আবারও মাত্রা ছাড়াচ্ছে দিল্লির দূষণ। প্রতীকী ছবি

Delhi Pollution: দিল্লিতে লাগামছাড়া দূষণ, রোগীদের জন্য শুরু জরুরি পরিসেবা

নয়াদিল্লি: ধীরে ধীরে শীতকাল এগিয়ে আসছে, আর শীতকাল এলেই যেন তা দুর্বিষহ হয়ে ওঠে দিল্লিবাসীর কাছে। ইতিমধ্যেই, দিল্লির বাতাসের মান নিচে নামতে শুরু করে দিয়েছে। সামনেই আবার দীপাবলি আর তাতেই প্রমাদ গুনছেন দিল্লি-এনসিআর অঞ্চলের বাসিন্দারা। ইতিমধ্যেই, বাতাস পরিমাপক যন্ত্রে বা এয়ার কোয়ালিটি ইনডেক্সে বাতাসের মান ৪০০ পার করে গিয়েছে।

আরও পড়ুন: অশনি থেকে নিষ্কৃতি নেই বাংলারও,একাধিক রাজ্যে তুমুল ভারী বৃষ্টি, রয়েছে অ্যালার্ট

এই প্রেক্ষিতে রাম মনোহর লোহিয়া হাসপাতালে বায়ুদূষণ সংক্রান্ত যেকোনো রোগের চিকিৎসার জন্য একটি ক্লিনিক খোলা হল। মূলত শ্বাসযন্ত্রের এবং চোখ জ্বালা সংক্রান্ত বিষয় নিয়ে রোগীদের চিকিৎসা করা হবে।

আরও পড়ুন: একই পরিবারের চারজনকে সাপের ছোবল! নিহত বাবা-ছেলে, বাকিরা ভর্তি হাসপাতালে

এই ক্লিনিকে প্রতি সপ্তাহের সোমবার বেলা ২ টো থেকে বিকেল ৪টে পর্যন্ত বহির্বিভাগের এক তলার ১ থেকে ৫ নম্বর ঘরে রোগী দেখা হবে জানানো হয় রাম মনোহর লোহিয়া হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। শুধু চিকিৎসাই নয় রোগীদের বায়ু দূষণ রোধে পর্যাপ্ত সচেতনতার প্রচারও চালানো হবে।