ডগর বাজনা বাদক

Lok Sabha Election 2024: ভোট এলেই লক্ষীলাভ! অসময়ে উপরি আয়ে মুখে হাসি ডগর বাদকদের 

মুর্শিদাবাদ: তারা দুর্গাপুজো বা কালীপুজো এই সমস্ত পুজো পার্বনে মুলত বাজনা বাজিয়ে থাকেন। কিন্তু ভোট এলেই নিয়মিত ডাক পড়ে তাদের। ভোট এলেই দৈনন্দিন লক্ষীলাভ হয় ডগর বাজনার সঙ্গে যুক্ত কর্মীদের। তৃণমূল হোক বা বিজেপি এমনকি কংগ্রেস, যে দলের ভোটের প্রচার থাকে তাদের হয়ে ভোট প্রচারে বাজনা বাজিয়ে মানুষের কাছে প্রার্থী কে নিয়ে পৌঁছান তারা।

এইভাবে দৈনন্দিন প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা রোজগার হয় এক একজনের। ইতি মধ্যেই ভোটের বাদ্যি বেজে গিয়েছে। ঘোষণা হয়েছে প্রার্থী তালিকা, শুরু হয়েছে মনোনয়ন পত্র। প্রার্থীরা ভোটের ময়দানে নেমে পড়েছেন জোরদার প্রচারে। মুর্শিদাবাদ জেলাতে তৃতীয় ও চতুর্থ দফায় লোকসভা নির্বাচন। ওরা বাজনা বাদক ভোটের সময় তাঁদের ডাক আসে। রাজনীতির কোনও দলের রং দেখার সময় পান না তাঁরা। যেদিক থেকে ডাক আসে, সেখানেই ছোটেন তাঁরা।

আরও পড়ুন:শাহরুখ খানের অফিস থেকে হঠাৎ ফোন এল তরুণের কাছে, কী করেছে এই পড়ুয়া? জানলে চমকে যাবেন

ভোটের জমকালো প্রচারকে আরও মাতিয়ে তোলেন তাঁরা। প্রার্থীরা যখন জোরদার প্রচারে ব্যস্ত থাকেন, তখন এই বাজনা বাদকরা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন। গণতন্ত্রের উৎসবের বাজনা শোনা যায় তাঁদের মাধ্যমে। পরিবারকে দেওয়ার মত সময় হাতে থাকে না। কিন্তু এই সময় লক্ষী লাভ হয় বেশ ভাল। ফলে বিয়ে বাড়ি বা উৎসবে তাঁরা গেলেও অপেক্ষা করে থাকেন ভোটের জন্য। ভোট আসার আগে থেকে রাজনীতির ঘরে যেমন প্রস্তুতি শুরু হয়, তেমনি প্রস্তুতি শুরু হয়ে যায় এই বাজনা বাদকদেরও ঘরেও।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী