Cyclone Remal

Cyclone Remal Update: কাঁপাতে আসছে রিমল, কেএমসি চালু করল কন্ট্রোল রুম, জেনে নিন নম্বর

কাঁপাতে আসছে রিমল, সতর্ক কলকাতা পুরসভা। নগরোন্নয়ন দফতরের তরফে শুরু হল কন্ট্রোল রুম, চালু ২৪ ঘণ্টার ৪কন্ট্রোল রুম। নম্বর হল– (০৩৩) ২২৮৬১২১২/ ১৩১৩/ ১৪১৪। প্রতিটি পুরসভাকে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। পাম্পিং স্টেশনগুলি রক্ষণাবেক্ষণের নির্দেশ। সাইক্লোন রিমল সমুদ্রের উপর ক্রমশ রুদ্রমূর্তি ধারণ করছে৷ সিভিয়ার সাইক্লোনের তকমা পেয়ে গেছে৷ আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে শেষ ৬ ঘণ্টায় ৬ কিমি প্রতি ঘণ্টা গতিতে এগোচ্ছে রিমল৷ সমুদ্রের উপর যত বেশিক্ষণ থাকবে সাইক্লোন তত শক্তিবৃদ্ধি হবে আর সেইভাবেই অতি মারাত্মক শক্তিবৃদ্ধি করেই ল্যান্ডফল করবে সাইক্লোন৷ আইএমডি সাইক্লোন আপডেট-এ দেখা গিয়েছে, ভোর সাড়ে পাঁচটা নাগাদ সাইক্লোন Remal বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ কিমি দূরে, সাগর দ্বীপের দক্ষিণ-দক্ষিণ পূর্বে ২৭০ কিমি দূরে, দিঘা থেকে ৩৯০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং ক্যানিংয়ের ৩১০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থিত ছিল৷ এদিকে শুক্রবার পর্যন্ত Cyclone Remal-র ল্যান্ডফল  কোথায় হতে পারে এই প্রশ্নে আইএমডির আপডেট ছিল বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি কোথাও হবে ল্যান্ডফল৷ কিন্তু লেটেস্ট আপডেট অনুসারে বদলে গেল ল্যান্ডফলের জায়গা৷ বাংলাদেশে মঙ্গলার দক্ষিণ-পশ্চিমে হবে Cyclone Remal -র ল্যান্ডফল৷ রাত বারোটা নাগাদ প্রবল বেগে আছড়ে পড়বে এই Severe Cyclonic Storm।