দেশ Bank fraud: ওটিপি দেননি, লিঙ্কেও ক্লিক করেননি! তবু বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে গায়েব ১৬ লক্ষ, তাজ্জব পুলিশও Gallery October 28, 2024 Bangla Digital Desk সাধারণত প্রতারকরা ফোন করে নানা অছিলায় ওটিপি চেয়ে নিয়ে অথবা কোনও লিঙ্ক পাঠিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করে৷ কিন্তু দিল্লির বাসিন্দা এক বৃদ্ধের সঙ্গে যে ঘটনা ঘটল, তাতে তাজ্জব হয়ে গিয়েছে পুলিশও৷ কারণ ওই বৃদ্ধের দাবি অনুযায়ী, তাঁর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন এলেও তিনি কোনও ওটিপি কাউকে দেননি, কোনও লিঙ্কেও ক্লিক করেননি৷ এমন কি, ব্যক্তিগত কোনও তথ্যও প্রতারককে জানাননি৷ তা সত্ত্বেও ওই বৃদ্ধে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৬ লক্ষ টাকার বেশি তুলে নেওয়া হয়েছে৷ ৭৩ বছর বয়সি দিল্লির দ্বারকা এলাকার বাসিন্দা ওই বৃদ্ধের নাম রামভির রায় চৌধুরী৷ তিনি জানিয়েছেন, কয়েকদিন আগে তাঁর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে৷ ফোনের ও প্রান্তে থাকা ব্যক্তি বৃদ্ধকে ফোনের ৪জি সিম ৫জি করে নেওয়ার প্রস্তাব দেন৷ ওই বৃদ্ধের দাবি, সন্দেহ হওয়ায় তিনি ওই ব্যক্তিকে কোনও ওটিপি দেননি, কোনও লিঙ্কেও ক্লিক করেননি এবং ব্যক্তিগত কোনও তথ্যও জানাননি৷ তার পরেও এই ফোন আসার তিন দিনের মধ্যে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ১৬ লক্ষ ৬৪ হাজার ৩০০ টাকা তুলে নেওয়া হয়৷ এই ঘটনা নজরে আসতেই দ্বারকা থানায় অভিযোগ জানান ওই বৃদ্ধ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ কিছুদিন আগেও দিল্লির সি আর পার্ক এলাকার বাসিন্দা এক মহিলার অ্যাকাউন্ট থেকে ৮৩ লক্ষ টাকা তুলে নেয় প্রতারকরা৷