কুণাল-দেবের কথার লড়াই৷

Dev replies to Kunal Ghosh:’নমস্কার কুণালদা’, তৃণমূল নেতাকে জবাব দিলেন দেব! কথার লড়াইয়ে অস্বস্তিতে শাসক দল

কলকাতা: সকালে তাঁকে নিশানা করেছিলেন দলেরই নেতা কুণাল ঘোষ৷ দুপুরের মধ্যেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে জবাব দিলেন ঘাটালের সাংসদ দেব৷ বর্তমান পরিস্থিতিতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট না করার জন্যও কুণালকে অনুরোধ করেছেন দেব৷ যদিও দেবের এই পোস্টের পরই ফের এক্স হ্যান্ডেলেই তার জবাব দিয়েছেন কুণাল৷ সব মিলিয়ে দেব-কুণালের কথার লড়াইয়ে আবারও অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷

সাংসদ দেবের বিরুদ্ধে কুণাল ঘোষ অভিযোগ করেছিলেন, ঘাটাল মহকুমা হাসপাতালে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা ডায়ালিসিস ইউনিট ফের উদ্বোধন করেছেন দেব৷ কুণালের এই অভিযোগের জবাব এক্স হ্যান্ডেলে দিয়েছেন দেব৷ সেখানে ঘাটালের সাংসদ দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নিজেই ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালু করার আবেদন করেছিলেন৷ গত মার্চ মাসে সেই ইউনিটের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ সম্প্রতি ডায়ালিসিসের যন্ত্রপাতি এসে পৌঁছনোয় হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধেই ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছেন তিনি৷ যাতে সাধারণ মানুষ এই পরিষেবা সম্পর্কে জানতে পারেন৷

আরও পড়ুন: এবার চিকিৎসকের তকমাই হারাবেন সন্দীপ? হাতে মাত্র তিন দিন, পদক্ষেপ মেডিক্যাল কাউন্সিলের

এক্স হ্যান্ডেলে দেব লিখেছেন,  ‘নমস্কার কুণালদা, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য, সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি জাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। আমার মনে হয় এর ফলে কোনও মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে, তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল। শেষে একটাই কথা বলব, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভাল।’

যদিও দেবের এই ব্যাখ্যার পরেও নিজের অবস্থানেই অনড় রয়েছেন কুণাল৷ দেবের পোস্টের কিছুক্ষণের মধ্যেই পাল্টা জবাব দিয়ে এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, ‘দেব, দিদি যে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন, সেটা ছবিতেই স্পষ্ট। উদ্বোধন দুবার হয় না। দুটো যন্ত্র এলেও হয় না। এর পরেই দলের তারকা সাংসদকে খানিক খোঁচা দিয়েই কুণাল লিখেছেন, আর চলতি পরিস্থিতির কথা যদি বলো, আমরা সৈনিকরা বিষপান করেও লড়ছি, অপ্রিয় হচ্ছি। যারা দল, সরকারকে গালমন্দ করছে, পেশা ও সৌজন্যের নামে তাঁদের সঙ্গে আদিখ্যেতা করি না।’

প্রসঙ্গত অতীতে মিঠুন চক্রবর্তীকে কেন্দ্র করে দেবের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন কুণাল৷ বিজেপি নেতা মিঠুনের উদ্দেশ্যে করা কুণালের মন্তব্যের সমালোচনা করেন দেব৷ স্পষ্ট জানিয়ে দেন, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও মিঠুনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কে কোনও প্রভাব পড়বে না৷ সম্ভবত সেই প্রসঙ্গ তুলেই দেবকে আবারও বিঁধলেন কুণাল৷