হুগলি: দিন কয়েক আগে পর্যন্ত ডিভিসির ছাড়া জলে বন্যা বিধ্বস্ত ছিল হুগলির পুড়শুড়া এলাকা। পুজোর মুখে মানুষজন মুক্তি পেয়েছেন জলযন্ত্রণা থেকে। এলাকার বেশিরভাগ মানুষই পেশায় কৃষক। তাই এখন নতুন ধান চাষ করার সময় সকলেই ব্যস্ত জমিতে ধান রোপনের জন্য। যেহেতু এলাকার মানুষজন বেশিরভাগই পেশায় কৃষক, তাই কৃষিকাজ যাতে ভাল হয়, সেই কারণে এলাকার মানুষজন এই সময় মেতে ওঠেন অন্নের দেবী মা লক্ষ্মীর আরাধনায়।
লক্ষ্মীপুজোয় মেতে ওঠে পুরশুড়ার সোদপুর এলাকার মানুষজন। ঠিক দুর্গাপুজোর মতো সুবিশাল মণ্ডপ বানিয়ে তাতে পুজো হয় মা লক্ষ্মীর। প্রত্যেক বছরের মতো চলতি বছরও ঘটেনি তার ব্যতিক্রম। কোথাও তৈরি হচ্ছে কলোসিয়াম, কোথাও আবার গ্রাম বাংলার ছোঁয়া আবার কোথাও সাবেকি সাজে মা লক্ষ্মী! ঠিক যেভাবে ধুমধাম করে দুর্গাপুজো পালন করা হয়, সেভাবেই এই এলাকায় লক্ষ্মী পুজো হচ্ছে।
এলাকার সমস্ত মানুষজন এবং পুজো উদ্যোক্তারা হাতে হাত লাগিয়ে তৈরি করেছেন মণ্ডপ। এখানেই সকাল থেকে পূজিত হন মা লক্ষ্মী। চারদিন ধরে চলবে লক্ষ্মীপুজো। তাতে উৎসবের আনন্দে মেতে উঠবেন এলাকার থেকে সকল স্তরের মানুষ।
রাহী হালদার