সাফাই কর্মীরা কাজ করছেন

পরিষ্কার পরিচ্ছন্নতার দায় তাঁদের কাঁধেই, তার পরও বঞ্চিত গৌড়ের সাফাই কর্মীরা!

মালদহ: বিশাল গৌড় সাম্রাজ্যের দেখভাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার দায়িত্ব তাদের কাঁধে। কেউ গত ৩০ বছর, আবার কেউ প্রায় ৪০ বছর ধরে গৌড় নগরীর সৌধ থেকে ভবনের ধ্বংসাবেষের অবশিষ্ট অংশ গুলির পরিষ্কার-পরিচ্ছন্ন করে আসছেন।

দীর্ঘদিন ধরে কাজ করে আসলেও এখনও তারা থেকে গিয়েছেন শ্রমিক হিসেবেই। দায়িত্ব সহকারে গৌড় নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে আশায় অন্য কোন পেশার সঙ্গে যুক্ত হতেও পারেননি।

বর্তমানে দৈনিক প্রায় ৪০০ টাকা মজুরি পান। তাদের দাবি দীর্ঘদিন ধরে অস্থায়ী কর্মী হিসেবে তাদের নিয়োগ করা হোক এই কাজের জন্য। একাধিক আন্দোলন বিক্ষোভ বৈঠক প্রায় সমস্ত কিছুই হয়েছে। কিন্তু সমস্যার কোন সমাধানে এগিয়ে আসেননি প্রশাসনিক কর্তারা।

আরও পড়ুন- কৃতি শ্যানন হবেন ধোনির পরিবারের বউ, আবার বলিউডের সঙ্গে মিশে গেল ক্রিকেট!

এই ভাবেই কাজ করে আসছেন প্রায় ৫৮ জন শ্রমিক। কোন বছর নিয়মিত কাজ পান আবার কোন বছর নিয়মিত কাজ মেলে না এই গৌড় নগরীতে। শ্রমিক নন্দ সরকার বলেন, প্রায় প্রায় ৩০ বছর ধরে কাজ করছি। শ্রমিক হিসাবে আমাদের বেতন দেয়।

আমরা আমাদের কাজের স্থায়ীকরণের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি। কিন্তু সরকারিভাবে কোন উদ্যোগ নেওয়া হয়নি।

প্রাচীন বাংলার রাজধানী গৌড়। বর্তমানে মালদার ইংরেজেবাজার ব্লকের মহদিপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই গৌড়ের ধ্বংসাবেশ। বর্তমানে এটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

শুধু তাই নয়, ইতিহাস গবেষক থেকে বহু ছাত্র-ছাত্রীরা এই গৌড়ে বিভিন্ন গবেষণামূলক কাজে আসেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই গৌড়ের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে।

সরকারিভাবেই ঠিকা সংস্থার মাধ্যমে এই বিশাল গৌড়ের ধ্বংসাবেষ ও সৌধ গুলির আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য রয়েছেন প্রায় ৫৮ জন শ্রমিক। পরেশ ঘোষ বলেন, আমরা অবহেলায় রয়েছি। সামান্য কিছু টাকা পাই এই টাকায় সংসার চালানো দায়। সরকার আমাদের জন্য কিছুই করছে না। দীর্ঘদিন ধরে আমরা আমাদের কাজের স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছি।

দীর্ঘদিন ধরেই তাঁরা কাজ করে আসছেন। তবে এখনও তাদের কাজের কোন স্থায়ীকরণ হয়নি। কর্মরত শ্রমিকদের দাবি তাদেরকে সরকারিভাবে অস্থায়ী পদে নিয়োগ করা হোক এই কাজের জন্য।

কারণ শ্রমিক হিসাবে কাজ করায় যেমন পারিশ্রমিক বেশি পাচ্ছেন না পাশাপাশি কোনরকম সরকারি সুযোগ-সুবিধা তারা পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে কাজ করে আসাই অন্য কোন পেশার সঙ্গেও এখন যুক্ত হতে পারছেন না তারা।

এদিকে তাদের হাত ধরেই বিশাল গৌড়ের ধ্বংসাবেশের অবশিষ্ট অংশগুলির পরিষ্কার-পরিচ্ছন্ন হচ্ছে। যদিও সরকারিভাবে তাদের কাজের স্থায়ীকরণের কোন পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্তারা।

হরষিত সিংহ