পরের বছর ২০২১ সালে ২৬ মে ওড়িশার ভিতরকণিকা জাতীয় উদ্যানের কাছে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় 'ইয়াস'। ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় এই ঝড়। এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। প্রতীকী ছবি।

Cyclone dana updates: দানার ল্য়ান্ডফলের ঠিক আগে দিঘার কী অবস্থা? রইল ভয় ধরানো ভিডিও

সময় যত বাড়ছে ততই আবহাওয়ার পরিস্থিতি অবনতির দিকে। বাড়ছে হাওয়ার গতিবেগ। উত্তাল হয়ে উঠছে নদী ও সমুদ্র। উপকুলের আরও কাছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দানা। দিঘার কী পরিস্থিতি দানার প্রভাবে চলুন দেখা যাক।