খাঁড়িতে নিয়ে আসা হয়েছে নৌকাগুলোকে 

Cyclone Remal Update: রিমল-আতঙ্ক! ঘূর্ণিঝড় আসার আগে মাছ ধরা নৌকাগুলি চলে এল খাঁড়িতে, বন্ধ কাজ

দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণিঝড় রিমল আসার আগে মাছ ধরা নৌকাগুলিকে নিয়ে আসা হল খাঁড়িতে। এর সঙ্গে শনিবার থেকেই বন্ধ হচ্ছে নৌকা এবং জাল সারাইয়ের কাজ‌। মূলত ঝড় আসার আগেই মৎস্যজীবীরা নৌকা এবং ট্রলারগুলিকে খাঁড়িতে নিয়ে আসেন যেখানে ঝড়ের দাপট কম হয়।

বর্তমানে ব্যান পিরিয়ড থাকায় মাঝ সমুদ্রে মাছ ধরতে একেবারেই যান না মৎস্যজীবীরা‌। তবে এই সময় তাঁরা জাল সারাই, নৌকা সারাইয়ের মত কাজগুলি করেন। কিন্তু ঝড় আসার আশঙ্কায় সেই কাজ বন্ধ। ফলে কাজ বন্ধ থাকায় নির্দিষ্ট দিনে ট্রলারগুলিকে প্রস্তুত করা যাবে কি না, তা নিয়ে চিন্তায় মৎস্যজীবীরা।

আরও পড়ুন: কুয়ো পরিষ্কার করতে নেমে আবারও দুর্ঘটনা, ২ যুবকের মৃত্যু

আরও পড়ুন: প্রাক্তনদের লড়াইয়ে জমজমাট বিষ্ণুপুর, হ্যাটট্রিক করতে পারবেন সৌমিত্র?

এখন থেকেই সাগরে মৎস্যজীবীদের না যাওয়ার জন্য অনুরোধ করেছে প্রশাসন। বিকালের পর থেকে পরিস্থিতি খারাপ হতে পারে। সমুদ্র উত্তাল রয়েছে এখন। আবহাওয়া দফতর থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৃষ্টিও হচ্ছে। মৎস্যজীবীরা নৌকা এবং ট্রলারগুলিকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখছেন নদী এবং খাঁড়িতে। যাতে ঝড়ের সময় বিপদ না হয়। এখন দেখার ঝড় কতটা প্রভাব ফেলে বাংলায়।

নবাব মল্লিক