IND vs ENG, T20 : মালান, লিভিংস্টনের ব্যাটে নিয়ম রক্ষার ম্যাচে বড় রান ইংল্যান্ডের, চাপে ভারত

ইংল্যান্ড – ২১৫/৭

#নটিংহ্যাম: রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টিতে ভারতের কাছে ম্যাচটা ছিল নেহাত নিয়ম রক্ষার। দলে পরিবর্তন হবে আগেই জানিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা। আবেশ খান, উমরান মালিক, রবি বিষ্ণই, শ্রেয়স এসেছিলেন দলে। এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। বাটলার এবং রয় ক্রমশ ভয়ংকর হয়ে উঠছিলেন।

আবেশ খানের বলে বোল্ড হন বাটলার (১৮)। এরপর রয় (২৭) ফিরে গেলেন উমরানের বলে। সল্ট (৮) বোল্ড হলেন হর্ষলের বলে। তাও ইংল্যান্ড ১০০ তুলে ফেলল ১০ ওভারে। ডেভিড মালাণ দুর্দান্ত ব্যাট করলেন। প্রায় একার হাতে এগিয়ে নিয়ে গেলেন ইংল্যান্ডের ইনিংস।

জাদেজা এবং উমরান এদিন প্রচুর রান দিলেন। আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য বুঝতে পারছেন কাশ্মীরের উমরান। অন্যদিকে ছিলেন লিভিংস্টোন। প্রথম দুটি ম্যাচ বড় রান করতে না পারলেও তিনি যে ধ্বংসাত্মক হয়ে উঠতে পারেন সকলের জানা। পাকিস্তানের বিরুদ্ধে এই মাঠেই ৪২ বলে সেঞ্চুরি আছে তার।

আজকের উইকেট সম্পূর্ণ ব্যাটসম্যানদের পক্ষে ছিল। বল দারুন ভাবে ব্যাটে আসছিল।শেষ পর্যন্ত বিষ্ণই আউট করলেন মালানকে (৭৭)। মারতে গিয়ে উঁচু ক্যাচ দিলেন ঋষভ পন্থকে। একই ওভারে মইন আলিকে ফিরিয়ে দিলেন বিষ্ণই। খাতা না খুলেই ফিরে গেলেন তিনি।

বিরাট কোহলি এতদিন ব্যাটে রান করতে পারছিলেন না। আজ জঘন্য ফিল্ডিং করলেন। বাউন্ডারি গলালেন, লিভিংস্টনের ক্যাচ মিস করলেন। তার ফোকাস ঠিক নেই পরিষ্কার। ব্রুক (১৯) আউট হলেন হর্ষলের বলে।