আইনের ধারা লিখেই বোর্ড ঝোলালো হলো হাসপাতালে 

Baruipur Hospital: সচেতন করতে হাসপাতালে আইনের ধারা উল্লেখ করে বোর্ড, কেন জানুন….

দক্ষিণ ২৪ পরগনা : কোন ধারায় কী শাস্তি হতে পারে! হাসপাতালে গন্ডোগোল হলে কি করা উচিত, তা জানাতে আইনের ধারা উল্লেখ করে বোর্ড লাগিয়ে দেওয়ার কাজ শুরু হল বারুইপুর মহকুমা হাসপাতালে। এতে হাসপাতালে আসা রোগীর পরিবার পরিজন তা দেখে নিজেরাই সচেতন হবে বলেই মনে করছেন হাসপাতাল কতৃপক্ষ।

আরও পড়ুন: সুন্দরবনের জঙ্গলের ধারে বসবাস, চাপা আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর

হাসপাতালের মেল ওয়ার্ড থেকে ফিমেল ওয়ার্ড এমনকী এমারজেন্সি বিভাগে বোর্ড বসানো হয়েছে। তাতে একেবারে উল্লেখ করা হয়েছে হাসপাতালের কাজে বাধাদান করলে ৩৫৩ ধারায় দুই বছর কারাদণ্ড হবে। চিকিৎসক, নার্স সহ কর্মীদের ভয় দেখালে ৫০৬ ধারায় ৩ থেকে ৭ বছর কারাদণ্ড হবে। অকারনে হাসপাতালে ভিড় করলে ১৪১ ও ১৪৩ ধারায় ৬ মাস কারাদণ্ড হবে। চিকিৎসক, নার্স সহ অন্য কর্মীদের আঘাত করলে ৩৩২ ও ৩৩৩ ধারায় ৩ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

প্রসঙ্গত, হাসপাতালে পরপর চিকিৎসকদের নানা হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও পুলিস তৎপর হয়ে অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্তদের গ্রেফতার করেছিল। এদিকে, মঙ্গলবার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে চাকরি খেয়ে নেবো বলে হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রী মুনমুন মোল্লাকে বুধবার বারুইপুর আদালতে তোলা হলে বিচারক তাকে জামিন দিয়ে দেন।

সুমন সাহা