উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হবে। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় অতি ভারী বৃষ্টি। ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস সঙ্গে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। ঝড়-বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, জেলাতেও।

Cyclone Remal Landfall Update: ১২০-১৪০ কিমি বেগে ল্যান্ডফল! শনিবারই রুদ্রমূর্তি নেবে ঘূর্ণিঝড় Remal, বঙ্গের কোথায় আছড়ে পড়বে, বিশদে জানুন ভিডিওয়ে

Cyclone Remal Update: রুট বদলে বঙ্গেই তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় Remal? বড় আপডেট হাওয়া অফিসের। রবিবার বিকেল বা সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গের সুন্দরবন ও বাংলাদেশের খুলনা- বরিশাল এলাকায় স্থলভাগে প্রবেশের সম্ভাবনা ঘূর্ণিঝড়ের। সেই সময় গতিবেগ থাকতে পারে ১২০ থেকে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। উপকূলের জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা।