রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দু এক জায়গায়। ভয়ের খবর কলকাতার জন্যেও।

Cyclone Remal Latest Update: আতঙ্কের মধ্যরাত! ঠিক কটা নাগাদ ল্যান্ডফল ঘূর্ণিঝড়ের? রিমলের গতিপথে বহু জেলা! টানা ২ দিন কোথায় কোথায় তাণ্ডব চালাবে সাইক্লোন

আজ, রবিবার মধ্যরাত নিয়েই আতঙ্ক চারদিকে। স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল। প্রশাসনের তরফে প্রস্তুতি চরমে। স্ট্যান্ডবাইতে রাখা আছে সহায়তা দানের একাধিক সরঞ্জাম। মজুত আছে বিভিন্ন ত্রাণ সামগ্রী। (প্রতীকী ছবি)
আজ, রবিবার মধ্যরাত নিয়েই আতঙ্ক চারদিকে। স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল। প্রশাসনের তরফে প্রস্তুতি চরমে। স্ট্যান্ডবাইতে রাখা আছে সহায়তা দানের একাধিক সরঞ্জাম। মজুত আছে বিভিন্ন ত্রাণ সামগ্রী। (প্রতীকী ছবি)
আলিপুর আবহাওয়া দফতরের তরফে যা জানা গিয়েছে, একাধিক এলাকায় তাণ্ডবলীলা চালাতে পারে রিমল। রবিবার মধ্যরাতে ল্যান্ডফলের পর কোন অভিমুখে যাত্রা করবে এই ঘূর্ণিঝড়? জানুন বিশদে। (প্রতীকী ছবি)
আলিপুর আবহাওয়া দফতরের তরফে যা জানা গিয়েছে, একাধিক এলাকায় তাণ্ডবলীলা চালাতে পারে রিমল। রবিবার মধ্যরাতে ল্যান্ডফলের পর কোন অভিমুখে যাত্রা করবে এই ঘূর্ণিঝড়? জানুন বিশদে। (প্রতীকী ছবি)
সমুদ্রের উপর প্রবল বেগে শক্তি সঞ্চয় করছে সাইক্লোন৷ এরপর সেটির ল্যান্ডফল হবে বাংলাদেশের মংলার দক্ষিণ-পশ্চিমে। আজ, রবিবার মধ্যরাত ১২টার আশপাশে আছড়ে পড়বে এই গভীর সাইক্লোনিক স্টর্ম।
সমুদ্রের উপর প্রবল বেগে শক্তি সঞ্চয় করছে সাইক্লোন৷ এরপর সেটির ল্যান্ডফল হবে বাংলাদেশের মংলার দক্ষিণ-পশ্চিমে। আজ, রবিবার মধ্যরাত ১২টার আশপাশে আছড়ে পড়বে এই গভীর সাইক্লোনিক স্টর্ম।
ল্যান্ডফলের পর দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ও কুমিরমারির মাঝামাঝি দিয়ে এই ঝড় প্রবেশ করবে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। সেখান থেকে টাকি হয়ে বাংলাদেশেরে যশোরে ঢুকবে ঘূর্ণিঝড়। (প্রতীকী ছবি)
ল্যান্ডফলের পর দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ও কুমিরমারির মাঝামাঝি দিয়ে এই ঝড় প্রবেশ করবে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। সেখান থেকে টাকি হয়ে বাংলাদেশেরে যশোরে ঢুকবে ঘূর্ণিঝড়। (প্রতীকী ছবি)
এই এলাকাগুলিই বেশি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া বাংলাদেশের নীচের দিকে সাতক্ষীরা, খুলনা জেলায় বড়সড় তাণ্ডব চালাবে রিমল সাইক্লোন। এই দুই জেলাই নাকি সবথেকে বেশি ক্ষতির মুখোমুখি হবে। (প্রতীকী ছবি)
এই এলাকাগুলিই বেশি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া বাংলাদেশের নীচের দিকে সাতক্ষীরা, খুলনা জেলায় বড়সড় তাণ্ডব চালাবে রিমল সাইক্লোন। এই দুই জেলাই নাকি সবথেকে বেশি ক্ষতির মুখোমুখি হবে। (প্রতীকী ছবি)
পশ্চিমবঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, উত্তরপ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া হুগলি এই ঝড়ের কবলে পড়তে চলেছে আজ রাতে। উপকূলের জেলা হিসেবে পূর্ব মেদিনীপুরও এই ঝড়ের ঝাপটা থেকে রক্ষা পাবে না। (প্রতীকী ছবি)
পশ্চিমবঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, উত্তরপ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া হুগলি এই ঝড়ের কবলে পড়তে চলেছে আজ রাতে। উপকূলের জেলা হিসেবে পূর্ব মেদিনীপুরও এই ঝড়ের ঝাপটা থেকে রক্ষা পাবে না। (প্রতীকী ছবি)
তবে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা। দুই ২৪ পরগনায় ধ্বংসলীলার পর আগামিকাল, সোমবার থেকে প্রভাব বেশি পাওয়া যাবে নদিয়া ও মুর্শিদাবাদে।(প্রতীকী ছবি)
তবে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা। দুই ২৪ পরগনায় ধ্বংসলীলার পর আগামিকাল, সোমবার থেকে প্রভাব বেশি পাওয়া যাবে নদিয়া ও মুর্শিদাবাদে।(প্রতীকী ছবি)
ঠিক তারপর মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর রিমলের প্রভাব পড়বে। পরশু, মঙ্গলবার, ২৮ মে উত্তরবঙ্গে এই ঝড়ের প্রভাব বেশি। (প্রতীকী ছবি)
ঠিক তারপর মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর রিমলের প্রভাব পড়বে। পরশু, মঙ্গলবার, ২৮ মে উত্তরবঙ্গে এই ঝড়ের প্রভাব বেশি। (প্রতীকী ছবি)
অর্থাৎ আগামিকাল, সোমবার মধ্য বাংলায় (নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুর) এবং পরশু, মঙ্গলবার উত্তরের উপরের জেলাগুলিতে রিমল অবস্থান করবে। (প্রতীকী ছবি)
অর্থাৎ আগামিকাল, সোমবার মধ্য বাংলায় (নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুর) এবং পরশু, মঙ্গলবার উত্তরের উপরের জেলাগুলিতে রিমল অবস্থান করবে। (প্রতীকী ছবি)
বাংলাদেশ লাগোয়া যেই জেলাগুলি আছে, সেগুলিতেই সবথেকে বেশি ক্ষতি করবে শক্তিশালী ঘূর্ণিঝড় রিমল। মঙ্গলবার পর্যন্ত ঝড়ের রেশ বজায় থাকবে। (প্রতীকী ছবি)
বাংলাদেশ লাগোয়া যেই জেলাগুলি আছে, সেগুলিতেই সবথেকে বেশি ক্ষতি করবে শক্তিশালী ঘূর্ণিঝড় রিমল। মঙ্গলবার পর্যন্ত ঝড়ের রেশ বজায় থাকবে। (প্রতীকী ছবি)