ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমল৷

Cyclone Remal in West Bengal: রবিবার থেকে কত দিন চলবে দুর্যোগ, কলকাতা সহ ভাসবে কোন কোন জেলা? বৃষ্টি উত্তরবঙ্গেও

কলকাতা: রবিবার বাংলাদেশ উপকূলেই সম্ভবত আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রিমল৷ ল্যান্ডফলের সময় ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে এ রাজ্যেও ব্যাপক ক্ষয়ক্ষতি এবং দুর্যোগের আশঙ্কা বাড়ছে৷

২৬ মে কোথায় কোথায় বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত এ দিন জানিয়েছেন, আগামী ২৬ মে, রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া, নদিয়া, হুগলি জেলায়৷ এই জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলাতেও৷

২৭ মে কোন কোন জেলায় দুর্যোগ?
২৬ তারিখ ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও তার প্রভাব চলবে আরও অন্তত দু দিন৷ ২৭ মে, সোমবার ভারী থেকে অতি ভারতী বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায়৷ আবহ দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তরঙ্গের মালদহও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে৷

২৮ মে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে আগামী মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে৷

আগামিকাল, শনিবার রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন৷ ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে ভোটপ্রক্রিয়া ব্যাহত হবে কি না, তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছিল৷ আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত অবশ্য জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের জন্য ভোট প্রক্রিয়া ব্যাহত হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ ইতিমধ্যেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে তা জানিয়েও দেওয়া হয়েছে৷

আরও পড়ুন: চামড়া ছাড়িয়ে মাংসে মাখানো হয় হলুদ, রহস্যময় ট্রলি ব্যাগে সাংসদের দেহাংশ? দেখুন ভিডিও

ঝড়ে এ রাজ্যে কতটা ক্ষয়ক্ষতি?

আলিপুর আবহাওয়া দফতর এ দিন জানিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগণায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার৷ যা ঘণ্টায় ১২০ কিলোমিটারেও পৌঁছতে পারে৷ উত্তর চব্বিশ পরগণায় ঝড়ের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার৷ এই জেলায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটারে পৌঁছতে পারে৷ পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতি বেগে থাকতে পারে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার, যা সর্বোচ্চ ১০০ কিলোমিটারে পৌঁছতে পারে৷ কলকাতা, হাওড়া এবং নদিয়া জেলাতেও প্রবল বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে৷