Darjeeling: এটাই প্রথম! বিরাট এই কর্মকাণ্ড শুধুই পর্যটকদের জন্য! দার্জিলিং বেড়ানোর মজা এবার কয়েকগুণ বেশি

*পর্যটকদের জন্য সুখবর। এ বার দার্জিলিংয়ে একটি নতুন হেরিটেজ ট্রেক চালু করতে চলেছে জিটিএ। চৌরাস্তা থেকে শুরু হয়ে টিবেটিয়ান মিউজিয়াম, বর্ধমান প্রাসাদ, আভা আর্ট গ্যালারি, তেনজিং নোরগে-এর বাড়ি, শিব ইকো ক্যাম্প হয়ে আর্য চা বাগানের মধ্যে দিয়ে চা ফ্যাক্টরিতে গিয়ে শেষ হবে। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। 
*পর্যটকদের জন্য সুখবর। এ বার দার্জিলিংয়ে একটি নতুন হেরিটেজ ট্রেক চালু করতে চলেছে জিটিএ। চৌরাস্তা থেকে শুরু হয়ে টিবেটিয়ান মিউজিয়াম, বর্ধমান প্রাসাদ, আভা আর্ট গ্যালারি, তেনজিং নোরগে-এর বাড়ি, শিব ইকো ক্যাম্প হয়ে আর্য চা বাগানের মধ্যে দিয়ে চা ফ্যাক্টরিতে গিয়ে শেষ হবে। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। 
*পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজমে আরও বেশি করে জোর দিতে উদ্যোগী গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ। তার জন্য দার্জিলিং, কালিম্পং অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থাও গড়ে তোলা হয়েছে। তারাই এখন সমস্ত নজরদারি চালান। আগামী ২৯ মে তেনজিং নোরগের জন্মদিনে ওই ট্রেকিংরুটের উদ্বোধন করা হবে জিটিএর তরফে। ফাইল ছবি। 
*পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজমে আরও বেশি করে জোর দিতে উদ্যোগী গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ। তার জন্য দার্জিলিং, কালিম্পং অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থাও গড়ে তোলা হয়েছে। তারাই এখন সমস্ত নজরদারি চালান। আগামী ২৯ মে তেনজিং নোরগের জন্মদিনে ওই ট্রেকিংরুটের উদ্বোধন করা হবে জিটিএর তরফে। ফাইল ছবি। 
*গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডভেঞ্জার ট্যুরিজম বিভাগের চিফ কো-অর্ডিনেটর দাওয়া গ্যালপো শেরপা বলেন, 'জিটিএ এলাকায় অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং পর্যটনের প্রচুর সম্ভাবনা রয়েছে। আমরা এই বিষয়েও ওপর জোর দেব। বর্তমানে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে পর্যটকরা শহর ও শহরের কোলাহল থেকে দূরে, অফবিট লোকেশন পছন্দ করছেন। আর এটিই অ্যাডভেঞ্চার অ্যাকটিভিটিসের সুযোগকে আরও বাড়িয়ে তুলেছে।' এ ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চত করার ওপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত গার্ডও রাখা হয়েছে। ফাইল ছবি। 
*গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডভেঞ্জার ট্যুরিজম বিভাগের চিফ কো-অর্ডিনেটর দাওয়া গ্যালপো শেরপা বলেন, ‘জিটিএ এলাকায় অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং পর্যটনের প্রচুর সম্ভাবনা রয়েছে। আমরা এই বিষয়েও ওপর জোর দেব। বর্তমানে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে পর্যটকরা শহর ও শহরের কোলাহল থেকে দূরে, অফবিট লোকেশন পছন্দ করছেন। আর এটিই অ্যাডভেঞ্চার অ্যাকটিভিটিসের সুযোগকে আরও বাড়িয়ে তুলেছে।’ এ ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চত করার ওপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত গার্ডও রাখা হয়েছে। ফাইল ছবি। 
*পর্যটকরা এখন বরাবরই একটু অফবিট লোকেশনে থাকতে পছন্দ করে। সেক্ষেত্রে যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ তাদের জন্য দারুন সুযোগ হতে পারে এই হেরিটেজ ট্রেক। সমুদ্রপৃষ্ঠ থেকে ২১০০ মিটার উচ্চতায় এই ট্রেলটি শুরু হবে হবে এবং শেষ হবে ১১০০ মিটার উচ্চতায়। সুতরাং এই নতুন ট্রেকিংরুট যে পর্যটকদের দারুন আকর্ষণ করবে সে বিষয়ে কোন সন্দেহ নেই। ফাইল ছবি। 
*পর্যটকরা এখন বরাবরই একটু অফবিট লোকেশনে থাকতে পছন্দ করে। সেক্ষেত্রে যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ তাদের জন্য দারুন সুযোগ হতে পারে এই হেরিটেজ ট্রেক। সমুদ্রপৃষ্ঠ থেকে ২১০০ মিটার উচ্চতায় এই ট্রেলটি শুরু হবে হবে এবং শেষ হবে ১১০০ মিটার উচ্চতায়। সুতরাং এই নতুন ট্রেকিংরুট যে পর্যটকদের দারুন আকর্ষণ করবে সে বিষয়ে কোন সন্দেহ নেই। ফাইল ছবি। 
*শুধু বাংলা নয়, ভিনরাজ্যের মানুষের কাছেও অন্যতম পছন্দের ডেস্টিনেশন দার্জিলিং। সারাবছরই দলে দলে পর্যটক ভিড় করেন দার্জিলিংয়ে। তাঁদের মধ্যে অনেকেরই অ্যাডভেঞ্চার ট্যুরিজম পছন্দের। আর জিটিএ-র এই পরিকল্পনা তাঁদের জন্য নিঃসন্দেহে সুখবর তা বলাই যায়। ফাইল ছবি।
*শুধু বাংলা নয়, ভিনরাজ্যের মানুষের কাছেও অন্যতম পছন্দের ডেস্টিনেশন দার্জিলিং। সারাবছরই দলে দলে পর্যটক ভিড় করেন দার্জিলিংয়ে। তাঁদের মধ্যে অনেকেরই অ্যাডভেঞ্চার ট্যুরিজম পছন্দের। আর জিটিএ-র এই পরিকল্পনা তাঁদের জন্য নিঃসন্দেহে সুখবর তা বলাই যায়। ফাইল ছবি।