Tag Archives: New Delhi

New Delhi News: রাজধানীতে সক্রিয় আন্তর্জাতিক মাদক চক্র? দক্ষিণ দিল্লি থেকে বাজেয়াপ্ত হাজার হাজার কোটির কোকেন

নয়াদিল্লি: ফের শিরোনামে উঠে এল দিল্লি, বুধবার দিল্লির এক আন্তর্জাতিক মাদক পাচারচক্র ফাঁস করল দিল্লি পুলিশ। তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে, দক্ষিণ দিল্লির একটি এলাকা থেকে আনুমানিক ৫০০-এর কেজির বেশি কোকেন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়। দিল্লি পুলিশের স্পেশাল সেলের পক্ষ থেকে এই তল্লাশি অভিযান চালানো হয়।

আরও পড়ুন: পাহাড়ে আছড়ে পড়ল হেলিকপ্টার, ঘটনাস্থলেই পাইলট-সহ মৃত ৩

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, প্রায় ৫৬০ কেজির বেশি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমুল্য প্রায় ২ হাজার কোটি টাকা।
এই প্রসঙ্গে দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফ থেকে জানানো হয়, এই আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে কোনও মাদক সন্ত্রাসের যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: হাসপাতালে পচছে স্ত্রী-এর লাশ, ভুল নাম ঠিকানা দিয়ে পালিয়ে গেল স্বামী!

ইতিমধ্যেই, এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে দিল্লি পুলিশের পক্ষ থেকে। সূত্রের খবর, এই ঘটনায়  আজ, দিল্লি পুলিশের তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হবে বলেও জানানো হয়েছে।

New Delhi: নিষিদ্ধ সমস্ত বাজি! দূষণ রোধে দীপাবলির আগে বড় সিদ্ধান্ত রাজধানীতে

নয়াদিল্লি: কিছুদিন আগেই দূষণ কমাতে দিল্লিতে শীতকালে কৃত্তিম বৃষ্টির পরিকল্পনা করেছিল দিল্লি প্রশাসন। এবারে, কোনও ধরনের বাজি বিক্রি, ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি প্রশাসন। বায়ু দূষণের উপর নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সোমবার, একটি সাংবাদিক বৈঠক করে পরিবেশ মন্ত্রী গোপাল রাই জানান, শীতকালের সময় বাজি ফাটালে তা অবস্থা আরও বিপদজনক করে দেয়। ফলে বায়ু দূষণের মাত্রা আরও বেড়ে যায়। এই জন্যেই পরের বছর পয়লা জানুয়ারি পর্যন্ত কোনও ধরনের বাজি কেনা-বেচা এবং ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হল।

আরও পড়ুন:অটোতে হারিয়ে গেল আধারকার্ড, প্যান কার্ড-সহ ব্যাগ, তারপর মহিলার সঙ্গে যা ঘটল…
এই প্রসঙ্গে তিনি বলেন, “দিল্লিতে শীতকালে বায়ুদূষণের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। তার মধ্যে যদি বাজি ফাটানো হয় তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। ফলে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
তিনি আরও বলেন, “গত বছরও একই ধরনের বিধি নিষেধ আরোপ করা হয়েছিল। এই বছরও সেই বিধিনিষেধই বহাল রাখা হবে।


আরও পড়ুন: বহুতলে এসি সারানোর সময় হঠাৎ বিস্ফোরণ, মুম্বইতে অগ্নিদগ্ধ হয়ে মৃত ১

এছাড়াও অনলাইনে বাজির কেনাবেচার উপরেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।”
তিনি আরও বলেন, কোনও ধরনের ভুল ধারণা এড়ানোর জন্য, সমস্ত ধরনের বাজির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটি পয়লা জানুয়ারি ২০২৫ পর্যন্ত বলবৎ থাকবে। একে “উইন্টার অ্যাকশন প্ল্যান” এর একটি অংশ হিসাবেও ঘোষণা করেছেন তিনি।

Delhi Airport: দিল্লি বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল উড়ান, বসন্ত কুঞ্জে মিলল ভাঙা অংশ! আতঙ্ক রাজধানী জুড়ে

নয়াদিল্লি: চাঞ্চল্যকর কাণ্ড রাজধানীতে। দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল উড়ানটি। কিন্তু রাজধানী শহরের বসন্ত কুঞ্জ এলাকায় মিলল ওই বিমানের টুকরো অংশ।

এই ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে দক্ষিণ-পশ্চিম ডিস্ট্রিক্ট পুলিশ বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়েছিল। যার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ওই সময়ের মধ্যে ওড়া বিমানগুলির পাইলটদের এই ঘটনার কথা জানিয়েছিল এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। অনেক পরে অবশ্য উড়ানটিকে শনাক্ত করা সম্ভব হয়। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের তরফে ওই উড়ানটিকে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়।

বিমানবন্দর সূত্রে খবর, গত ২ সেপ্টেম্বর রাত ৯টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটেছিল। এরপর বসন্ত কুঞ্জের উপর দিয়ে যাওয়ার সময় উড়ানের ধাতব অংশ সেখানে ভেঙে পড়ে। যে বাড়ির উপর তা পড়েছিল, সেখানকার বাসিন্দা এই তথ্য সময় নষ্ট না করে দিল্লি পুলিশ কন্ট্রোল রুমে জানিয়ে দেন।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে এবার নাম উঠে এল প্রসূনের! কে এই প্রসূন? কী অভিযোগ? চমকে উঠবেন

আর দিল্লি পুলিশ কন্ট্রোল রুম এই খবর দিল্লি বিমানবন্দর-সহ অন্যান্য সংস্থার কাছে পৌঁছে দেয়। এরপর ওই সময় বসন্ত কুঞ্জ এলাকার উপর দিয়ে যাওয়া উড়ানগুলিকে চিহ্নিত করা হয়। ফলে সমস্ত উড়ানের চালকদের কাছে খবরও দেওয়া হয়। অনেক তল্লাশির পরে আসল উড়ানটির খোঁজ পাওয়া যায়। জানা যায়, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স-১৪৫ উড়ান থেকে ভেঙে পড়েছিল ওই ধাতব অংশ।
এটিসি-র তরফে সংশ্লিষ্ট উড়ানের চালকের সঙ্গে যোগাযোগ করা হয়। সমস্ত কথা জানানোও হয়। সেই সঙ্গে ওই চালককে অবিলম্বে ফিরে এসে সাবধানতা অবলম্বন করে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়। সমস্ত নিয়ম মেনে দিল্লি বিমানবন্দরে ফিরে এসে অবতরণ করে উড়ানটি। সূত্রের খবর, উড়ানের সমস্ত যাত্রী এবং কর্মীরা নিরাপদেই রয়েছেন।

বিমান সংস্থার তরফে জানানো হয় যে, বসন্ত কুঞ্জের শঙ্কর বিহার এলাকায় বিমানের ধাতব অংশ মিলেছে বলে খবর এসেছিল তাদের কাছে। যদিও সেই অংশটি সংশ্লিষ্ট উড়ান থেকে আদৌ ভেঙে পড়েছে কি না, সেটা নিশ্চিত করে বলেনি তারা। বসন্ত কুঞ্জ থেকে পাওয়া ধাতব অংশ আপাতত পরীক্ষা করে দেখা হচ্ছে। এদিকে সাউথ ওয়েস্ট ডিস্ট্রিক্ট পুলিশ জানিয়েছে যে, ওই বিমানটিকে নিয়ে তদন্তের রিপোর্ট এখনও হাতে আসেনি। তারপরেই সবটা জানানো সম্ভব হবে।

Delhi Winter: শীতে রাজধানীতে বৃষ্টি চায় দিল্লি সরকার, কীভাবে? চিঠি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রককে

নয়াদিল্লি: সামনেই শীতকাল আসছে আর শীতকাল মানেই দিল্লিবাসীর কাছে যেন আতঙ্কের আর এক নাম। শীতের কয়েকটা মাস ধুলো আর ধোঁয়া মিশে কার্যত অচল হয়ে যায় দেশের রাজধানী শহর।

এবারে এই ধরনের সমস্যা কিছুটা হলেও প্রতিরোধ করতে শীতকালে কৃত্তিম উপায়ে বৃষ্টি পরিকল্পনা করছে প্রশাসন। সেই মর্মেই দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই শুক্রবার কেন্দ্রীয় বন এবং পরিবেশ মন্ত্রী ভুপেন্দ্র যাদবকে চিঠি পাঠান। এই বিষয়ে একটি জরুরি বৈঠক ডাকারও আর্জি জানান তিনি।

চিঠিতে, গোপাল কেন্দ্রীয় মন্ত্রীকে জানান, কৃত্তিম বৃষ্টির দ্বারা শীতকালে বাতাসের গুণমান কিছুটা হলেও ফিরিয়ে আনা সম্ভব। কারণ দীপাবলি পরবর্তী সময়ে দিল্লির বাতাস যে পরিমাণে বিষাক্ত হয়ে পড়ে সেই সময়ে কৃত্তিম বৃষ্টি কার্যকর ভুমিকা পালন করতে পারে।

এই প্রসঙ্গেই দিল্লির পরিবেশমন্ত্রী একটি কেন্দ্রের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করার আহ্বান জানিয়েছেন। এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘উইন্টার অ্যাকশন প্ল্যান’। শীতকালে রাজধানীর বায়ুদূষণ রোধ করতেই মূলত এই কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি প্রশাসন।

গতবছর দিল্লির বাতাস বিপদজনক ভাবে বিষাক্ত হয়ে পড়ে তা রীতিমত চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশাসনের কাছে। বাতাসের গুণগতমান কিছুটা হলেও ফিরিয়ে আনার জন্য আইআইটি কানপুরের সাহায্য চেয়েছিল দিল্লি সরকার।

এই বছরেও দীপাবলি থেকেই দিল্লির বাতাসে ‘বিষ’ জমতে শুরু হতে পারে বলে মনে করছে প্রশাসন। কারণ দীপাবলি উপলক্ষে বাজি, পটকা ইত্যাদি ফাটানো হয় সেই বিষাক্ত বাতাস মিশে ভারী হয় রাজধানীর বাতাস। ঘন ধোঁয়ার চাদরে ঢেকে যায় গোটা শহর।

এই প্রসঙ্গে দিল্লির পরিবেশমন্ত্রী বলেন, “এই বছর দীপাবলি থেকেই বাতাসের মান খারাপ হতে শুরু করবে বলে আমরা মনে করছি। দিল্লি সরকার ইতিমধ্যেই এই বিষয়ে বিভিন্ন সতর্কতা নিয়েছে। বায়ুদূষণ রোধে আমরা উইন্টার অ্যাকশন প্ল্যান ও শুরু করেছি। এছাড়াও আমরা অন্য সমাধানও খুঁজছি যাতে কিছুটা হলেও এই সমস্যার সমাধান সম্ভব হয়।”

আরও পড়ুন: ‘ধর্ষণ বিরোধী নতুন আইনের প্রয়োজন নেই’, মমতার দ্বিতীয় চিঠির জবাব দিলেন কেন্দ্রীয
বিশেষজ্ঞদের মতে, মূলত,  শীতকালে হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলে ফসল কাটার পর আগাছা জ্বালিয়ে দেন কৃষকরা। সেই বিষাক্ত বাতাস এসে জমা হয় দিল্লির আকাশে। সেই সময় বাতাসে গতি কম থাকায় ভারী ধূলিকণা পূর্ণ বাতাসে ঢেকে যায় দিল্লির আকাশ। ফলে শ্বাসকষ্ট থেকে নানান অসুখের সম্মুখীন হন সেখানকার বাসিন্দারা। সেই সমস্যার সমাধানেই এবার কৃত্রিম বৃষ্টির পথে হাঁটতে চাইছে দিল্লি প্রশাসন।

IAS Coaching Basement News: ৩ IAS পরীক্ষার্থীর জলে ডুবে অকালমৃত্যুর জের! কড়া অবস্থান নিল দিল্লি পুরসভা, পড়ল নোটিস

নয়াদিল্লি: কোচিং সেন্টারের বেসমেন্টের জলে ডুবে ৩ আইএএস পরীক্ষার্থীর অকালমৃত্যুর পর থেকে বর্ষায় অব্যবস্থা নিয়ে তপ্ত দিল্লি৷ পুরনো রাজেন্দ্রনগর এলাকার ওই আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে বেআইনি ভাবে তৈরি করা হয়েছিল লাইব্রেরি৷ ঘটনার দিন অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে শ্রেয়া, তানিয়া, নবীনও সেখানেই ছিলেন৷ কিন্তু, বেসমেন্টে যখন হুহু করে জল ঢুকতে শুরু করেছে, তখন তাঁরা আর সেখান থেকে বেরতে পারেননি৷ ওইখানেই সলিল সমাধি হয় ৩ জনের৷

শনিবারের ঘটনার পরই নড়েচড়ে বসেছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (MCD)৷ MCD রবিবার জানিয়েছেন, রাজেন্দ্রনগর এলাকার ঘটনার পরেই তাঁরা অন্য ১৩টি কোচিং সেন্টারের বেসমেন্ট সিল করে দিয়েছেন৷

আরও পড়ুন: অবশেষে নিজের দলের সূচনা করছেন প্রশান্ত কিশোর! ঘোষণা করে দিলেন দিনক্ষণ, কবে শুরু পথচলা?

মেয়র শেলি ওবেরয়ের নির্দেশে, নাগরিক সংস্থার একটি দল ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছে সব কিছু খতিয়ে দেখেছে বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশও তদন্তে দিল্লি পুরসভাকে যুক্ত করতে চাইছে বলে সূত্রের খবর৷

ইতিমধ্যেই বেসমেন্টে যে সমস্ত সংস্থা বাণিজ্যিক কাজকর্ম চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং পুরনো রাজেন্দ্র নগরের ঘটনার জন্য কোনও এমসিডি কর্তা দায়ী কি না, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন দিল্লির মেয়র।

আরও পড়ুন: আমেরিকায় ফের ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! এক তরুণীর মৃত্যু, এখনও অধরা আততায়ী

উত্তরপ্রদেশের অম্বেদকর নগরের শ্রেয়া যাদব, তেলঙ্গানার তানিয়া সোনি এবং কেরলের এর্নাকুলামের নবীন ডালউইন শনিবার মধ্য দিল্লির ওল্ড রাজিন্দর নগর এলাকায় প্রবল বৃষ্টির কারণে কোচিং সেন্টারে প্লাবিত বেসমেন্ট ডুবে মারা যান৷

Weird Incident: ডেলিভারি দিতে এসে নাইকির জুতো চুরি; গুরুগ্রামের ফ্ল্যাটের ভিডিও ভাইরাল, মুখ খুলল সুইগি

নয়াদিল্লি: খাবার ডেলিভারি দিতে এসে জুতো চুরি! সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল এমনই দৃশ্য। ৯ এপ্রিল গুরুগ্রামের ঘটনা। ভিডিও ফুটেজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সুইগি লিখেছে, “ডেলিভারি পার্টনারদের থেকে আমরা আরও ভাল কিছু আশা করি।”

ব্যাপারটা কী? ১১ এপ্রিল এক্স ইউজার রোহিত অরোরা একটি ভিডিও ফুটেজ শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর দাবি, সুইগি থেকে তিনি খাবার অর্ডার করেছিলেন। সেই খাবার ডেলিভারি দিতে এসে তাঁর বন্ধুর নাইকি জুতো চুরি করে পালিয়েছে ডেলিভারি ম্যান। তিনি সুইগির কাছে ডেলিভারি ম্যানের ঠিকানা জানতে চেয়েছেন। কিন্তু সুইগি দেয়নি।

রোহিত লিখেছেন, “সুইগির ড্রপ অ্যান্ড ‘পিক’ আপ সার্ভিস। ডেলিভারি বয় আমার বন্ধুর নাইকির জুতো নিয়ে পালিয়েছে। কিন্তু সুইগি তাঁর ঠিকানা দিচ্ছে না।”

আরও পড়ুন: পৃথিবীর এই একটামাত্র দেশ…যেখানে একটাও মশা নেই! বিজ্ঞানীরাও ভেবে হতবাক, এটা কী করে হয়..

রোহিতের শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, কাঁধে বড় ব্যাগ নিয়ে সিঁড়ি ভেঙে উঠছেন ডেলিভারি বয়। ফ্ল্যাটের সামনে আসতেই তাঁর চোখ যায় নাইকি জুতোয়। কিছু একটা ভাবেন। তারপর ডোরবেল বাজান। দরজা খুললে ডেলিভারি দেন। ডেলিভারি স্টেটাস আপডেট করেন। দরজা বন্ধ হয়ে গেলে, চারপাশ ভাল করে দেখে নেন। তারপর ব্যাগ থেকে তোয়ালে বের করে ঘাড়-মুখ মোছেন। আশপাশ আবার দেখেন। পরক্ষণেই জুতো জোড়া তুলে তোয়ালে মুড়ে সিঁড়ি দিয়ে নীচে নেমে যান।

ডেলিভারি বয়ের এমন ‘কীর্তি’ মুহূর্তে ভাইরাল। রোহিতের পোস্টে এক্স ইউজাররা ডেলিভারি বয়ের কাজের নিন্দাই করেছেন। গোটা ঘটনার কথা জানিয়ে পুলিশে এফআইআর করা উচিত বলে মন্তব্য করেছেন অনেকেই। সিসিটিভি-র জন্যেই এমন কেলেঙ্কারি ধরা পড়ল বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

আরও পড়ুন: ২০০ কোটি ব্যয়ে পুরীর আদলে মন্দির…ভক্তদের জন্য দিঘার জগন্নাথ ধাম খুলছে কবে? আভাস দিলেন মমতা

এরপর এক্সে পোস্ট করে সুইগি-ও। রোহিতকে ট্যাগ করে তারা লেখে, “আমরা ডেলিভারি পার্টনারদের থেকে আরও ভাল কিছু আশা করি। যাই হোক, আমাদের ডিএম করুন। কী করা উচিত আপনাকে জানাচ্ছি।” কিন্তু এতে চিঁড়ে ভেজেনি। এক এক্স ইউজার সুইগির পোস্টে লিখেছেন, “অন্তত ঘটনার দায় স্বীকার করুন। নাইকি জুতোর দাম দিন। এমন কাজ কখনওই আদর্শ হতে পারে না।”

African elephant Shankar : সঙ্গিনীকে হারিয়ে দীর্ঘ দিন নিঃসঙ্গ, শঙ্করকে জন্মভূমিতে ফেরত পাঠাতে সরব পশুপ্রেমীরা

নয়াদিল্লি : প্রায় সিকি দশক আগে তৎকালীন জিম্বাবোয়ে সরকার তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মাকে বিশেষ উপহার পাঠিয়েছিলেন৷ উপহার ছিল এক জোড়া নবীন হাতি৷ আফ্রিকার অরণ্য থেকে বিশেষ বিমানে তাদের দিল্লিতে পাঠানো হয়েছিল৷ রাখা হয়েছিল শহরের চিড়িয়াখানায়৷ পুরুষ হাতিটির নাম ‘শঙ্কর’ (African elephant Shankar ) রাখা হয়েছিল শঙ্করদয়াল শর্মার নামের অনুসরণে৷ মাদী হাতির নাম রাখা হয়েছিল ‘বোম্বাই’৷ ভারতে আসার কিছু বছর পরই মারা যায় বোম্বাই৷ শঙ্কর এখনও বন্দি দিল্লির চিড়িয়াখানায়, একাকী৷

নিঃসঙ্গ শঙ্করের জন্য সোচ্চার ১৬ বছর বয়সি নিকিতা ধওয়ান৷ ষোড়শী এই পশুপ্রেমী দিল্লির চিড়িয়াখানায় গিয়েছিলেন সেপ্টেম্বরে৷ শঙ্করকে দেখে তিনি আশাহত৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘শঙ্করের অবস্থা করুণ’’৷ পশুকল্যাণে স্বেচ্ছাসেবী সংস্থা চালানো নিকিতার মনে করেন দীর্ঘ দিন একা থাকার ফলে শঙ্করের অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে৷ তিনি আবেদন করেছেন, চিড়িয়াখানা থেকে শঙ্করকে যেন আফ্রিকান হাতিদের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়৷

আরও পড়ুন: ব্রিটেনের রানি নবতিপর দ্বিতীয় এলিজাবেথের হাত ধরে আত্মপ্রকাশ রাজকীয় টোম্যাটো কেচাপের

চিড়িয়াখানার প্রাক্তন ডিরেক্টর রমেশ পাণ্ডে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এশীয় হাতিদের সঙ্গে শঙ্কর কোনওভাবেই মেশেনি৷ সে নিজে একবগ্গা থেকেছে৷ অন্যদিকে হস্তী বিশারদদের মতে, ঘেরাটোপে দীর্ঘ দিন থাকার ফলে হাতিদের স্নায়ুতন্ত্রে বিশেষ প্রভাব পড়ে৷

আরও পড়ুন: ছোট থেকে এভাবেই আপনার শিশুকে শেখান সুস্পর্শ ও কুস্পর্শের পার্থক্য

আরও পড়ুন: নামেই সুবাসিত! ‘ল্যাভেন্ডার ম্যারেজ’ ঠিক কী ধরনের বিয়ে?

ইতিমধ্যেই শঙ্করের জন্য স্বাক্ষর সংগ্রহ অভিযানে সামিল হয়েছেন নিকিতা ধওয়ন৷ ১ লক্ষ ২৫ হাজারের বেশি স্বাক্ষর সংগৃহীত হয়েছে৷ ভারতের চিড়িয়াখানায় দু’টি আফ্রিকান হাতি আছে৷ দিল্লি ছাড়া অন্য আফ্রিকান পুরুষ হাতিটি আছে কর্নাটকের মহীশূর চিড়িয়াখানায়৷