ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বন্ধ করা হল ফেরিঘাট

Cyclone Remal: ঘূর্ণিঝড় রিমলে ধ্বংসের আশঙ্কায় সব ফেরি ঘাটে কড়া সতর্কবার্তা! কোন কোন ঘাট বন্ধের সিদ্ধান্ত? রইল বিস্তারিত

নদিয়া: সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘রিমল’ আছড়ে পড়তে চলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। নিম্নচাপের কেন্দ্রের চারপাশে ঝড়ের গতিবেগ অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। রবিবার সকাল থেকেই সমগ্র নদিয়া জেলাজুড়ে আকাশ মেঘলা। রবিবার সন্ধ্যা থেকে সোমবার ভোরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়রূপে পশ্চিমবঙ্গের কাঁথি থেকে বাংলাদেশের কলাপাড়ার মধ্যবর্তী স্থলভাগে এটি আছড়ে পড়বে, এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া সূত্রে।

আছড়ে পড়ার সময় উপকূলের বেশিরভাগ জায়গায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০-১২০ কিমির আশেপাশে। এর প্রভাব আশেপাশের সমস্ত জেলাগুলোতে পড়বে। নদিয়াতে ঝড়ের পরিমাণ ৬০ থেকে ৮০ কিলোমিটারের কাছাকাছি।

আবহাওয়া দফতর বিভিন্ন সমুদ্র কেন্দ্রিক পর্যটন কেন্দ্রে বিশেষ ব্যবস্থা নিয়েছে। সমুদ্র উপকূল-সহ গঙ্গা ভাগীরথীতে মাছ ধরতে যাওয়ায় সাবধানতা জানিয়েছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে একইসঙ্গে নদী পারাপারের বিষয়েও যথেষ্ট সচেতনতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত পর্যন্ত নেওয়া হয়েছে বেশ কিছু ঘাটমালিকদের পক্ষ থেকে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমলের ঝাপটায় তছনছ হওয়ার আশঙ্কা! কপ্টার, ত্রাণ নিয়ে প্রস্তুত ভারতীয় নৌবাহিনী

যদিও জেলা প্রশাসনিক মহল থেকে বন্ধ রাখার কথা বলা হয়নি, সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে। কিন্তু নদিয়ার শান্তিপুর গুপ্তিপাড়া সকাল থেকেই কানলা ফেরিঘাট বিকাল থেকে বন্ধ করা হয়েছে। জানা গিয়েছে, আগামী মঙ্গল বার পর্যন্ত বন্ধ রাখা হবে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে।

তবে বর্ধমান, হুগলি এবং নদিয়া জলপথে এই তিন জেলা যুক্ত থাকলেও ১২ নম্বর ন্যাশনাল হাইওয়ে সম্পূর্ণ কাজ সম্পন্ন না হওয়ার কারণে জলপথেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য শান্তিপুরের উপর দিয়ে গুপ্তিপাড়া ফেরিঘাট কিংবা কানলা ফেরিঘাট বেছে নিচ্ছেন অনেকেই। তাই বিপুল সংখ্যক মানুষজন অসুবিধার সম্মুখীন হয়ে পড়েছেন।

এ প্রসঙ্গে ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন, সরকারি নির্দেশকে অগ্রাহ্য তাঁরা করতে চাননি অতীতের বিভিন্ন নৌকাডুবির ঘটনার পরিপ্রেক্ষিতে। তাই মানুষের কিছুটা অসুবিধা হলেও কোনওরকম ঝুঁকি নেওয়া হয়নি। তবে ঘাট মালিকের পক্ষ থেকে জানানো হয় এ বিষয়ে ওপারের হুগলি, বর্ধমান এবং এপারের নদিয়া ঘাট সংলগ্ন এলাকায় ফেরি পারাপার বন্ধ করার সতর্কবার্তা মাইকে প্রচারিত হয়েছে।

Mainak Debnath