মৌমাছি প্রশিক্ষণ প্রাপ্ত দের হাতে তুলে দেয়া হলো মৌমাছি বক্স

Scientific Bee Keeping: বাড়ছে মধুর চাহিদা! বিজ্ঞানভিত্তিক মৌমাছি পালনে জোর সুন্দরবনে

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবন মধু উৎপাদনে দেশের মধ্যে বড় ভূমিকা গ্রহন করে। আর সুন্দরবনের মধু ‌যেমন জনপ্রিয় তেমনই দেশ ও বিদেশে বিপুল চাহিদা থাকে সারা বছর। তাই সুন্দরবনের প্রত্যন্তে বাড়িতে মৌমাছি প্রতিপালন করে মধু উৎপাদনে সহায়তা করতে এবার এগিয়ে এল জয়নগর বিধানসভার নিমপীঠ শ্রী রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্র। সপ্তাহব্যাপী বিজ্ঞান ভিত্তিক মৌমাছি পালনের প্রশিক্ষণ শিবির হচ্ছে এই কৃষি বিজ্ঞান কেন্দ্রে।

আরও পড়ুন: বিপজ্জনক হুকিংয়েই জ্বলত আলো! সরকারিভাবে এই প্রথম বিদ্যুৎ পৌঁছাবে পাথরপ্রতিমার গ্রামে

সাত দিন ধরে শ্রী রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই বিজ্ঞান ভিত্তিক মৌমাছি পালন এর প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম-গঞ্জ ছাড়াও নদিয়া,পূর্ব মেদিনীপুর ও উওর ২৪ পরগনা জেলা থেকে ২৫ জন যুবক-যুবতী ও কৃষকেরা অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষনের মূল বিষয় ছিল মৌমাছি পালন করে আয় বৃদ্ধি ও উন্নত পরাগযোগের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি করা। এই প্রশিক্ষণের সঞ্চালক তথা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৌমাছি পালন বিশেষজ্ঞ সুসংহত কৃষি ক্ষেত্রে মৌমাছিদের গুরুত্বের কথা তুলে ধরেন এই শিবিরে।

আরও পড়ুন: দুঃসাহসিক ডাকাতি ক্যানিংয়ে! তরুণীকে বেঁধে রেখে চলল লুঠতরাজ

তিনি বলেন,একজন চাষীর পরিবারে হাঁস, মুরগি, গরু, ছাগলের মতোই অন্তত একটি করে মৌমাছির বাক্স রাখা উচিত। সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে মৌমাছি পালনে উৎসাহিত করতে সকলকে একটি করে মৌমাছির বাক্স প্রদান করা হয়। কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল বি বোর্ডের আর্থিক অনুদান ও আইসিএআর-আটারী কলকাতার যৌথ সহায়তায় এই প্রশিক্ষণটি এখানে রূপায়িত হল। এদিন প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীরা এই প্রশিক্ষণের শেষে মৌমাছি পালন শুরু করে নিজের পায়ে দাঁড়ানোর অঙ্গীকার করেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা