প্রতীকী ছবি

Delhi Winter: শীতে রাজধানীতে বৃষ্টি চায় দিল্লি সরকার, কীভাবে? চিঠি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রককে

নয়াদিল্লি: সামনেই শীতকাল আসছে আর শীতকাল মানেই দিল্লিবাসীর কাছে যেন আতঙ্কের আর এক নাম। শীতের কয়েকটা মাস ধুলো আর ধোঁয়া মিশে কার্যত অচল হয়ে যায় দেশের রাজধানী শহর।

এবারে এই ধরনের সমস্যা কিছুটা হলেও প্রতিরোধ করতে শীতকালে কৃত্তিম উপায়ে বৃষ্টি পরিকল্পনা করছে প্রশাসন। সেই মর্মেই দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই শুক্রবার কেন্দ্রীয় বন এবং পরিবেশ মন্ত্রী ভুপেন্দ্র যাদবকে চিঠি পাঠান। এই বিষয়ে একটি জরুরি বৈঠক ডাকারও আর্জি জানান তিনি।

চিঠিতে, গোপাল কেন্দ্রীয় মন্ত্রীকে জানান, কৃত্তিম বৃষ্টির দ্বারা শীতকালে বাতাসের গুণমান কিছুটা হলেও ফিরিয়ে আনা সম্ভব। কারণ দীপাবলি পরবর্তী সময়ে দিল্লির বাতাস যে পরিমাণে বিষাক্ত হয়ে পড়ে সেই সময়ে কৃত্তিম বৃষ্টি কার্যকর ভুমিকা পালন করতে পারে।

এই প্রসঙ্গেই দিল্লির পরিবেশমন্ত্রী একটি কেন্দ্রের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করার আহ্বান জানিয়েছেন। এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘উইন্টার অ্যাকশন প্ল্যান’। শীতকালে রাজধানীর বায়ুদূষণ রোধ করতেই মূলত এই কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি প্রশাসন।

গতবছর দিল্লির বাতাস বিপদজনক ভাবে বিষাক্ত হয়ে পড়ে তা রীতিমত চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশাসনের কাছে। বাতাসের গুণগতমান কিছুটা হলেও ফিরিয়ে আনার জন্য আইআইটি কানপুরের সাহায্য চেয়েছিল দিল্লি সরকার।

এই বছরেও দীপাবলি থেকেই দিল্লির বাতাসে ‘বিষ’ জমতে শুরু হতে পারে বলে মনে করছে প্রশাসন। কারণ দীপাবলি উপলক্ষে বাজি, পটকা ইত্যাদি ফাটানো হয় সেই বিষাক্ত বাতাস মিশে ভারী হয় রাজধানীর বাতাস। ঘন ধোঁয়ার চাদরে ঢেকে যায় গোটা শহর।

এই প্রসঙ্গে দিল্লির পরিবেশমন্ত্রী বলেন, “এই বছর দীপাবলি থেকেই বাতাসের মান খারাপ হতে শুরু করবে বলে আমরা মনে করছি। দিল্লি সরকার ইতিমধ্যেই এই বিষয়ে বিভিন্ন সতর্কতা নিয়েছে। বায়ুদূষণ রোধে আমরা উইন্টার অ্যাকশন প্ল্যান ও শুরু করেছি। এছাড়াও আমরা অন্য সমাধানও খুঁজছি যাতে কিছুটা হলেও এই সমস্যার সমাধান সম্ভব হয়।”

আরও পড়ুন: ‘ধর্ষণ বিরোধী নতুন আইনের প্রয়োজন নেই’, মমতার দ্বিতীয় চিঠির জবাব দিলেন কেন্দ্রীয
বিশেষজ্ঞদের মতে, মূলত,  শীতকালে হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলে ফসল কাটার পর আগাছা জ্বালিয়ে দেন কৃষকরা। সেই বিষাক্ত বাতাস এসে জমা হয় দিল্লির আকাশে। সেই সময় বাতাসে গতি কম থাকায় ভারী ধূলিকণা পূর্ণ বাতাসে ঢেকে যায় দিল্লির আকাশ। ফলে শ্বাসকষ্ট থেকে নানান অসুখের সম্মুখীন হন সেখানকার বাসিন্দারা। সেই সমস্যার সমাধানেই এবার কৃত্রিম বৃষ্টির পথে হাঁটতে চাইছে দিল্লি প্রশাসন।