Tag Archives: Rajeev Kumar

BJP Bandh: বিজেপি-র বনধ নিয়ে জেলার পুলিশকর্তাদের আগেভাগেই সতর্ক করলেন রাজীব কুমার! কিছু হলেই খবর দিতে হবে নবান্নে

কলকাতা: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধ নিয়ে বিভিন্ন জেলার এসপি-সিপিদের সতর্ক করলেন ও রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইন-শৃঙ্খলা। নির্দেশ গেল, ‘‘সকাল থেকে আপনারা নজরদারি করবেন। জোর করে বনধ করাতে এলে তার প্রতিরোধ করতে হবে। কোথাও জোর করে বনধ করানো যাবে না। বনধ নিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা নবান্নের কন্ট্রোলরুমে জানাবেন।’’ রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইনশৃঙ্খলার নির্দেশ এসপি ও সিপিদের।

মঙ্গলবারের নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার বিরোধিতা করে এদিন বিকেলেই ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার৷ জানিয়েছেন, বুধবার সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বনধ পালন করবে বিজেপি৷ সাধারণ মানুষকেও এই বনধে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷

যদিও বিজেপি সভাপতির এই ঘোষণার পর পরই নবান্নের তরফে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমানে রাজ্য সরকারের উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, সরকার এই বন্ধ মানবে না। আগামিকাল সারা রাজ্যে জনজীবন স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন: ‘ওদের টার্গেট ছিল কোনও বডি পড়ে যায়,’ নবান্ন অভিযানকে দুষ্কৃতী আন্দোলন আখ্যা দিল পুলিশ

সরকারি কর্মীদেরও বুধবার অফিসে আসা আবশ্যক বলে জানান তিনি। তিনি বলেন, ‘‘দোকানপাট থাকবে খোলা৷ সরকার নিরাপত্তা সংক্রান্ত ও আইনানুগ ব্যবস্থা করবে। ক্ষতি হলে সরকার সেদিকটাও দেখবে।’’

আরও পড়ুন: ‘বনধ নিয়ে কেমন কাঁপুনি হচ্ছে…,’ আলাপন বন্দ্যোপাধ্যায়কেই ‘বেআইনি’ বলে কটাক্ষ শুভেন্দুর

অন্যদিকে, পুলিশের তরফেও এদিন বুধবারের বনধ নিয়ে কথা বলা হয় সাংবাদিক বৈঠকে৷ এডিজি দক্ষিণবঙ্গ বলেন, ‘‘ বনধ ডাকা বেআইনি। এটা আমরা বলছি না, কোর্টের অর্ডার বলছে। কাল প্রশাসন সেটা প্রতিহত করবে। বাংলা সচল করার জন্য সব ধরনের প্রয়াস থাকবে। আমরা ধন্যবাদ জানাই প্রকৃত মানুষদের। পুলিশ কাল বন্ধুর মতো পাশে থাকবে।’’

Rajeev Kumar: পুলিশের নজর এড়িয়ে এত বড় কুকীর্তি! কীভাবে তৈরি হল সুড়ঙ্গ? কুলতলির ‘চিটিং র‍্যাকেট’ নিয়ে কড়া বার্তা ডিজির

কলকাতা: কুলতলির ঘটনা নিয়ে এবার কড়া বার্তা দিলেন ডিজি রাজীব কুমার এবং এডিজি মনোজ ভর্মা। ডিজি স্পষ্ট জানিয়ে দিলেন কুলতলির ‘চিটিং র‍্যাকেট’-এর সম্পর্কে খতিয়ে দেখছে প্রশাসন।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা বলেন ডিজি রাজীব কুমার এবং এডিজি মনোজ ভর্মা। ডিজি বলেন, ‘‘কুলতলিতে একটা চিটিং র‍্যাকেট। আমরা এটা দেখছি। কী কারণে ব্যবহার হয়েছিল, এটাও আমরা দেখছি।’’

আরও পড়ুন: বর্ষায় দেদার খাচ্ছেন ইলিশ, চিংড়ি! ইউরিক অ‍্যাসিড বাড়ছে না তো? কোন মাছ খেলে হতে পারে বিপদ? এখনই জেনে সাবধান হন

তিনি আরও জানালেন ‘‘আইন কারোর হাতে নিতে দেওয়া হবে না। কুলতলীতে যে ঘটনা ঘটেছে যে সুড়ঙ্গ পাওয়া গেছে সেটা দেখা হচ্ছে কী কারণে।’’ তবে এ বিষয়ে ‘খুব তাড়াহুড়ো’ করে কিছু বলতে চাইলেন না তিনি। কুলতলীর ঘটনা খতিয়ে দেখা হবে।

ডিজি রাজীব কুমার আরও জানালেন, ‘‘যেখানে যেখানে ঘটনা ঘটেছে সব জায়গায় পুলিশ পদক্ষেপ নিয়েছে। অনেক জায়গায় ডাকাতির ঘটনা আটকানো গিয়েছে। তিন চার জায়গায় ডাকাতির ঘটনা ঘটার আগেই আটকানো গিয়েছে।’’

আরও পড়ুন: নির্জন চরে পাতা সবুজ ঘাসের গালিচা! কলকাতার একেবারে কাছেই এই ঘোরার ঠিকানার খোঁজ জানেন কি?

প্রসঙ্গত কুলতলিতে সাদ্দাম সর্দারকে নিয়ে তোলপাড় রাজ‍্য। ডাকাতি, নকল সোনা বিক্রি-রাহাজানির মতো একাধিক কুকীর্তির সঙ্গে জড়িত সাদ্দাম। তার বিরুদ্ধে রয়েছে পুলিশের উপর হামলার অভিযোগও। কী করে এতদিন ধরে পুলিশের নজর এড়িয়ে একাধিক কুকর্ম চালিয়েছে সাদ্দাম? উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, সূত্রের খবর অনুযায়ী, পুলিশের নজর এড়িয়ে বাড়ির নীচে সুড়ঙ্গ তৈরি করে সাদ্দাম। সমস্ত বিষয় খতিয়ে দেখছে প্রশাসন।

Rajeev Kumar: ভোটের আগে সরিয়ে দিয়েছিল কমিশন, ফের স্বমহিমায় নিজের পদে ফিরছেন রাজীব কুমার! ফাইলে সই মমতার

কলকাতা: লোকসভা ভোট ঘোষণা হতে না হতেই রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷ শুধু তাই নয়, সে সময় কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকাকে চিঠি দিয়ে জানানো হয়েছিল, নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বেই থাকতে পারবেন না রাজীব কুমার৷ সেই মতো পদক্ষেপও করে রাজ্য প্রশাসন৷ তবে ভোট মেটার মাস খানেক পরে ফের রাজীব কুমারকে তাঁর পদে পুনর্বহাল করতে চলেছে রাজ্য৷

জানা গিয়েছে, রাজ্য পুলিশের ডিজির পদে ফিরছেন রাজীব কুমার। এতদিন ডিজি দায়িত্ব যিনি সামলাচ্ছিলেন, সেই সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি ফায়ার হিসাবে দায়িত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ফাইলে সই করেছেন বলে সূত্রের খবর।

প্রশাসন সূত্রের খবর, তথ্য প্রযুক্তি দফতরের সচিব পদ সামলানোর পাশাপাশি ডিজির কাজও চালাবেন রাজীব কুমার। বর্তমানে রাজীব কুমার উত্তরবঙ্গে রয়েছেন৷

আরও পড়ুন: আবারও কি সায়ন্তিকা-রেয়াতের মতো ঝঞ্ঝাট? নব নির্বাচিত চার বিধায়কের শপথ নিয়ে জটিলতা চায় না বিধানসভা

অতীতেও রাজীবকে ভোটের আগে দু’বার তাঁর তদানীন্তন পদ থেকে সরানো হয়েছিল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজীবকে তদানীন্তন পদ থেকে সরানো হয়েছিল। ২০১৯ সালের লোকসভা ভোট ঘোষণার পর রাজীবকে ডেপুটেশনে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: উপনির্বাচনে ভোট বাড়াল বাম-কংগ্রেস! কিছুটা হলেও হল মুখরক্ষা, কী বলছে পরিসংখ্যান?

পরবর্তী কালে রাজীব দীর্ঘ দিন ছিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি দফতরের সচিব। কয়েক মাস আগে রাজ্য পুলিশের ডিজি পদে মনোজ মালবীয়র মেয়াদ শেষ হয়। তার পর গত ডিসেম্বরে রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল (ডিজি) হিসাবে নিয়োগ করা হয় রাজীবকে।