প্রতীকী ছবি৷

Delhi Drowning Case: মর্মান্তিক! মুষলধারে বৃষ্টি, আন্ডারপাসে তলিয়ে গেল দুই কিশোর-সহ তিন, জলমগ্ন দিল্লিতে আতঙ্ক

দিল্লি: রাজধানী দিল্লিতে একটানা বৃষ্টি। মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন শহর। সেই বৃষ্টিতেই মর্মান্তিক ঘটনা ঘটল দিল্লিতে। জলে ডুবে পৃথক দু’টি ঘটনায় এক ব্যক্তি ও দুই কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার রাজধানীর কিছু অংশে ভারী বৃষ্টিপাত হওয়ার পরে দিল্লির ওখলা আন্ডারপাসে জলে ডুবে একজন ব্যক্তির মৃত্যু হল।

ওখলা আন্ডারপাসে একজনের জলে ডুবে যাওয়ার বিষয়ে একটি পিসিআর কল গিয়েছিল ওখলা থানায়। এমনটাই জানিয়েছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন: ক্লাস ৮-এ ডাহা ফেল! ‘না’ শুনতে হয়েছে বহু নায়িকার থেকে, চেনেন তো সুপারস্টারকে?

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তিকে জলে ডুবে অচেতন অবস্থায় দেখতে পায়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করা হয়। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

অন্য আর একটি ঘটনায় শনিবার বিকেলে উত্তর দিল্লির এসপি বাদালি এলাকায় একটি আন্ডারপাসে জলমগ্ন অবস্থায় দুই ছেলে ডুবে যায়। ঘটনাটি ঘটেছে সিরাসপুর আন্ডারপাসের কাছে মেট্রোর কাছে। জানিয়েছেন এক সিনিয়র পুলিশ অফিসার।

শনিবার দিল্লি-এনসিআর অঞ্চলে টানা ভারী বৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমে স্বস্তি এনে দেওয়া অবিরাম বর্ষণ। জলমগ্ন সড়কে গাড়ি ডুবে ও গাছ উপড়ে পড়ার দৃশ্যও দেখা গিয়েছে।t

শুক্রবার জলে নিমজ্জিত দিল্লি-এনসিআরের ছবি প্রকাশ পাওয়ার পর ভারতের আবহাওয়া বিভাগ জানায়, এই অঞ্চলে বর্ষা এসে গিয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) বলেছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পুরো দিল্লি অঞ্চলে আরও অগ্রসর হয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন উত্তর ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।