ঝাড়গ্রাম : পেরিয়েছে দুর্গাপুজো, এবার আলোর উৎসব দীপাবলি ও কালীপুজো। দীপাবলি ও কালীপুজোতে পরিবারের মঙ্গলের জন্য প্রদীপের আলোতে আলোকিত হয়ে ওঠে প্রতিটি বাড়ি। প্রদীপ জ্বালানোর জন্য প্রয়োজন হয় তেল। কিন্তু ঝাড়গ্রামের বাজারে এবার পাওয়া যাচ্ছে অন্য প্রদীপ।
তেলের পরিবর্তে জলেই জ্বলে উঠছে প্রদীপ। চাহিদাও রয়েছে তুঙ্গে। দীপাবলি রাত্রে প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে সকলকে খেয়াল রাখতে হয়, তেল যেন না শেষ হয়, তেল শেষ হলেই নিভে যাবে প্রদীপ। কিন্তু , এই প্রদীপে একবার জল দিলেই চলবে দীর্ঘক্ষণ।
আরও পড়ুন: কোটি টাকার লটারি জিতে ৩ রাত থানায় ‘বন্দি’ যুবক! বর্ধমানের ঘটনা শুনে চমকে উঠবেন
ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকার একটি গিফটের দোকানে পাওয়া যাচ্ছে বিশেষ ওয়াটার প্রদীপ। এই প্রদীপে দিতে হয় না তেল। জল দিলেই জ্বলে উঠে প্রদীপ। জলে জ্বলে ওঠার পাশাপাশি বিন্দুমাত্র ঘটে না পরিবেশ দূষণ। প্লাস্টিক দিয়ে তৈরি প্রদীপের মাথায় রয়েছে একটি প্রদীপের শিখার মত আলো। প্রদীপের ভেতরে রয়েছে ব্যাটারি। প্রদীপের যে জায়গায় তেল দেওয়া হয় সেই জায়গায় বিদ্যুতের দুটো পয়েন্ট করা রয়েছে। জল দেওয়ার সঙ্গেসঙ্গেওই দুটো পয়েন্ট এক যোগ হয়ে যায় এবং প্রদীপটি জ্বলে উঠে। যতক্ষণ না পর্যন্ত জল সরিয়ে নেওয়া হচ্ছে প্রদীপটি এই ভাবেই জ্বলতে থাকে।
আরও পড়ুন: ৫, ১০ ও ২০ পয়সার কয়েন দিয়েই তৈরি দেবী মূর্তি! কোজাগরী লক্ষ্মীপুজোয় থিমের চমক
গিফটের দোকান এর কর্ণধার ইয়াস পাটোয়ারী বলেন,\”এই প্রদীপে কেবলমাত্র জল দিলেই জ্বলে উঠবে। কোনও তেলের প্রয়োজন নেই। দেওয়ালির সময় এই প্রদীপ ব্যবহার করলে তেলের যেমন সাশ্রয় হবে ঠিক তেমন পরিবেশ দূষণও হবেনা। এই প্রদীপ নিয়ে আসার পর থেকে যারা দেখেছে তারা সকলেই বাড়ি নিয়ে যাচ্ছে। প্রদীপের চাহিদাও রয়েছে বেশ ভালো\”।
দীপাবলি ও কালীপুজোর সময় সকলকে নজর রাখতে হয়, তেল ফুরিয়ে গেলে নিভে যাবে প্রদীপ। তাই বারেবারে তেলের যোগান দিতে হয়। কিন্তু এই প্রদীপে একবার জল দিয়ে দিলে চলবে দীর্ঘক্ষন। বাড়িকে আলোকিত করার পাশাপাশি দূষণের হাত থেকে রক্ষা করবে পরিবেশকে।
বুদ্ধদেব বেরা