সুন্দরবনের ঝড়খালি 

Sundarbans Travel: এবারের পুজোর ছুটি ম্যানগ্রোভের জঙ্গলে! জেনে নিন ঝড়খালি বেড়ানোর খুঁটিনাটি

দক্ষিণ ২৪ পরগনা: আর মাত্র কয়েক দিন বাকি, তার পর বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আর পুজো আসছে, মানেই একটা আলাদা অনুভূতি বাঙালিদের কাছে একটা আবেগ। গোটা বছরের মধ্যে এই ৪-৫ দিনকে নিয়ে যত উন্মাদনা। কেউ যেমন পুজোর সময় মনের মনের আনন্দে কেনাকাটা করে, তেমনই কেউ ঘুরে-বেড়িয়ে প্যান্ডেল হপিং করে অবকাশ যাপন করতে ভালেবাসেন।

আবার পুজোর দিনগুলোতে শহর ছেড়ে চলে যায় প্রকৃতির মাঝে একটু নিরিবিলিতে। গোটা বছরের ছুটি নিয়ে একেবারে শহর ছেড়ে বেরিয়ে পড়েন। আর তাই কোথায় যাবেন বলে ভাবছেন কোন কিছু না ভেবেই পুজোর ছুটিতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন ঝড়খালি। কলকাতা থেকে রেলওয়ে বা সড়ক পথে খুব সহজে চলে আসা যায় এই ঝড়খালি ইকো ট্যুরিজমে। শিয়ালদহ দক্ষিণ শাখার শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে, শেষ স্টেশন ক্যানিং-এ নামতে হবে।

আরও পড়ুন- আগের স্ত্রী বিষ খেয়ে আত্মঘাতী, শ্বশুরবাড়ির আর এক মেয়েকে বিয়ে করতে চেয়ে এ কী কাণ্ড! পুড়ে মৃত ৪

এর পর ক্যানিং থেকে ঝড়খালি বাস, ট্রেকার, ম্যাজিক গাড়ি অথবা অটো করে সোজা ঝড়খালি বাসস্ট্যান্ডে চলে আসুন। সেখান থেকে অটো, টোটো বা ভ্যানে সোজা ঝড়খালি সমবায়। এখানে দেখতে পাবেন সুন্দরবনের হেড়োভাঙা নদী, ম্যানগ্রোভ জঙ্গল, বাঘের রেসকিউ সেন্টার, সুন্দরবনের চিতল হরিণ, কুমির এবং প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়া রয়েছে পিকনিক গার্ডেন, ঝড়খালি ফরেস্ট পার্ক, বাদর, বিভিন্ন প্রজাতির পাখি দেখার সুযোগ।
এখানে দেখতে পাবেন সুন্দরবন হেড়োভাঙা নদী, ম্যানগ্রোভ জঙ্গল, বাঘের রেসকিউ সেন্টার, সুন্দরবনের চিতল হরিণ, কুমির এবং প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়া রয়েছে পিকনিক গার্ডেন, ঝড়খালি ফরেস্ট পার্ক, বাদর, বিভিন্ন প্রজাতির পাখি দেখার সুযোগ। এমনকি, ঝড়খালি জেটিঘাট থেকে লঞ্চ এবং বোটে করে নদী পথে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ভ্রমনের ব্যবস্থাও রয়েছে। এখানে থাকা খাওয়ার জন্য আছে বাংলো, বিভিন্ন হোটেল ও লজ। কে বলতে পারে, ভাগ্য ভালথাকলে দেখা পাওয়া যেতে পারে বাদাবনের রয়েল বেঙ্গল টাইগারেরও। ঝড়খালি ইকো ট্যুরিজম।

উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান নয়! উচ্চ মাধ্যমিকে কড়া ব্যবস্থা, জানুন বদল-বৃত্তান্ত

বর্তমানে বাঘের রেসকিউ সেন্টার রয়েছে একটি বাঘ আর একটি বাঘিনী। বয়সের ভাড়ের কারণে তাদের আর জঙ্গলে ছাড়া হয়নি। এখানে রয়েছে প্রায় ১১ টি কুমির। এছাড়াও ঝড়খালি ইকোপার্কে রয়েছে ২১ টি হরিণ। আর তাই পূজোর ছুটিতে ঝড়খালি ঘুরতে এলে অবশ্যই ইকো ট্যুরিজম ঘুরে যাবে। আর তাই সময় নষ্ট না করে এবারের পুজোতে আপনার পছন্দের জায়গা হোক সুন্দরবনের ঝড়খালি পরিবার বা বন্ধু-বান্ধব দের সাথে আসতে পারেন সুন্দরবনের ঝড়খালিতে।

সুমন সাহা