Tag Archives: Police

Cow: পরপর গাড়িতে ঠাসা গরু! পুলিশ আটক করল ২৫ জনকে

পূর্ব মেদিনীপুর: ১০০ গরু আটক, ঘটনায় গ্রেফতার ২৫ জন ব্যক্তি, হলদিয়া মেচেদা জাতীয় সড়কের নিমতৌড়ি এলাকার ঘটনা। তমলুকের নিমতৌড়িতে ৬ টি গাড়ি থেকে প্রায় একশোরও বেশি গরু আটক করার পাশাপাশি যারা এই কাজে যুক্ত ছিলেন তাদের ২৫ জনকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ।

নরঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলা যাওয়ার পথে একটি লরি ও পাঁচটি ছোট ট্রাক ভর্তি প্রায় একশোরও বেশি গরু নিয়ে যাওয়ার পথে আটক করেছে তমলুক থানার পুলিশ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার নরঘাট এলাকা থেকে এই পাঁচটি গাড়ি, হলদিয়া মেচেদা জাতীয় সড়ক ধরে পশ্চিম মেদিনীপুরে পিংলা যাচ্ছিল।

আরও পড়ুন – Cholesterol Control Tips: আপনার শরীরে কি কোলেস্টোরলের থাবা বসেছে, এই ছোট্ট চিহ্ন দেখলেই বুঝবেন

তমলুক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিমতৌড়ি এলাকায় গাড়িগুলিকে আটক করে, জিজ্ঞাসাবাদ করে জানা যায় পশ্চিম মেদিনীপুরে পিংলার লক্ষীবাড়ি এলাকায় এই গরুগুলি জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির জন্য।

সেই সময়ই আটক করে তমলুক থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তমলুকের সি আই এবং তমলুক থানার আইসি সহ পুলিশ আধিকারিকরা। ৬টি গাড়ি সহ মোট ২৫ জনকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ।

Sujit Bhowmik

Police extra marital affair: সহকর্মীর সঙ্গে পরকীয়ার শাস্তি! ডিএসপিকে পাঠানো হল কনস্টেবল পদে

লখনউ: উত্তরপ্রদেশ পুলিশে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে অভিনব শাস্তির মুখে পড়লেন ডেপুটি পুলিশ সুপার। এক মহিলা পুলিশকর্মীর সঙ্গে পরকীয়ার জন্য তাঁকে ডেপুটি পুলিশ সুপার পদ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে কনস্টেবল পদে।

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পুলিশ আধিকারিকের নাম কৃপাশঙ্কর কনৌজিয়া। তিন বছর আগে তিনি উত্তরপ্রদেশ পুলিশের এক মহিলা কনস্টেবলের সঙ্গে একটি হোটেলে ধরা পড়েন। সালটা ২০২১, কৃপাশঙ্কর তখন উন্নাওয়ের সার্কেল অফিসার ছিলেন। তিনি পারিবারিক কারণে উন্নাওয়ের পুলিশ সুপারের কাছে ছুটির আবেদন করেন।

আরও পড়ুন: ক্যানের দুধ কিনলে দিতে হবে জিএসটি! কিসের খরচ কমল, কিসের বাড়ল, বললেন অর্থমন্ত্রী

ছুটি নিয়ে বাড়ি যাওয়ার বদলে, তিনি উত্তরপ্রদেশ পুলিশের এক মহিলা কনস্টেবল সঙ্গে কানপুরের কাছে একটি হোটেলে ওঠেন এবং সব ফোন বন্ধ করে দেন। স্বামীকে ফোনে না পেয়ে চিন্তিত হয়ে কৃপাশঙ্করের স্ত্রী উন্নাওয়ের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। মোবাইল নম্বর ট্র্যাক করে দেখা যায় সেই পুলিশ আধিকারিকের ফোন কানপুরের কাছের একটি হোটেলে শেষ বার চালু ছিল। তারপর উত্তরপ্রদেশ পুলিশের একটি দল সেই হোটেলে গিয়ে দুই পুলিশকর্মীকে একসঙ্গে আবিস্কার করেন।

এর পরে তৎকালীন লখনউ রেঞ্জের পুলিশের আইজি অভিযুক্ত কৃপাশঙ্করের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। সেই ঘটনার জেরেই তিন বছর পরে ডিএসপির পদ থেকে কনস্টেবল পদে অবনতি হল তাঁর।

Youth Unusual Death: সালিশি সভায় ভয়ঙ্কর ঘটনা! তর্কাতর্কির মধ্যেই বেরিয়ে এল ধারাল অস্ত্র, তারপর…

মুর্শিদাবাদ: গ্রামের সালিশি সভায় ভয়ঙ্কর কাণ্ড। তর্কাতর্কি চলাকালীন হঠাৎই ধারাল অস্ত্র বের করে হত্যা করা হল এক যুবককে! চাঞ্চল্যকর ঘটনাটি ফরাক্কার। মৃত যুবকের নাম আশিকুল শেখ ওরফে টনি (৩৪)।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ফরাক্কা থানার তোফাপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃত আশিকুলের বাড়ি ফরাক্কার তোফাপুর দক্ষিণ পাড়া গ্রামে। সালিশি সভায় এই যুবককে খুনের অভিযোগের আঙুল উঠেছে আব্দুল রাকিব নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

আর‌ও পড়ুন: বেপরোয়া গতির বলি যুবক, শ্বশুরবাড়ি থেকে ফেরা হল না

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পারিবারিক বিবাদের সমাধান করতে গ্রামের বিশিষ্ট কয়েকজন ব্যক্তিকে নিয়ে সালিশ সভা বসেছিল তোফাপুর গ্রামে। সেই সময় হঠাৎই দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সেই সময় উত্তেজিত হয়ে আব্দুল রাকিব নামে ওই ব্যক্তি আশিকুল শেখ’কে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। উপস্থিত বাকিরা বাধা দিতে গিয়েও ব্যর্থ হয়। এরপরই অভিযুক্ত রাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

গ্রামের মানুষ তড়িঘড়ি আশিকুল শেখ ওরফে টনি’কে স্থানীয় অর্জুনপুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি জানাজানি হয়ে গেলে তোফাপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ। খুনের ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

কৌশিক অধিকারী

Lok Sabha Elections 2024: সপ্তম দফার ভোট নিয়ে কড়া কমিশন, শুক্রবার থেকেই সক্রিয় কুইক রেসপন্স টিম

কলকাতা: শনিবার সপ্তম দফার ভোট, সপ্তম দফার ভোট নিয়ে কড়া নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটের দিন নয়, শুক্রবার থেকেই সক্রিয় হবে কুইক রেসপন্স টিম। ভাঙড়ের ঘটনার পরেই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে শুক্রবার থেকেই ঘটনাস্থলে যাবে কুইক রেসপন্স টিম।

২০২৪ লোকসভা নির্বাচনের সপ্তম দফা ভোটগ্রহণ

সপ্তম দফা ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে বেশ সক্রিয় নির্বাচন কমিশন। আগেই কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ বাড়ানো হয়েছিল। এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুইক রেসপন্স টিম নিয়ে এই সিদ্ধান্ত কমিশনের।

আরও পড়ুন: চরম নৃশংস ঘটনা! রাতের খাবার না বেড়ে দেওয়ায় স্ত্রীর মাথা কেটে চামড়া ছাড়িয়ে নিল যুবক

সেই সঙ্গে ভাঙড়ের ঘটনা নিয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিককে ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলল নির্বাচন কমিশন। সেই সঙ্গে এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ করারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

ভাঙড়ের ঘটনায় পাঁচ জনের নামে অভিযোগ এসেছে তার মধ্যে এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে কমিশন সূত্রে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে কমিশনকে জানিয়েছে কলকাতা পুলিশ।

শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, সপ্তম দফার নির্বাচনের জন্য বিপুল পরিমাণে রাজ্য পুলিশও মোতায়েন করা হচ্ছে। সপ্তম দফায় মোট ৩৩২৯২ জন রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে বারাসত পুলিশ জেলায় থাকবেন ২৭১৬ জন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ২৬৬২ জন, বারুইপুর পুলিশ জেলায় ৪৩৬৬ জন, বসিরহাট পুলিশ জেলায় ৩১২০ জন, বিধাননগর পুলিশ কমিশনারেটে ২০৩৪, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় মোতায়েন করা হবে ৩৯২৫ জন, কলকাতা পুলিশ কমিশনারেটে থাকবেন ১১৩১২ জন, সুন্দরবন পুলিশ জেলায় ৩১৫৭ জন।

পাশাপাশি ৯টি লোকসভা কেন্দ্রে মিলিয়ে মোট কুইক রেসপন্স টিম থাকবে ১৯৫৮ সেকশন। যার মধ্যে বারাসাত পুলিশ জেলায় ৬৬ সেকশন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ৬০ সেকশন, বারুইপুর পুলিশ জেলায় ১৪২ সেকশন, বসিরহাট পুলিশ জেলায় মোতায়েন করা হবে ১০৩ সেকশন, বিধাননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৩২ সেকশন, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ৯৭ সেকশন, কলকাতা পুলিশের এলাকায় ৬০০ সেকশন এবং সুন্দরবন পুলিশ জেলায় মোতায়েন করা হবে ১০৩ সেকশন কুইক রেসপন্স টিমকে।

Gold Shop: সোনার দোকানে হানা! সঙ্গে সঙ্গে টের পেয়ে যাবে থানা, অভিনব ব্যবস্থা এই পুলিশের

মালদহ: সাবধান! সোনার দোকানে কোন অঘটন ঘটলেই এবারথানায় বেজে উঠবে সাইরেন। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছাবে পুলিশ। হাতেনাতে পাকড়াও হবে অভিযুক্তরা। মালদহে একের পর এক সোনার দোকানে চুরি, ডাকাতির ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন রয়েছে পুলিশ প্রশাসন।

এই চুরি ডাকাতি রুখতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। দফায় দফায় বৈঠক করা হয়েছে জেলার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে। এবার এক অভিনব চিন্তাভাবনায় পরিকল্পনা নিয়েছে মালদহ জেলা পুলিশ। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশেষ ডিভাইস বসানোর পরিকল্পনা নিয়েছে মালদহ জেলা পুলিশ।

স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার বলেন, সমস্ত বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে এই যন্ত্রটি সম্বন্ধে পুলিশ আমাদের সচেতন করেছে। আশা করছি এ যন্ত্রটি বসানো হলে চুরি ডাকাতির মত ঘটনা অনেকটাই বন্ধ করা যাবে। এই ডিভাইস সম্পর্কে স্বর্ণ ব্যবসায়ীদের সচেতন করতে একটি বৈঠক করা হয়। জেলার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ প্রশাসনের আলোচনা হয় এই বিষয়ে।ডিভাইসটি কিভাবে কাজ করবে। ব্যবসায়ীদের কি করতে হবে এই সম্পর্কিত বিষয়ে একটি ডেমো দেখানো হয় ব্যবসায়ীদের।

আরও পড়ুন – IPL Final: আইপিএল ফাইনাল জমজমাট, প্লে অফ কেকেআরের কাছে হারা সানরাইজার্সই ফের ফাইনালে, জমাটি লড়াইয়ের আশায় KKR vs SRH

জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিশেষ এই ডিভাইসটি বসানো থাকবে পুলিশ থানায়। প্রতিটি সোনার দোকানে থাকবে একটি করে সুইচ। সম্পূর্ণ ওয়ারলেস হবে এই সুইচ গুলি। প্রতিটি দোকানের বিবরণ সমেত ডিভাইসটিতে তথ্য দেওয়া থাকবে। কোন দোকানে অপ্রীতিকর কোন ঘটনা ঘটলে দোকানদার বা দোকানের কর্মীরা সেখানে বসেই সুইচ টিপলে থানায় থাকা ডিভাইসটি বেজে উঠবে। এমনকি সেখানে কোন এলাকার কোন দোকানে হচ্ছে? সেই বিষয়টিও জানা যাবে। সেইমতো থানা থেকে দ্রুত মুভমেন্ট করতে পারবেন পুলিশকর্মীরা। এতে করে খুব সহজেই বিশেষ করে সোনার দোকানের চুরি ডাকাতির মত ঘটনা কমানো যাবে বলে মনে করছেন জেলা পুলিশ কর্তারা।

হরষিত সিংহ

West Medinipur News: পশ্চিম মেদিনীপুর জেলার নতুন এসপি, জরুরি ভিত্তিতে দায়িত্বে আইপিএস কুলদীপ 

পশ্চিম মেদিনীপুর: কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনের নির্দেশে বদল করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে। আপতকালীন ভিত্তিতে মেদিনীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সোনাওয়ানে কুলদীপ সুরেশ। নির্বাচনের আগে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। মঙ্গলবারই তাঁকে দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এসপি বদল ঘিরে রাজনৈতিক মহলে বেশ জোর জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  কলকাতার ভোটের আগে বিরাট ঘটনা, এবারের ভোটে প্রথম এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

তরুণ বাঙালি পুলিশ সুপার ধৃতিমান সরকারের জায়গায় পশ্চিম মেদিনীপুর জেলার নতুন পুলিশ সুপার (SP/ Superintendent of Police) হলেন আইপিএস সোনাওয়ানে কুলদীপ সুরেশ (IPS Sonawane Kuldip Suresh)। নির্বাচন কমিশনের নির্দেশে মঙ্গলবার (২১ মে) থেকে আইপিএস ধৃতিমান সরকারের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। নির্বাচনের কমিশনের (Election Commission of India) তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (Chief Election Officer) তেমনই নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, সোমবার সন্ধ্যাতেই নির্বাচন কমিশনের তরফে একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল, পশ্চিম মেদিনীপুরের SP ধৃতিমান সরকারকে লোকসভা নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন কোনও পদে বদলি করা হচ্ছে। তাঁর পরিবর্তে তিন জন আইপিএস অফিসারের নাম চেয়ে পাঠিয়েছিলেন নির্বাচন কমিশনের সচিব রাকেশ কুমার। মঙ্গলবার তাঁদের মধ্য থেকেই বেছে নেওয়া হয়েছে 2016 ব্যাচের আইপিএস অফিসার কুলদীপ সুরেশ-কে।

প্রসঙ্গত, মেদিনীপুরের দু’টি লোকসভা আসনে (মেদিনীপুর ও ঘাটাল) নির্বাচন আগামী ২৫ মে। তার ঠিক ৫ দিন আগেই জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার-কে বদলির নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন। আইপিএস দীনেশ কুমারের পর তিনি ২০২৩ সালের ৯ মার্চ থেকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন। তবে এমন নির্দেশিকায় জোর জল্পনা শুরু হয়েছে।

রঞ্জন চন্দ

Bangla Video: জলকষ্ট থেকে মুক্তি দিতে যা কেউ পারল না সেটাই করে দেখাল পুলিশ!

মুর্শিদাবাদ: ফের কান্দি থানার আইসি’র মানবিক মুখের সাক্ষী থাকল মানুষ। বৃষ্টির দেখা নেই। তীব্র গরমে রাস্তায় বেরোলেই মানুষের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে জলকষ্ট। কান্দি মহকুমা আদালতেও জল কষ্টের সমস্যা অত্যন্ত তীব্র। এদিকে এখানকার জলের ব্যবস্থার উপর নির্ভরশীল কান্দি মহকুমার পাঁচটি ব্লকের সাধারণ মানুষ। বিচারের আশায় প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে আসেন। কিন্তু আদালত চত্বরে মেলে না পানীয় জলের পরিষেবা।

কারণ হিসেবে জানা গিয়েছে, জলের কল থাকলেও তা থেকে পড়ে না জল। টিউবওয়েল অকেজো থাকার কারণে পানীয় জলের ব্যবস্থা থেকে বঞ্চিত হয় সাধারণ মানুষ। তাই কান্দি থানার আইসি মৃণাল সিনহা নিজে উদ্যোগ গ্রহণ করে দুটি পাম্প বসানোর ব্যবস্থা গ্রহণ করলেন কান্দি মহকুমা আদালত চত্বরে। কান্দি মহকুমা আদালতে আসা সাধারণ মানুষজনের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: অস্বাভাবিক গরমে ধাক্কা খেয়েছে পর্যটন, বৃষ্টির অপেক্ষায় ব্যবসায়ীরা

কান্দি থানার আইসি মৃণাল সিনহার এই উদ্যোগে খুশি সকলেই। তীব্র দাবদহের কারণে মাটির নিচে অনেকটাই জলস্তর নেমে গিয়েছে। যার কারণে জল সঙ্কট তৈরি হয়েছে বিভিন্ন জায়গাতে। কান্দি মহকুমা আদালতে আসা সাধারণ মানুষজন জলকষ্টে ভুগতেন। তাই তাঁদের কথা মাথায় রেখেই এই দুটি সাবমার্সিবল টিউবওয়েল বসানোর ব্যবস্থা গ্রহণ করেন কান্দি থানার আইসি। পুলিশের এই ভূমিকায় খুশি সকলেই।

কৌশিক অধিকারী

Newly wed couple death in Bihar: ১৪ বছরের শ্যালিকাকে বিয়ে জামাইবাবুর, থানায় তুলে নিয়ে গেল পুলিশ! তার পর যা ঘটল…

পটনা: স্ত্রীর মৃত্যুর পর ১৪ বছর বয়সি শ্যালিকাকে বিয়ে করেছিলেন জামাইবাবু৷ নাবালিকাকে বিয়ের অভিযোগে ওই দম্পতিকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ৷ পরে সেই থানার ভিতর থেকেই উদ্ধার হয় দম্পতির দেহ৷ ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল বিহারের আরারিয়া জেলায়৷ ক্ষুব্ধ জনতা ওই থানায় আগুন ধরিয়ে দেয়৷

এই ঘটনা ঘটেছে বিহারের আরারিয়া জেলার তারাবাড়ি গ্রামে৷ এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, স্ত্রীর মৃত্যুর পর তার ১৪ বছর বয়সি বোনকেই বিয়ে করেন ওই যুবক৷ নাবালিকাকে বিয়ের অভিযোগে বৃহস্পতিবার বিকেলে ওই দম্পতিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিয়ের পর পরই ওই দম্পতিকে তুলে নিয়ে যায় পুলিশ৷ থানার ভিতরে নব দম্পতিকে পিটিয়ে পুলিশ খুন করেছে বলে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা৷

আরও পড়ুন: ‘ভিটেহারা’ হবেন খোদ জেলাশাসক? বাংলো নিলামে তুলতে বলল আদালত, বর্ধমানে শোরগোল

যদিও পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি থানার লক আপের ভিতরেই আত্মহত্যা করেছে৷ থানার ভিতরের একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে৷ সেখানে দেখা যাচ্ছে, ওই যুবক লক আপের দরজা বেয়ে উঠে একটি কাপড় গলায় জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করছেন৷

এই খবর ছড়িয়ে পড়তেই থানা ঘেরাও করে পুলিশকর্মীদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করেন গ্রামবাসীরা৷ থানায় ভাঙচুর করে আগুনও ধরিয়ে দেওয়া হয়৷ পরিস্থিতি সামাল দিতে আশপাশের থানা থেকেও পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়৷

গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ মারধর করার পর তাদের গাফিলতির সুযোগেই মৃত্যু হয়েছে ওই দম্পতির৷ যদিও পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷

Brown Sugar-Cash Rescue: বাড়িতেই মজুত কোটি কোটি টাকার মাদক! সঙ্গে নগদ ৩২ লক্ষ, টাকা গোনার মেশিন উদ্ধার

মালদহ: বাড়িতেই মজুত কোটি কোটি টাকার ব্রাউন সুগার। সঙ্গে বাড়িতেই ছিল টাকা গোনার মেশিন। হানা দিয়ে নগদ ৩২ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। তুমুল শোরগোল মালদহ জুড়ে।

নির্বাচনের সময় মাদক কারবারীদের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল মালদহ জেলা পুলিশ। এলাকায় নিপাট সাধারণ মানুষ বলে পরিচিত কালিয়াচকের বামনটোলা গ্রামে সমীর শেখের বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণে টাকা ও মাদক উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি বাড়ির মালিক সমীর শেখকেও গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যাক্তি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। বাড়িতে বসেই মাদক পাচারের কার্যকলাপ চালাত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির বাড়িতে হানা দেয়। বাড়িতে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় বিপুল পরিমাণে মাদক সহ নগদ টাকা।

আরও পড়ুন: ফল প্রকাশের আগের দিন থেকে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী, ১৫ দিন পরেও সন্ধান নেই সায়নের

রাতে সমীর‌ শেখের বাড়িতে হানা দেয় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে উদ্ধার হয় ৭ কেজি ৯০০ গ্রাম ব্রাউন সুগার। সেই সঙ্গে নগদ ৩২ লক্ষ টাকা ও একটি টাকা গোনার মেশিন। উদ্ধার হ‌ওয়া ব্রাউন সুগারের চোরাই বাজারে আনুমানিক মূল্য প্রায় ২৮ কোটি টাকা। পুলিশের অনুমান, গোপনে ওই বাড়িতে মাদক পাচার চক্রের বড়সড় আখড়া গড়ে উঠেছিল। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে এদিন মালদহ জেলা আদালতের পেশ করে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। মালদহের এসপি প্রদীপ কুমার যাদব বলেন, মাদক সহ এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হরষিত সিংহ

Accident: গাড়িতে তখন গোটা পরিবার, হঠাৎ উপরে উঠে এল আস্ত ট্রাক! মুহূর্তে সব শেষ, মৃত্যুমিছিল

রাজস্থান: রাজস্থানে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আর তাতে মৃত্যু হল একই পরিবারের ৬ জনের। জানা গিয়েছে, হাইওয়ে ধরে যাচ্ছিল একটি গাড়ি। আচমকাই মাঝরাস্তায় ইউ টার্ন নিতে যায় একটি ট্রাক। সেই সময়ই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটি। আর তাতেই মৃত্যু হল গাড়িতে থাকা ৬ যাত্রীর। ভয়াবহ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজও ভয়ঙ্কর।

ঘটনাটি ঘটেছে সোয়াই মাধোপুর জেলার বানাস সেতুর কাছে। স্থানীয় সূত্রে খবর, মৃতরা সকলেই সিকর জেলার বাসিন্দা। রণথম্বোরের ত্রিনেত্র গণেশ মন্দিরে যাচ্ছিলেন সকলে। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে ধরে তাঁদের গাড়ি যাচ্ছিল। সেই সময়ই আচমকাই নিয়ম ভেঙে মাঝরাস্তায় ইউটার্ন নেয় একটি ট্রাক।

আরও পড়ুন: চমকে ওঠা তথ্য সামনে এল! ভারতে পুরুষ নাকি মহিলা, কাদের সংখ্যা বেশি? কত তফাৎ? শুনলে চোখ কপালে উঠবে

প্রচণ্ড গতিতে চলতে থাকা গাড়ির চালক নিয়ন্ত্রণ করতে পারেননি। সজোরে ট্রাকে গিয়ে ধাক্কা মারে যাত্রীবাহী গাড়িটি। সঙ্গে সঙ্গেই গাড়িটি দুমড়েমুচড়ে যায়। পুলিশ সূত্রে খবর, মৃতরা সকলেই এক পরিবারের সদস্য। দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। তারা বর্তমানে স্থিতিশীল এবং হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার সাওয়াই মাধোপুর জেলার এক্সপ্রেসওয়েতে আচমকা ইউ টার্ন নেয় ট্রাকটি। ঠিক তার পিছনেই ছিল গাড়িটি। সেই সময় দ্রুত গতির গাড়িটি প্রথমে ধাক্কা মারে ট্রাকে। ইউ টার্ন নেওয়ার সময় গাড়ির সামনের অংশ পিষে দেয় ট্রাকটি। ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক। তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।