সময় এগিয়ে আসছে...! তীব্র ঘূর্ণিঝড় রিমল-এর তাণ্ডবে ফের কি লন্ডভন্ড হবে? আতঙ্কের প্রহর সুন্দরবনে

Cyclone Remal: চারদিক তোলপাড়… আসছে রিমল! মারাত্মক অবস্থা দিঘার সমুদ্রে, দেখুন ভিডিও

সকাল থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলার আকাশ রবিবার সকাল থেকেই মেঘলা। বইছে দমকা ঝোড়ো হাওয়া। শুরু হয়েছে বৃষ্টি, উত্তাল সমুদ্র। ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমল। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বিপর্যয়ের আশঙ্কা। ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে প্রশাসন। আগেই প্রশাসনের পক্ষ থেকে দিঘায় স্থানীয় দোকানদার ও পর্যটক এবং দিঘার সাধারণ মানুষদের সতর্ক করা হয়েছে। এবার বিশেষ সতর্কতার পদক্ষেপ হিসাবে পর্যটকদের রবিবার বিকেলের মধ্যে হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হোটেল মালিকদের জানানো হয়েছে সোমবার পর্যন্ত নতুন করে বুকিং নেওয়া যাবে না।