রিমল রোষ রবিবার সকাল থেকেই বোঝা গিয়েছে দিঘায়। পূর্ব মেদিনীপুরের দিঘা, তাজপুর, মন্দারমণিতে উত্তাল ছিল সমুদ্র। সকাল জোয়ার শুরু হতেই ওল্ড দিঘার গার্ডরেল পেরিয়ে আছড়ে পড়তে থাকে একের পর এক ঢেউ।  ( প্রতিবেদন : পঙ্কজ দাশ রথী)

Cyclone Remal Effect in Digha: রবিবার তীব্র জলোচ্ছ্বাসের পর রিমল রোষে সোমবারও অশান্ত দিঘার সমুদ্র! নিষেধাজ্ঞা ভাঙা সমুদ্রস্নান বন্ধ করতে কড়া প্রশাসন

রিমল রোষ রবিবার সকাল থেকেই বোঝা গিয়েছে দিঘায়। পূর্ব মেদিনীপুরের দিঘা, তাজপুর, মন্দারমণিতে উত্তাল ছিল সমুদ্র। সকাল জোয়ার শুরু হতেই ওল্ড দিঘার গার্ডরেল পেরিয়ে আছড়ে পড়তে থাকে একের পর এক ঢেউ।  ( প্রতিবেদন : পঙ্কজ দাশ রথী)
রিমল রোষ রবিবার সকাল থেকেই বোঝা গিয়েছে দিঘায়। পূর্ব মেদিনীপুরের দিঘা, তাজপুর, মন্দারমণিতে উত্তাল ছিল সমুদ্র। সকাল জোয়ার শুরু হতেই ওল্ড দিঘার গার্ডরেল পেরিয়ে আছড়ে পড়তে থাকে একের পর এক ঢেউ।  ( প্রতিবেদন : পঙ্কজ দাশ রথী)
সেচ দফতরের তৈরি কংক্রিটের বাঁধ, মেরি ড্রাইভের পাকা সড়ক অতিক্রম করে শঙ্করপুরেও ছিল তীব্র জলোচ্ছ্বাস।
সেচ দফতরের তৈরি কংক্রিটের বাঁধ, মেরি ড্রাইভের পাকা সড়ক অতিক্রম করে শঙ্করপুরেও ছিল তীব্র জলোচ্ছ্বাস।
ঘূর্ণিঝড় রিমলের পূর্বাভাসের পর থেকেই পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী শহরগুলিতে সতর্কতামূলক পদক্ষেপ করে প্রশাসন।
ঘূর্ণিঝড় রিমলের পূর্বাভাসের পর থেকেই পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী শহরগুলিতে সতর্কতামূলক পদক্ষেপ করে প্রশাসন।

 

রবিবার দিনভর সমুদ্রের পাশে নিয়ন্ত্রণ করা হয় পর্যটকদের গতিবিধি। তবে নিষেধাজ্ঞা না মেনে কিছু পর্যটককে দেখা গিয়েছে উত্তাল সমুদ্রের পাশে সেলফি তুলতে।
রবিবার দিনভর সমুদ্রের পাশে নিয়ন্ত্রণ করা হয় পর্যটকদের গতিবিধি। তবে নিষেধাজ্ঞা না মেনে কিছু পর্যটককে দেখা গিয়েছে উত্তাল সমুদ্রের পাশে সেলফি তুলতে।

 

রিমলের জেরে ফুঁসতে থাকা সমুদ্রের জলোচ্ছ্বাস দেখতে ভিড় করেছিলেন স্থানীয় বাসিন্দারাও।
রিমলের জেরে ফুঁসতে থাকা সমুদ্রের জলোচ্ছ্বাস দেখতে ভিড় করেছিলেন স্থানীয় বাসিন্দারাও।

 

দক্ষিণপূর্ব রেলের দিঘাগামী কান্ডারি এক্সপ্রেস এবং কিছু ইএমইউ ট্রেন সোমবার সকালের জন্যও বাতিল করা হয়েছে।
দক্ষিণপূর্ব রেলের দিঘাগামী কান্ডারি এক্সপ্রেস এবং কিছু ইএমইউ ট্রেন সোমবার সকালের জন্যও বাতিল করা হয়েছে।

 

সোমবার সকাল থেকেও রিমলের জেরে সৈকতসুন্দরী দিঘার আকাশ সকাল থেকেই মেঘলা।
সোমবার সকাল থেকেও রিমলের জেরে সৈকতসুন্দরী দিঘার আকাশ সকাল থেকেই মেঘলা।

 

সোমবার সকালে থেকে থেকেই ঝিরঝিরে বৃষ্টি হয়েছে দিঘায়। সঙ্গে বয়ে যাচ্ছে ঝোড়ো বাতাস।
সোমবার সকালে থেকে থেকেই ঝিরঝিরে বৃষ্টি হয়েছে দিঘায়। সঙ্গে বয়ে যাচ্ছে ঝোড়ো বাতাস।

 

কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে এদিন সকালেও চলে কিছু পর্যটকের সমুদ্রস্নান। তবে জোয়ার আসার কারণে ফের সমুদ্র স্নান বন্ধ করে দেওয়া হয়। সমুদ্রের নামার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞ। যাঁরা স্নান করছিলেন তাঁদের প্রত্যেককে উঠিয়ে দেওয়া হয়েছে।
কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে এদিন সকালেও চলে কিছু পর্যটকের সমুদ্রস্নান। তবে জোয়ার আসার কারণে ফের সমুদ্র স্নান বন্ধ করে দেওয়া হয়। সমুদ্রের নামার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞ। যাঁরা স্নান করছিলেন তাঁদের প্রত্যেককে উঠিয়ে দেওয়া হয়েছে।

 

সোমবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুরে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক স্থানীয় প্রশাসন।
সোমবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুরে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক স্থানীয় প্রশাসন।