পুলিশের নজর এড়িয়ে এত বড় কুকীর্তি! কীভাবে তৈরি হল সুড়ঙ্গ? কুলতলীর ‘চিটিং র‍্যাকেট’ নিয়ে কড়া বার্তা ডিজির

Rajeev Kumar: পুলিশের নজর এড়িয়ে এত বড় কুকীর্তি! কীভাবে তৈরি হল সুড়ঙ্গ? কুলতলির ‘চিটিং র‍্যাকেট’ নিয়ে কড়া বার্তা ডিজির

কলকাতা: কুলতলির ঘটনা নিয়ে এবার কড়া বার্তা দিলেন ডিজি রাজীব কুমার এবং এডিজি মনোজ ভর্মা। ডিজি স্পষ্ট জানিয়ে দিলেন কুলতলির ‘চিটিং র‍্যাকেট’-এর সম্পর্কে খতিয়ে দেখছে প্রশাসন।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা বলেন ডিজি রাজীব কুমার এবং এডিজি মনোজ ভর্মা। ডিজি বলেন, ‘‘কুলতলিতে একটা চিটিং র‍্যাকেট। আমরা এটা দেখছি। কী কারণে ব্যবহার হয়েছিল, এটাও আমরা দেখছি।’’

আরও পড়ুন: বর্ষায় দেদার খাচ্ছেন ইলিশ, চিংড়ি! ইউরিক অ‍্যাসিড বাড়ছে না তো? কোন মাছ খেলে হতে পারে বিপদ? এখনই জেনে সাবধান হন

তিনি আরও জানালেন ‘‘আইন কারোর হাতে নিতে দেওয়া হবে না। কুলতলীতে যে ঘটনা ঘটেছে যে সুড়ঙ্গ পাওয়া গেছে সেটা দেখা হচ্ছে কী কারণে।’’ তবে এ বিষয়ে ‘খুব তাড়াহুড়ো’ করে কিছু বলতে চাইলেন না তিনি। কুলতলীর ঘটনা খতিয়ে দেখা হবে।

ডিজি রাজীব কুমার আরও জানালেন, ‘‘যেখানে যেখানে ঘটনা ঘটেছে সব জায়গায় পুলিশ পদক্ষেপ নিয়েছে। অনেক জায়গায় ডাকাতির ঘটনা আটকানো গিয়েছে। তিন চার জায়গায় ডাকাতির ঘটনা ঘটার আগেই আটকানো গিয়েছে।’’

আরও পড়ুন: নির্জন চরে পাতা সবুজ ঘাসের গালিচা! কলকাতার একেবারে কাছেই এই ঘোরার ঠিকানার খোঁজ জানেন কি?

প্রসঙ্গত কুলতলিতে সাদ্দাম সর্দারকে নিয়ে তোলপাড় রাজ‍্য। ডাকাতি, নকল সোনা বিক্রি-রাহাজানির মতো একাধিক কুকীর্তির সঙ্গে জড়িত সাদ্দাম। তার বিরুদ্ধে রয়েছে পুলিশের উপর হামলার অভিযোগও। কী করে এতদিন ধরে পুলিশের নজর এড়িয়ে একাধিক কুকর্ম চালিয়েছে সাদ্দাম? উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, সূত্রের খবর অনুযায়ী, পুলিশের নজর এড়িয়ে বাড়ির নীচে সুড়ঙ্গ তৈরি করে সাদ্দাম। সমস্ত বিষয় খতিয়ে দেখছে প্রশাসন।