মালদহ শহর জুড়ে সোনার দোকানে চুরি-ডাকাতি ঢুকতে এমন পরিকল্পনা পুলিশের

Gold Shop: সোনার দোকানে হানা! সঙ্গে সঙ্গে টের পেয়ে যাবে থানা, অভিনব ব্যবস্থা এই পুলিশের

মালদহ: সাবধান! সোনার দোকানে কোন অঘটন ঘটলেই এবারথানায় বেজে উঠবে সাইরেন। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছাবে পুলিশ। হাতেনাতে পাকড়াও হবে অভিযুক্তরা। মালদহে একের পর এক সোনার দোকানে চুরি, ডাকাতির ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন রয়েছে পুলিশ প্রশাসন।

এই চুরি ডাকাতি রুখতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। দফায় দফায় বৈঠক করা হয়েছে জেলার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে। এবার এক অভিনব চিন্তাভাবনায় পরিকল্পনা নিয়েছে মালদহ জেলা পুলিশ। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশেষ ডিভাইস বসানোর পরিকল্পনা নিয়েছে মালদহ জেলা পুলিশ।

স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার বলেন, সমস্ত বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে এই যন্ত্রটি সম্বন্ধে পুলিশ আমাদের সচেতন করেছে। আশা করছি এ যন্ত্রটি বসানো হলে চুরি ডাকাতির মত ঘটনা অনেকটাই বন্ধ করা যাবে। এই ডিভাইস সম্পর্কে স্বর্ণ ব্যবসায়ীদের সচেতন করতে একটি বৈঠক করা হয়। জেলার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ প্রশাসনের আলোচনা হয় এই বিষয়ে।ডিভাইসটি কিভাবে কাজ করবে। ব্যবসায়ীদের কি করতে হবে এই সম্পর্কিত বিষয়ে একটি ডেমো দেখানো হয় ব্যবসায়ীদের।

আরও পড়ুন – IPL Final: আইপিএল ফাইনাল জমজমাট, প্লে অফ কেকেআরের কাছে হারা সানরাইজার্সই ফের ফাইনালে, জমাটি লড়াইয়ের আশায় KKR vs SRH

জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিশেষ এই ডিভাইসটি বসানো থাকবে পুলিশ থানায়। প্রতিটি সোনার দোকানে থাকবে একটি করে সুইচ। সম্পূর্ণ ওয়ারলেস হবে এই সুইচ গুলি। প্রতিটি দোকানের বিবরণ সমেত ডিভাইসটিতে তথ্য দেওয়া থাকবে। কোন দোকানে অপ্রীতিকর কোন ঘটনা ঘটলে দোকানদার বা দোকানের কর্মীরা সেখানে বসেই সুইচ টিপলে থানায় থাকা ডিভাইসটি বেজে উঠবে। এমনকি সেখানে কোন এলাকার কোন দোকানে হচ্ছে? সেই বিষয়টিও জানা যাবে। সেইমতো থানা থেকে দ্রুত মুভমেন্ট করতে পারবেন পুলিশকর্মীরা। এতে করে খুব সহজেই বিশেষ করে সোনার দোকানের চুরি ডাকাতির মত ঘটনা কমানো যাবে বলে মনে করছেন জেলা পুলিশ কর্তারা।

হরষিত সিংহ