প্রায় ১৬ বছর ধরে বলিউডে সেরা নায়িকাদের দৌড়ে প্রথম সারিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন৷ এবছরও তাঁর একের পর এক ছবি মুক্তি পাবে৷ বছরের শুরুতেই রয়েছে হৃতিকের সঙ্গে ছবি, নাম ফাইটার৷ গত বছর তাঁর দুটি ছবি পাঠান এবং জওয়ান সুপারহিট৷ আরও একটা জন্মদিন কাটাবেন দীপিকা৷ তার আগে জেনে নেওয়া যাক তাঁর পারিশ্রিক থেকে তাঁর মোট সম্পত্তির পরিমাণ৷

Deepika Padukone Income: মডেল থেকে সুপারহিট অভিনেত্রী দীপিকা পাডুকোন, স্বামী রণবীর সিং-এর থেকে কতটা বেশি তাঁর রোজগার?

প্রায় ১৬ বছর ধরে বলিউডে সেরা নায়িকাদের দৌড়ে প্রথম সারিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন৷ এবছরও তাঁর একের পর এক ছবি মুক্তি পাবে৷ বছরের শুরুতেই রয়েছে হৃতিকের সঙ্গে ছবি, নাম ফাইটার৷ গত বছর তাঁর দুটি ছবি পাঠান এবং জওয়ান সুপারহিট৷ আরও একটা জন্মদিন কাটাবেন দীপিকা৷ তার আগে জেনে নেওয়া যাক তাঁর পারিশ্রিক থেকে তাঁর মোট সম্পত্তির পরিমাণ৷
প্রায় ১৬ বছর ধরে বলিউডে সেরা নায়িকাদের দৌড়ে প্রথম সারিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন৷ এবছরও তাঁর একের পর এক ছবি মুক্তি পাবে৷ বছরের শুরুতেই রয়েছে হৃতিকের সঙ্গে ছবি, নাম ফাইটার৷ গত বছর তাঁর দুটি ছবি পাঠান এবং জওয়ান সুপারহিট৷ আরও একটা জন্মদিন কাটাবেন দীপিকা৷ তার আগে জেনে নেওয়া যাক তাঁর পারিশ্রিক থেকে তাঁর মোট সম্পত্তির পরিমাণ৷
১৯৮৬ সালের ৫ জানুয়ারি ডেনমার্কের কোপেনহেগেনে জন্মগ্রহণ করেন দীপিকা। অভিনয় ছাড়াও দীপিকা পাড়ুকোন নিজের প্রোডাকশন হাউস রয়েছে। তাঁর প্রোডাকশন হাউসের নাম 'কা প্রোডাকশনস'। ২০১৮ সালে এটি শুরু করেন তিনি। এখনও পর্যন্ত এই প্রোডাকশন হাউসে '৮৩' এবং 'ছপাক' ছবি করেছেন দীপিকা।
১৯৮৬ সালের ৫ জানুয়ারি ডেনমার্কের কোপেনহেগেনে জন্মগ্রহণ করেন দীপিকা। অভিনয় ছাড়াও দীপিকা পাড়ুকোন নিজের প্রোডাকশন হাউস রয়েছে। তাঁর প্রোডাকশন হাউসের নাম ‘কা প্রোডাকশনস’। ২০১৮ সালে এটি শুরু করেন তিনি। এখনও পর্যন্ত এই প্রোডাকশন হাউসে ‘৮৩’ এবং ‘ছপাক’ ছবি করেছেন দীপিকা।
বলিউডের সবচেয়ে দামি অভিনেত্রীদের তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। একটি ছবির জন্য ৩০ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। তাঁর মাসিক আয় ৩ কোটি টাকা, তাঁর বার্ষিক আয় ৪০ কোটি টাকা।
বলিউডের সবচেয়ে দামি অভিনেত্রীদের তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। একটি ছবির জন্য ৩০ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। তাঁর মাসিক আয় ৩ কোটি টাকা, তাঁর বার্ষিক আয় ৪০ কোটি টাকা।
চলচ্চিত্র ছাড়াও, দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও আয় করেন। তিনি একটি ব্র্যান্ড অনুমোদন করেন৷ একটি পোস্ট করার জন্য প্রায় ১.৫ কোটি টাকা নেন তিনি৷ গত বছর 82°E নামে একটি প্রসাধনীর সামগ্রীর ব্র্যান্ড শুরু করেন দীপিকা পাড়ুকোন৷ এটি বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত। ত্বকের যত্নের পণ্য শুরু করার আগে, অভিনেত্রী ২০১৩ সালে তাঁর পোশাকের ব্র্যান্ড শুরু করেছিলেন, যার নাম 'অল অ্যাবাউট ইউ'।
চলচ্চিত্র ছাড়াও, দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও আয় করেন। তিনি একটি ব্র্যান্ড অনুমোদন করেন৷ একটি পোস্ট করার জন্য প্রায় ১.৫ কোটি টাকা নেন তিনি৷ গত বছর 82°E নামে একটি প্রসাধনীর সামগ্রীর ব্র্যান্ড শুরু করেন দীপিকা পাড়ুকোন৷ এটি বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত। ত্বকের যত্নের পণ্য শুরু করার আগে, অভিনেত্রী ২০১৩ সালে তাঁর পোশাকের ব্র্যান্ড শুরু করেছিলেন, যার নাম ‘অল অ্যাবাউট ইউ’।
অভিনেত্রী কয়েক বছর আগে মানসিক স্বাস্থ্য সচেতনতা ফাউন্ডেশন 'দ্য লাইভ লাভ লাফ ফাউন্ডেশন' শুরু করেছিলেন। এর পরে তিনি 'মোর দ্যান জাস্ট স্যাড' নামে একটি প্রচারাভিযান শুরু করেন৷ যাঁরা হতাশা এবং উদ্বেগে ভুগছেন, তাঁদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হয়৷
অভিনেত্রী কয়েক বছর আগে মানসিক স্বাস্থ্য সচেতনতা ফাউন্ডেশন ‘দ্য লাইভ লাভ লাফ ফাউন্ডেশন’ শুরু করেছিলেন। এর পরে তিনি ‘মোর দ্যান জাস্ট স্যাড’ নামে একটি প্রচারাভিযান শুরু করেন৷ যাঁরা হতাশা এবং উদ্বেগে ভুগছেন, তাঁদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হয়৷
অভিনয় এবং সব মিলিয়ে গত ১৭ বছরে তাঁর কাজ থেকে প্রচুর সম্পদ অর্জন করেছেন দীপিকা৷ চলুন দেখে নেওয়া যাক তার ফিল্ম কেরিয়ারকে দেখে নেওয়া যাক কীভাবে তিনি রাতারাতি বলিউড সুপারস্টার হয়ে গেলেন।
অভিনয় এবং সব মিলিয়ে গত ১৭ বছরে তাঁর কাজ থেকে প্রচুর সম্পদ অর্জন করেছেন দীপিকা৷ চলুন দেখে নেওয়া যাক তার ফিল্ম কেরিয়ারকে দেখে নেওয়া যাক কীভাবে তিনি রাতারাতি বলিউড সুপারস্টার হয়ে গেলেন।
মডেলিং করতেন দীপিকা পাড়ুকোন, সেখান থেকে অভিনয় জগতে পা রাখেন তিনি। মডেলিং করার সময় অনেক বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান দীপিকা।
মডেলিং করতেন দীপিকা পাড়ুকোন, সেখান থেকে অভিনয় জগতে পা রাখেন তিনি। মডেলিং করার সময় অনেক বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান দীপিকা।
সবাই মনে করেন দীপিকা তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন 'ওম শান্তি ওম' দিয়ে, কিন্তু দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ করার কারণে তা নয়। ২০০৬সালে কন্নড় ছবি 'ঐশ্বরিয়া' দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেন দীপিকা পাডুকোন। এতে তিনি সুপারস্টার উপেন্দ্রের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তবে দীপিকা পাড়ুকোন সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন 'ওম শান্তি ওম' ছবি থেকে।
সবাই মনে করেন দীপিকা তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন ‘ওম শান্তি ওম’ দিয়ে, কিন্তু দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ করার কারণে তা নয়। ২০০৬সালে কন্নড় ছবি ‘ঐশ্বরিয়া’ দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেন দীপিকা পাডুকোন। এতে তিনি সুপারস্টার উপেন্দ্রের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তবে দীপিকা পাড়ুকোন সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘ওম শান্তি ওম’ ছবি থেকে।
 শাহরুখ খানের সঙ্গে 'ওম শান্তি ওম' সুপারহিট ছবি ছিল। দু’জনের রসায়নও ছিল ফাটাফাটি৷ এই ছবির সাফল্যের দীপিকা রাতারাতি সুপারস্টার করে তোলে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দীপিকা পাড়ুকোনকে। বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে দীপিকা পাড়ুকোন অন্যতম।
শাহরুখ খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’ সুপারহিট ছবি ছিল। দু’জনের রসায়নও ছিল ফাটাফাটি৷ এই ছবির সাফল্যের দীপিকা রাতারাতি সুপারস্টার করে তোলে।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দীপিকা পাড়ুকোনকে। বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে দীপিকা পাড়ুকোন অন্যতম।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দীপিকা পাড়ুকোনকে। বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে দীপিকা পাড়ুকোন অন্যতম।
দীপিকা পাড়ুকোন তাঁর স্বামী রণবীর সিংয়ের সম্পদের চেয়ে দ্বিগুণ সম্পত্তির মালকিন৷ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী অভিনেত্রীর মোট সম্পদ প্রায় ৫০০ কোটি টাকা যেখানে রণবীরের মোট সম্পদ মাত্র ২৪৫ কোটি টাকা। এভাবেই সম্পত্তির নিরিখে স্বামী রণবীরকেও হার মানান দীপিকা।
দীপিকা পাড়ুকোন তাঁর স্বামী রণবীর সিংয়ের সম্পদের চেয়ে দ্বিগুণ সম্পত্তির মালকিন৷ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী অভিনেত্রীর মোট সম্পদ প্রায় ৫০০ কোটি টাকা যেখানে রণবীরের মোট সম্পদ মাত্র ২৪৫ কোটি টাকা। এভাবেই সম্পত্তির নিরিখে স্বামী রণবীরকেও হার মানান দীপিকা।