Deepak Kabra at Tokyo Olympics: দারুণ খবর ! অলিম্পিকের ইতিহাসে প্রথমবার কোনও ভারতীয় জায়গা পেলেন জিমন্যাস্টিক্সের বিচারক মণ্ডলীতে

নয়াদিল্লি: টোকিও অলিম্পিক শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রীড়ামহলের জন্য দারুণ খবর ৷ এবারের অলিম্পিক গেমসে জিমন্যাস্টিক্সের বিচারকের প্যানেলে জায়গা পেলেন ভারতের দীপক কাবরা (Deepak Kabra) ৷ এই প্রথমবার অলিম্পিকের জিমন্যাস্টিক্সের বিচারক মণ্ডলীতে জায়গা পেলেন কোনও ভারতীয় ৷ এই খবর জানার পরেই সোশ্যাল মিডিয়ায় দীপকের জন্য উপচে পড়ে অভিনন্দন বার্তা ৷ ভারতের তারকা জিমন্যাস্ট দীপা কর্মকারও অভিনন্দন জানিয়েছেন দীপক কাবরাকে ৷ ট্যুইটারে দীপকের সঙ্গে নিজের এবং তাঁর কোচের একটি ছবি পোস্ট করে দীপা লেখেন, ‘‘ ভারত থেকে প্রথমবার কোনও জিমন্যাস্টিক্সের বিচারক জায়গা পেলেন অলিম্পিক গেমসে ৷ দীপক কাবরা দাদাকে অনেক অনেক অভিনন্দন ৷ #Tokyo2020-র জন্য শুভেচ্ছা রইল ৷ ’’

মুম্বইয়ের দীপক কাবরাকে এর আগে ২০১৯ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছিল ৷ ওই বছরই এশিয়ান জিমন্যাস্টিক্স ইউনিয়ন টেকনিক্যাল কমিটির সদস্য হন তিনি ৷ জিমন্যাস্টিক্সে দীপকের মতো টোকিও অলিম্পিকের শ্যুটিংয়ের বিচারক মণ্ডলীতে জায়গা পেয়েছেন আরেক ভারতীয় পবন সিং ৷ যা অলিম্পিকের ইতিহাসে প্রথমবার ৷ কারণ এর আগে কোনও ভারতীয় বিচারককে অলিম্পিকের শ্যুটিং ইভেন্টে দেখা যায়নি ৷