তমলুকে ভোটের লড়াই

Lok Sabha Elections 2024 Tamluk: উত্তেজনা বাড়াল নন্দীগ্রামের খুন, তমলুকে দেবাংশুর ‘খেলা’ নিয়ে আশায় বুক বাঁধছে তৃণমূল

তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার দু’টি লোকসভা কেন্দ্র তমলুক ও কাঁথি। তবে এবার রাজ্যের ৪২ টি কেন্দ্রের মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র তমলুক। ৭০ দিনের ভোট প্রচার শেষ হয়েছে ২৩ মে সন্ধে ছ’টার পর। প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে ঝড় তুলেছিল। প্রচারের পালা সাঙ্গ হয়েছে। এবার ভোটারদের ভোটদানের পালা।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ ষষ্ঠ দফা ভোট লাইভ

২৫ মে শনিবার তমলুক লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। নিজেদের মনোনীত প্রার্থীদের ভোট দেবেন ভোটারেরা। আর এই ভোট গ্রহণ ঘিরে উৎসবের মেজাজ। ভোটগ্রহণ পর্বের আগেই দেখে নেওয়া যাক এই নজরকাড়া তমলুক লোকসভা কেন্দ্রের সার্বিক চিত্রটা।

আরও পড়ুন: মুখে আনে রুচি, গ্যাস-বদহজম-কোষ্ঠকাঠিন্যের যম এই সবজি প্রোটিনের খনি! আপনি খান তো?

সাতটি বিধানসভা নিয়ে গঠিত তমলুক লোকসভা কেন্দ্র। সাতটি বিধানসভা হল তমলুক, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম ও পূর্ব পাঁশকুড়া। এই লোকসভা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ১৮ লক্ষ ৫০ হাজার ৭৪১জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ লক্ষ ৪৭ হাজার ৭৪৭ জন। এবং মহিলা ভোটারের সংখ্যা ৯ লক্ষ ২ হাজার ৯৫৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩৮ জন।

তমলুক লোকসভা কেন্দ্রে এই নির্বাচনে প্রথমবার ভোট দেবে মোট ৫৮ হাজার ৫৬৪ জন ভোটার। তমলুক লোকসভা কেন্দ্রে ৮৫ বছর বয়সী ভোটারদের সংখ্যা ১২ হাজার ৭৫০ জন। এমনকী এই লোকসভা কেন্দ্রে মোট ১৪৭ জন ১০০ বছর বয়সী ভোটার রয়েছে। বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছে ১২ হাজার ৮৫০ জন।

আরও পড়ুন: হিরো কে, জিরোই বা কে? প্রহর গুণছে ঘাটাল! হিরণকে টেক্কা দিতে দেবের প্ল্যান আসলে কী?

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে মোট ১ হাজার ৯২৮টি বুথ রয়েছে। এর মধ্যে ক্রিটিক্যাল বুথের সংখ্যা ৩৭৩ টি। পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১৬০ টি বুথ মহিলাদের দ্বারা পরিচালিত হবে। পূর্ব মেদিনীপুর জেলায় ১৯ টি মডেল বুথ রয়েছে এবার লোকসভা নির্বাচনে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ৯ জন। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে প্রতি বুথে চারজন আধা সামরিক বাহিনীর জওয়ানরা বুথের নিরাপত্তায় থাকবে।

এছাড়াও রাজ্য পুলিশবাহিনীও মোতায়েন থাকবে এলাকার নিরাপত্তার দায়িত্বে। পূর্ব মেদিনীপুর জেলায় মোট ২৩৭ কোম্পানির কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর পাশাপাশি ৭১৪ জন রাজ্য পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে ভোটের দিন। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রটি এবার রাজ্য রাজনীতির কাছে একটি নজরকাড়া কেন্দ্র। গতবার এই লোকসভা কেন্দ্রটি জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেস থেকে জয়লাভ করেছিল দিব্যেন্দু অধিকারী। ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ের ব্যবধান ছিল ১ লক্ষ ১৯ হাজার ৭৯৭ ভোটের। সেবার ভোটে বিজেপি দ্বিতীয় স্থান লাভ করেছিল। সেবার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর পেয়েছিল ৩৭ শতাংশের বেশি ভোট। তবে এবার এই লোকসভা কেন্দ্রে বিজেপি জয়লাভের জন্য ঝাঁপিয়েছে। কারণ ১৯ সালের পর ২৪ সালের তমলুক লোকসভা কেন্দ্রের পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে।

তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম বিধানসভা ভোটের লড়াইয়ে বিজেপি ও তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট। এই বিধানসভা থেকে দুই দলই মরিয়া লিড নিতে। এখন দেখার ভোটের ফলাফলে নন্দীগ্রাম থেকে কোন দল লিড পায়। তমলুক লোকসভা কেন্দ্রে ৯ জন প্রার্থী থাকলেও মোট লড়াই তিনজন প্রার্থীর মধ্যে।

তৃণমূল বিজেপির পাশাপাশি এই লোকসভা কেন্দ্রে বামেদের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ এই লোকসভা কেন্দ্রে প্রচার পর্বে বিজেপি তৃণমূলের পাশাপাশি বাম প্রার্থী সমানতালে টক্কর দিয়েছেন। ২৫ তারিখ ভোটদানে মানুষ কাকে বেছে নেবে সেদিকেই নজর রয়েছে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলের পাশাপাশি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

সৈকত শী