Cyclone Remal Update: ভোটের দিনেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা! এনডিআরএফ-কে প্রস্তুত থাকতে নির্দেশ, শঙ্কা চরমে

নয়াদিল্লি: সাইক্লোন রিমল ভ্রুকুটি। এনডিআরএফ দলকে প্রস্তুত থাকতে বলল কমিশন। তবে এখনও ষষ্ঠ দফার নির্বাচনের দিন পিছানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর কমিশন সূত্রে। সাইক্লোনের অভিমূখ কোন দিকে জানতে টাস্কফোর্সের তথ্যের উপর নজর রাখা হচ্ছে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর। এদিকে মঙ্গলবারই মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের তরফে একটি বৈঠক করা হয় স্থানীয় আবহাওয়া দপ্তরের আধিকারিকদের সঙ্গে। সূত্রের খবর, আবহাওয়া দপ্তরের তরফে সিইও অফিসকে জানানো হয়েছে ২৬ তারিখই মূল ঝঞ্ঝা হওয়ার সম্ভাবনা রাজ্যে। সম্ভাবনায় বলা হয়েছে,মূল আশঙ্কা কেন্দ্রীভূত হচ্ছে শনিবার থেকে রবিবারের মধ্যে৷

আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার থেকে রবিবারের মধ্যে বালাসোর থেকে বাংলাদেশের মধ্যে বিস্তৃত উপকূলের কোনও একটি অংশে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়৷ দু’টি প্রেডিকশন মডেলের তরফ থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড় আছড়ে পড়তে সুন্দরবন এলাকায়৷ আবার, একটি প্রেডিকশন মডেলে বলা হয়েছে, ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে দীঘা উপকূলে৷ সব মিলিয়ে আশঙ্কা থাকছেই৷

যদিও এখনও আইএমডি-এর তরফ থেকে এখনও নিশ্চিত করে বলা হয়নি, ঠিক কোথায় ঘূর্ণিঝড় আসছে৷ সেই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী, সেটিও এখনও স্পষ্ট করে বলা হয়নি৷ কারণ, ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি এখনও স্পষ্ট নয়৷ তবে স্মৃতিতে আছে ঘূর্ণিঝড় আয়লা বা আমফানের স্মৃতি৷ সে কথা মাথায় রেখেই আগে থেকে প্রস্তুতি রাখতে চাইছে প্রশাসন৷ আপাতত এনডিআরএফকে যে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, ‘যথেষ্ট পরিমাণ প্লাস্টিক মজুত রাখতে হবে, মজুত রাখতে হবে ত্রিপলও৷ এ ছাড়া ডিসিআরসি সেন্টারগুলিকে পোক্ত ভাবে, ঝড়ের সঙ্গে যুঝতে পারার মতো করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়া, প্রতিটি লোকসভা কেন্দ্রেই প্রয়োজনীয় এনডিআরএফ কর্মী মজুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে৷