Cyclone Remal Update: বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় রিমল! আছড়ে পড়ার আগে উত্তাল সমুদ্র, দেখুন শিউরে ওঠা ভিডিও

দক্ষিণ ২৪ পরগনা: আসছে ঘূর্ণিঝড় রিমল। আর সেজন্য উপকূলের বাসিন্দারা বাড়িঘর ঠিক করছেন। রবিবার সকাল থেকেই এই ছবি চোখে পড়ছে সুন্দরবনের সর্বত্র। কোথাও দড়ি দিয়ে বাঁধা হচ্ছে ছাউনি। আবার কোথাও বাড়ির কাঠামো ঠিক আছে কিনা দেখে নিচ্ছেন তাঁরা। ঝড় আসার আগেই সমস্ত প্রস্তুতি সেরে নিচ্ছেন তাঁরা। এদিকে সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। বকখালিতে পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার ফলে পর্যটকদের সেখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফলে কিছুটা হলেও হতাশ পর্যটকরা।

পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই কাজ করা হচ্ছে। ‌সমুদ্রসৈকতে পাহারা দিচ্ছেন পুলিশকর্মীরা।ইতিমধ্যে ঘূর্ণিঝড় রিমলের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় এলাকায়। বকখালি থেকে ঝড় আর মাত্র ২০০ কিলোমিটার দূরে রয়েছে।

আরও পড়ুন: মাত্র ১০ টাকার আম পোড়ার শরবতের লোভেই ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ! বেলা ১২ টা থেকেই উপচে পড়ছে ভিড়, কোথায় জানেন?

আরও পড়ুন: ইলিশ-চিংড়ি নয়! সুস্বাদু ছোট মাছের ভাপা দিয়ে সাফ হবে এক থালা ভাত, রয়েছে বিরাট গুণও!

সমুদ্র উত্তাল থাকায় বড় বড় ঢেউ সৃষ্টি হচ্ছে সেখানে। চলছে ভারী বৃষ্টিপাত। ঝড় আসার অপেক্ষায় রয়েছেন সকলেই। প্রশাসন সূত্রের খবর, দুর্যোগ মোকাবিলায় বন্ধ করা হয়েছে ফেরি সার্ভিস। এছাড়া বকখালি এবং গঙ্গাসাগর সমুদ্রতটে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নবাব মল্লিক