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’। জেনে নিন কী সেই অ্যাপগুলি
সকাল থেকেই কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টি চলছে ঝাড়গ্রামে। ঘন কালো মেঘে ঢেকেছে ঝাড়গ্রাম। যতই বেলা গড়াচ্ছে বৃষ্টির সঙ্গে বাতাসের দাপট বাড়ছে। ঝাড়গ্রাম জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। যেহেতু ওড়িশার একাংশ ঝাড়গ্রাম সীমান্তের সঙ্গে লাগোয়া। আপনিও নিজের ফোনে বা ল্যাপটপে দেখতে পাবেন এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’। জেনে নিন কী সেই অ্যাপগুলি
Windy - এই ওয়েবসাইট ঢুকেই আপনি দেখতে পাবেন কোথায় কোথায় এখন ঘূর্ণিঝড় হচ্ছে বা পূর্বাভাস রয়েছে। আর নিজের লোকেশন ডিলেই আপনি দেখতে এই মুহূর্তে কোথায় রয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’
Windy – এই ওয়েবসাইট ঢুকেই আপনি দেখতে পাবেন কোথায় কোথায় এখন ঘূর্ণিঝড় হচ্ছে বা পূর্বাভাস রয়েছে। আর নিজের লোকেশন ডিলেই আপনি দেখতে এই মুহূর্তে কোথায় রয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’
Accuweather - এই ওয়েবসাইটির নাম প্রায় সবারই চেনা। আবহাওয়ার পূর্বাভাসের জন্য বেশির ভাগ সময় সবাই এই ওয়েবসাইটটি ব্যবহার করে থাকে। কিন্তু আবহাওয়া নয়, এই সাইট জানিয়ে দেবে ঘূর্ণিঝড়ের অবস্থান, বায়ুর গতিবেগ আর চলন পথ ইত্যাদি।
Accuweather – এই ওয়েবসাইটির নাম প্রায় সবারই চেনা। আবহাওয়ার পূর্বাভাসের জন্য বেশির ভাগ সময় সবাই এই ওয়েবসাইটটি ব্যবহার করে থাকে। কিন্তু আবহাওয়া নয়, এই সাইট জানিয়ে দেবে ঘূর্ণিঝড়ের অবস্থান, বায়ুর গতিবেগ আর চলন পথ ইত্যাদি।
cyclocane.com - এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি জানতে পারেন ঘূর্ণিঝড় ‘দানা’-র অবস্থান। এর সাহায্যে আপনি জানতে পাড়বেন কবে, কোথা দিয়ে প্রবেশ করবে ঘূর্ণিঝড়, তার অবস্থানই বা কোথায়। ‘দানা’-র গতিপথ জানতে এই ওয়েবসাইটে গিয়ে নীচে স্ক্রোল করে ‘cyclone Dana’ লিঙ্কটিতে ক্লিক করুন।
cyclocane.com – এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি জানতে পারেন ঘূর্ণিঝড় ‘দানা’-র অবস্থান। এর সাহায্যে আপনি জানতে পাড়বেন কবে, কোথা দিয়ে প্রবেশ করবে ঘূর্ণিঝড়, তার অবস্থানই বা কোথায়। ‘দানা’-র গতিপথ জানতে এই ওয়েবসাইটে গিয়ে নীচে স্ক্রোল করে ‘cyclone Dana’ লিঙ্কটিতে ক্লিক করুন।
Hurricanezone.org - এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি ট্র্যাক করতে পাড়বেন ঘূর্ণিঝড়। Hurricanezone.org থেকে আপনি ঘূর্ণিঝড় সম্পর্কে সব তথ্য জানতে পারবেন। এই পোর্টালে সব ট্রপিকাল সাইক্লোন ট্র্যাক করা যায়। সাইক্লোন ছাড়াও টাইফুন, হ্যারিকেনের আপডেটও পাওয়া যায়
Hurricanezone.org – এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি ট্র্যাক করতে পাড়বেন ঘূর্ণিঝড়। Hurricanezone.org থেকে আপনি ঘূর্ণিঝড় সম্পর্কে সব তথ্য জানতে পারবেন। এই পোর্টালে সব ট্রপিকাল সাইক্লোন ট্র্যাক করা যায়। সাইক্লোন ছাড়াও টাইফুন, হ্যারিকেনের আপডেটও পাওয়া যায়
mausam.imd.gov.in - এটি ভারত সরকারের আবহাওয়া দফতরের ওয়েবসাইট। এখানে থেকেও আপনি জানতে পাড়বেন ‘দানা’-র অবস্থান, গতিবেগ, চলন পথ ইত্যাদি। এর জন্য আপনাকে সাইটের বা দিকের নিচের কনে সাইক্লোন অপশনে ক্লিক করতে হবে। এখানে একেবারে ‘রিয়েল টাইম’ আপডেট পাবেন ‘দানা’সংক্রান্ত সমস্ত তথ্যের। এখানে সহজেই সব আপডেট দেখে নিতে পারবেন।
mausam.imd.gov.in – এটি ভারত সরকারের আবহাওয়া দফতরের ওয়েবসাইট। এখানে থেকেও আপনি জানতে পাড়বেন ‘দানা’-র অবস্থান, গতিবেগ, চলন পথ ইত্যাদি। এর জন্য আপনাকে সাইটের বা দিকের নিচের কনে সাইক্লোন অপশনে ক্লিক করতে হবে। এখানে একেবারে ‘রিয়েল টাইম’ আপডেট পাবেন ‘দানা’সংক্রান্ত সমস্ত তথ্যের। এখানে সহজেই সব আপডেট দেখে নিতে পারবেন।