তিস্তা পাড়ে দানা আতঙ্ক

Cyclone Dana: দানা আতঙ্কে ফসল তুলতে মরিয়া তিস্তা পারের কৃষকরা

জলপাইগুড়ি: ‘দানা’র ভয়ে তিস্তাপাড়ের বাসিন্দারা! শক্তিশালী ঘূর্ণিঝড় ইতিমধ্যেই ল্যান্ডফল করেছে। যার দাপটে ত্রস্ত দক্ষিণবঙ্গ বাসী। আজ সকাল থেকেই দানার তাণ্ডব চলছে দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলা জুড়েই। বাড়তি সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে।

আরও পড়ুন: আবাস যোজনায় ঘর পেতে চান? কী কী ‘নথি’ লাগবে জানেন? দেখে নিন তালিকা! দ্রুত জানুন!

এদিকে উত্তরবঙ্গে এই প্রাকৃতিক দুর্যোগের তেমন কোনও প্রভাব পড়বে না বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

আরও পড়ুন: ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় ‘দানা’! গৌড়বঙ্গের জেলাগুলিতে কতটা প্রভাব পড়ল?

ঝিরিঝিরি বৃষ্টিপাত সহ ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই জানানো হয়েছে। প্রশাসনিক তরফে তেমন কোন শঙ্কার পূর্বাভাস না থাকলে ও কপালে ভাঁজ জলপাইগুড়ির তিস্তা পারের বাসিন্দাদের। কথাতেই বলে তিস্তা পারে বাস, চিন্তা বারো মাস! আসলে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে দুর্ভোগ পোহাতে হয় জলপাইগুড়ির তিস্তা পারের বাসিন্দাদের। এদিন জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতে আমন ধান কাটার হিড়িক  দেখা যায়।
এলাকার কৃষক রূপচাঁদ মজুমদার,পলাশ বিশ্বাস বলেন, এর আগে পাকা আমন ধান জমিতে বেশির ভাগ লোক কেটে রেখেছিল। তিস্তায় জল বেড়ে যাওয়ায় তা জলের স্রোতে ভেসে যায়। এর মধ্যেও কিছুদিন আগে পাহাড়ে ভারী বৃষ্টির কারণে তিস্তায় জল বেড়ে গিয়ে জমিতে লাগানো অনেক শাক সবজি ডুবে নষ্ট হয়ে গেছে । ধান যতটুকু পূর্ণ বৃদ্ধি পেয়েছে সেইটুকুই কেটে বাড়ি নিয়ে যাচ্ছি।

সুরজিৎ দে