কলকাতা মেডিক্যাল কলেজ।

Medical College dean of students removed: সরিয়ে দেওয়া হল কলকাতা মেডিক্যাল কলেজের ডিন মানব নন্দীকে, কেন এই পদক্ষেপ?

কলকাতা: হাসপাতালে আবার রদবদল। কলকাতা মেডিক্যাল কলেজের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পদ থেকে সরিয়ে দেওয়া হল চিকিৎসক মানব নন্দীকে। পরিবর্তে নতুন ডিন হচ্ছেন কলকাতা মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক চিকিৎসক অরূপ চক্রবর্তী।

আরও পড়ুন: মাঝরাতে জেলের মধ্যে পায়চারি, রবিবার পলিগ্রাফ টেস্টের আগেই মুখ খুলল সঞ্জয়?

কলকাতা মেডিক্যাল কলেজে অভিযোগ উঠেছিল হস্টেলে ঘর পেতে গেলে তৃণমূল ছাত্র পরিষদ করতে হবে। হস্টেলের সুপার তথা ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক চিকিৎসক সুহেনা সরকার এবং এনাটমি বিভাগের সহকারী অধ্যাপক চিকিৎসক ঈশিতা সেনগুপ্তের বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন এক ছাত্রী।

আরও পড়ুন: দেশের সবচেয়ে বড় ইনকাম ট্যাক্স রেইড, ১০ দিন ধরেও টাকা গোনা শেষ হয়নি! কত নগদ উদ্ধার হয় জানেন?

অভিযোগ পাওয়ার পরেই পদক্ষেপ করা হয়। অভিযোগকে কেন্দ্র করে মেডিক্যাল কলেজের তরফ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী, ছাত্রদের সমস্ত কাজকর্ম থেকে এবং ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত সমস্ত জায়গা থেকে সরিয়ে দেওয়া হল মানব নন্দীকে।

আরও পড়ুন: ‘নবান্ন চলো’ অভিযান নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাই কোর্টের, কী জানাল ডিভিশন বেঞ্চ?

আরজি কর কাণ্ডের পরে রাজ্যের বিভিন্ন হাসপাতালে রদবদলের ঘটনা ঘটেছে। দু’বার বদল করা হয়েছে আরজি কর হাসপাতালের সুপার, অন্যান্য হাসপাতালগুলিতেও টুকটাক বদল হয়েছে। এবার পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হল কলকাতা মেডিক্যাল কলেজে।