Cyclone Remal: রিমল-এর তাণ্ডব! একাধিক নদীবাঁধে ধস দক্ষিণ ২৪ পরগণায়

ঝড় হোক বা বৃষ্টি, এই বাঁধ আঁকড়ে নিজেদেরকেই পড়ে থাকতে হয়। বারে বারে বাঁধ ভেঙে জমি বাড়িতে জল ঢুকে যায়। ভিটে মাটি আঁকড়ে ধরে বাঁচেন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষরা।

গোসাবার রাঙাবেলিয়াতে গতকাল, রবিবার রাতে রিমল ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবনে বিস্তীর্ণ এলাকায় প্রচুর গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পাশাপাশি সুন্দরবনের বেশ কিছু এলাকায় নদীবাঁধে ফাটল ধরে গ্রামের মধ্যে জল ঢুকে পড়েছে। সেই মতো গোমর নদীবাঁধে বেশ কিছু জায়গায় ধস নামে। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।