Cyclone Trami Speed:  বঙ্গোপসাগরে যখন সাইক্লোন দানার আতঙ্ক তৈরি হয়েছিল , ঠিক একই সময়ে দক্ষিণ চিন সাগরে তৈরি হয়েছিল সাইক্লোন ট্রামি৷ স্থানীয়ভাবে যার নাম ক্রিস্টিন৷ Photo Courtesy- X Account 

Cyclone Trami and Cyclone Dana: শক্তিতে দানা-র ‘বাবা’, ঘণ্টায় ২৬০ কিমি গতি, আতঙ্কের নাম ট্রামি, তোলপাড় সাগরে

Cyclone Trami Speed:  বঙ্গোপসাগরে যখন সাইক্লোন দানার আতঙ্ক তৈরি হয়েছিল , ঠিক একই সময়ে দক্ষিণ চিন সাগরে তৈরি হয়েছিল সাইক্লোন ট্রামি৷ স্থানীয়ভাবে যার নাম ক্রিস্টিন৷ Photo Courtesy- X Account 
Cyclone Trami Speed:  বঙ্গোপসাগরে যখন সাইক্লোন দানার আতঙ্ক তৈরি হয়েছিল , ঠিক একই সময়ে দক্ষিণ চিন সাগরে তৈরি হয়েছিল সাইক্লোন ট্রামি৷ স্থানীয়ভাবে যার নাম ক্রিস্টিন৷ Photo Courtesy- X Account
ফিলিপিন্সে তৈরি হওয়া এই ঝড় দানা যেদিন ওড়িশায় ল্যান্ডফল করেছে সেদিনই অর্থাৎ ২৪ তারিখ ল্যান্ডফল করেছে ডিভিলিকান, ইসাবেলাতে৷ এটিও ছিল সিভিয়ার ট্রপিক্যাল স্টর্ম৷
ফিলিপিন্সে তৈরি হওয়া এই ঝড় দানা যেদিন ওড়িশায় ল্যান্ডফল করেছে সেদিনই অর্থাৎ ২৪ তারিখ ল্যান্ডফল করেছে ডিভিলিকান, ইসাবেলাতে৷ এটিও ছিল সিভিয়ার ট্রপিক্যাল স্টর্ম৷
তবে স্পিডে ছিল সাইক্লোন দানা-র ‘বাবা’ অর্থাৎ প্রায় দ্বিগুণ শক্তিশালী৷  এই ঝড়ের গতি ছিল ২৬০ কিমি প্রতি ঘণ্টা৷   এই মারাত্মক ঝড়ের প্রকোপে প্রায় ৬ লক্ষ পরিবারকে প্রভাবিত হয়েছে৷
তবে স্পিডে ছিল সাইক্লোন দানা-র ‘বাবা’ অর্থাৎ প্রায় দ্বিগুণ শক্তিশালী৷  এই ঝড়ের গতি ছিল ২৬০ কিমি প্রতি ঘণ্টা৷   এই মারাত্মক ঝড়ের প্রকোপে প্রায় ৬ লক্ষ পরিবারকে প্রভাবিত হয়েছে৷
মারাত্মক এই সাইক্লোন ফিলিপিন্সের ১৮ প্রদেশের মধ্যে ১৪ টি প্রদেশে মারাত্মকভাবে প্রভাব ফেলেছে৷ ২৫ অক্টোবর পর্যন্ত এই মারাত্মক ঝড়ের প্রভাব চলবে৷
মারাত্মক এই সাইক্লোন ফিলিপিন্সের ১৮ প্রদেশের মধ্যে ১৪ টি প্রদেশে মারাত্মকভাবে প্রভাব ফেলেছে৷ ২৫ অক্টোবর পর্যন্ত এই মারাত্মক ঝড়ের প্রভাব চলবে৷
এই মারাত্মক গতিশীল ও ভয়াবহ ক্ষমতাশালী ঝড়ের প্রভাবে ফিলিপিন্সে ৫ ইঞ্চি বা তার চেয়েও বেশি বৃষ্টি হয়েছে এবং সেটি জারি থাকবে বলে ওয়েদার আপডেটে জানিয়েছে ফিলিপাইন অ্যাটমসফেরিক অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন৷
এই মারাত্মক গতিশীল ও ভয়াবহ ক্ষমতাশালী ঝড়ের প্রভাবে ফিলিপিন্সে ৫ ইঞ্চি বা তার চেয়েও বেশি বৃষ্টি হয়েছে এবং সেটি জারি থাকবে বলে ওয়েদার আপডেটে জানিয়েছে ফিলিপাইন অ্যাটমসফেরিক অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন৷
এই সাইক্লোনের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৫-১৬০ কিমি৷ ফলে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কায় কাঁপছে গোটা দ্বীপ রাষ্ট্র৷ ইতিমধ্যেই এই সাইক্লোনের কারণে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে৷
এই সাইক্লোনের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৫-১৬০ কিমি৷ ফলে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কায় কাঁপছে গোটা দ্বীপ রাষ্ট্র৷ ইতিমধ্যেই এই সাইক্লোনের কারণে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে৷
Cyclone Dana Consists of Small Eye: ওড়িশার উপকূল এলাকাতে হানা দিল সাইক্লোন দানা৷ অতি শক্তিশালী সাইক্লোনে রূপান্তরিত হয়েছিল বঙ্গোপসাগরের উপরেই৷  কিন্তু এবারের সাইক্লোনের দাপটে ক্ষয়ক্ষতির বেশিটাই হয়েছে ওড়িশার উপর দিয়ে৷ পশ্চিমবঙ্গের উপকূলভাগ দিয়ে এই ঝড়ের প্রভাব পড়েছে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলিতে সেই পরিমাণ ঝড়ের দাপট দেখা যায়নি৷ Photo Courtesy- Josh Morgerman/ X Account
Cyclone Dana Consists of Small Eye: ওড়িশার উপকূল এলাকাতে হানা দিল সাইক্লোন দানা৷ অতি শক্তিশালী সাইক্লোনে রূপান্তরিত হয়েছিল বঙ্গোপসাগরের উপরেই৷  কিন্তু এবারের সাইক্লোনের দাপটে ক্ষয়ক্ষতির বেশিটাই হয়েছে ওড়িশার উপর দিয়ে৷ পশ্চিমবঙ্গের উপকূলভাগ দিয়ে এই ঝড়ের প্রভাব পড়েছে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলিতে সেই পরিমাণ ঝড়ের দাপট দেখা যায়নি৷ Photo Courtesy- Josh Morgerman/ X Account
এই ঝড় নিয়ে আশঙ্কার কারণ প্রভূতই ছিল কারণ এটি একটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ছিল৷ ল্যান্ডফলের সময় এর গাস্টিং স্পিড ছিল ১২০ কিমি প্রতি ঘণ্টা অন্যদিকে ঝড়ের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১০০-১১০ কিমি প্রতি ঘণ্টা৷
এই ঝড় নিয়ে আশঙ্কার কারণ প্রভূতই ছিল কারণ এটি একটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ছিল৷ ল্যান্ডফলের সময় এর গাস্টিং স্পিড ছিল ১২০ কিমি প্রতি ঘণ্টা অন্যদিকে ঝড়ের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১০০-১১০ কিমি প্রতি ঘণ্টা৷
দুপুরের মধ্যে এটি অবশ্য ক্ষমতা হারিয়ে দুর্বল হয়ে যাবে৷ আধিকারিকরা জানিয়েছেন এর জেরে পশ্চিমবঙ্গে শুধুমাত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে৷
দুপুরের মধ্যে এটি অবশ্য ক্ষমতা হারিয়ে দুর্বল হয়ে যাবে৷ আধিকারিকরা জানিয়েছেন এর জেরে পশ্চিমবঙ্গে শুধুমাত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে৷
প্রবল হাওয়ার গতি এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে একাধিক জেলাতে৷ ওড়িশার ভানাসাবা, ভদ্রক, ধামারাতে গাছ পড়ে যাওয়া, সম্পত্তি নষ্ট হওয়ার মতো খবর পাওয়া যাচ্ছে৷
প্রবল হাওয়ার গতি এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে একাধিক জেলাতে৷ ওড়িশার ভানাসাবা, ভদ্রক, ধামারাতে গাছ পড়ে যাওয়া, সম্পত্তি নষ্ট হওয়ার মতো খবর পাওয়া যাচ্ছে৷