Tag Archives: kultali

South 24 Parganas News: ভরা কোটাল আর নিম্নচাপের জোড়া ফলায় ঘুম উড়েছে কুলতলী গোসাবার নদী পাড়ে

দক্ষিণ ২৪ পরগনা: পূর্ণিমার ভরা কোটাল এবং নিম্নচাপে জোড়া ফলায় আতঙ্কিত গ্রামবাসী যে কোন মুহূর্তে বাঁধ ভেঙে জল ঢুকে পড়তে পারে গ্রামের মধ্যে নোনা জল ঢুকলে চাষের ও ক্ষতির আশঙ্কা দেখছে নদীর পাড়ের বাসিন্দারা। এলাকায় স্থায়ী কংক্রিটের নদী বাঁধ না থাকার কারণে বারবার মাটি নদী বাঁধ ভাঙার সম্ভাবনা। তার উপরে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সৃষ্টি হয়েছে এর কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে মুসুল ধারে বৃষ্টির। বেশ কয়েক দিন ধরে এই বৃষ্টি চলবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: নিশানায় ফের সেই মহিলা চিকিৎসক, বারুইপুরের হাসপাতালে ঘৃণ্য ঘটনা! শুনে শিউরে উঠবেন

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন উত্তাল থাকতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তাল হতে পারে সমুদ্র মৎস্যজীবীদের নিরাপত্তার কথা ভেবে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে আগামী ২৫ অগাস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস দফতর পক্ষ থেকে। তার উপরে সুন্দরবনের মইপিঠ, কুলতলী, গোসবা এই সমস্ত এলাকার নদীর পাড়ের বাসিন্দাদের যেকোনো ভরা কোটালে ঘুম উড়ে যায় । কিন্তু এভাবে বারে বারে নদীতে যেকোনো ভরা কোটালের বা নিম্নচাপে জোড়া ফলায় জোয়ারের জলে নদী ভাঙনের আশঙ্কা কারণে আতঙ্কিত এলাকার মানুষজনেরা।

আরও পড়ুন: এবার স্থানীয় দুর্যোগেও ক্ষতিপূরণ পাবেন কৃষকরা, নির্দেশ নবান্নের

এ বিষয়ে এক এলাকার স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের এই সমস্ত এলাকায় স্থায়ী কংক্রিটের নদী বাঁধের প্রয়োজন না থাকার কারণে বারবার মাটি নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়ে যায় আমাদের এই এলাকা বিষয়টি নিয়ে বারবার বিভিন্ন দফতরে জানালেও কোনরকম সুরাহা হয়নি। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে নদীতে জোয়ারের কারনে এই সমস্যা দেখা দিয়েছে। নদীতে ভাটার পরে গেলে পুনরায় জল নেমে যাবে এলাকা থেকে। সাধারণ মানুষের এই সমস্যার কথা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি খুব শীঘ্রই সাধারণ মানুষ এই সমস্যা থেকে মুক্তি পাবে এই আশা করছি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

South 24 Parganas News: খানাখন্দে ভরা ৫ কিমি রাস্তা! জীবনের ঝুঁকি নিয়েই চলছে ‌যাতায়াত

দক্ষিণ ২৪ পরগনা: কদিনের বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের একটি অন্যতম রাস্তা। যা দক্ষিণ বারাসাত থেকে জামতলা ভায়া কেল্লা যাওয়ার পথ। প্রায় ৩০ কিলোমিটার। টানা বর্ষণের ফলে বেশিরভাগ রাস্তায় খারাপ তার মধ্যে চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তার খানাখন্দে ভরে গিয়েছে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। রাস্তার বহু জায়গায় পিচ উঠে জল জমে রয়েছে আর এর মধ্যেই চলছে যানবাহন। এলাকার মানুষের অভিযোগ ‌ দক্ষিণ ২৪ পরগনা সবচেয়ে বড় হাট এই রাস্তায় পড়ে। অত্যন্ত এই গুরুত্বপূর্ণ এই হাটে সপ্তাহে দুদিন প্রচুর মানুষের সমাগম হয়। এটাই হাটে ‌যাওয়ার অন্যতম প্রধান রাস্তা। যার ফলে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ স্কুলের ছাত্র-ছাত্রী প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাতায়াত করে।

আরও পড়ুন: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানো রুখতে সচেষ্ট পুলিশ, দক্ষিণে জলপথে চলছে কড়া নজরদারি 

প্রতিদিন ছোট বড় গাড়ি মিলিয়ে প্রতিদিন কয়েকশো যানবাহন চলাচল করে। রাস্তার এই বেহাল দশার কারণে প্রতিদিনই ঘটে যাচ্ছে দুর্ঘটনা। এলাকার মানুষ থেকে শুরু করে গাড়িচালকরা রাস্তাটি সংস্করণে দাবি জানাচ্ছে কিন্তু তা কোন কাজ হয়নি। পুজোর আগে এই রাস্তা যদি সারিয়ে দেওয়া হয় তাহলে মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন তারা। এ প্রসঙ্গে এক গাড়ি চালক তিনি বলেন প্রতিদিনই আমাদের এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। বৃষ্টিতে রাস্তাটি একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিদিনই একটা দুটো করে অটো টোটো উল্টে যায়। অনেক সময় যাত্রীরা হোক আহত হয় তাই সরকারের কাছে অনুরোধ করছি দ্রুত এই রাস্তা মেরামত করার ব্যবস্থা করা হোক।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

South 24 Parganas News: স্বাস্থ্যকেন্দ্র না ভুতুড়ে বাড়ি! সুন্দরবনের মানুষকে চিকিৎসা পেতে ছুটতে হচ্ছে ৩৫ কিমি

দক্ষিণ ২৪ পরগনা: দূর থেকে দেখলে মনে হবে ভুতুড়ে বাড়ি। ঘাস, আগাছার জঙ্গলে ঢেকেছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিনই সাপ, কীটপতঙ্গের উপদ্রব বাড়ছে। পরিষেবা নিতে আসা রোগীরা সর্বক্ষণ সাপের আতঙ্কে সিঁটিয়ে থাকেন। চিকিৎসা পরিষেবা একেবারে তলানিতে পৌঁছেচে। নিত্যদিন মানুষকে এর জন্য ৩৫ কিলোমিটার দূরে জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে ছুটতে হচ্ছে। এমনই চিত্র কুলতলি ব্লকের মৈপীঠের ভুবনেশ্বরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন কারও নজর নেই এই স্বাস্থ্যকেন্দ্রের দিকে। যার জেরে প্রয়োজনীয় সুবিধা না পেয়ে গ্রামের মানুষ ক্ষুব্ধ।

আরও পড়ুন: রাতে একসঙ্গে খেতে বসেছিল সবাই, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দেওয়াল! নিমেষে শেষ

এই প্রসঙ্গে গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের প্রধান বাবলু প্রধান বলেন, সত্যি খুব খারাপ অবস্থা। আমরা স্বাস্থ্য বিভাগের সব জায়গায় জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। আর কুলতলির বিধায়ক বলেন, স্বাস্থ্যকেন্দ্রটি নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপর গুড়গুড়িয়া-ভুবনেশ্বরী পঞ্চায়েতের মানুষ নির্ভরশীল। তবে স্বাস্থ্যকেন্দ্রের দশাও একেবারে শোচনীয়। ঘরের ছাদ থেকে জল পড়ে। দেওয়ালে ফাটল ধরেছে। স্বাস্থ্যকেন্দ্রে ১০টি শয্যা আছে। তার অবস্থা ও খারাপ। স্বাস্থ্যকেন্দ্রে ঢোকার রাস্তার দু’পাশ জঙ্গলে পরিপূর্ণ হয়ে গিয়েছে। ঘাস, আগাছায় – রাস্তাটুকু ঢেকে গিয়েছে। একজন ফার্মাসিস্ট, একজন নার্স, একজন চিকিৎসক আছেন এখানে।

আরও পড়ুন: মর্মান্তিক! রিলস বানাতে গিয়ে জলে ঝাঁপ, ঘটে গেল বিরাট অঘটন, নাবালকের নির্মম পরিণতি!

ভুক্তভোগী রোগীরা বলেন, খুব খারাপ অবস্থা কয়েক বছর ধরে চলছে। সাপের ভয়ে অনেকে এখানে আসতে পারেন না। পঞ্চায়েত থেকে পরিষ্কারও করে দেয় না। এখানে ঠিকমতো চিকিৎসা পাওয়া যায় না, পাওয়া যায় না ওষুধও। গ্রামের বাসিন্দারা বলেন, রক্ষণাবেক্ষণের অভাবে এই স্বাস্থ্যকেন্দ্র যে কোনও দিন ভেঙে পড়বে। সপ্তাহে সোমবার থেকে বুধবার একজন চিকিৎসকের আসার কথা। তাও ঠিকমতো তিনি আসেন না। বাকি দিন পরিষেবা দেয় ফার্মাসিস্ট ও নার্স। তারপরে নার্স না এলে ফার্মাসিস্ট দুপুর ১২টা পর্যন্ত থেকে চলে যান। রোগের বাড়াবাড়ি হলে গাড়ি ভাড়া করে সাধারণ মানুষকে ৩৫’ কিলোমিটার দূরে যেতে হয়। অবিলম্বে প্রশাসনের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

Bull Race: গরু দৌড়ের প্রাচীন প্রথা মইছাড়া আজও চলে কুলতলিতে

দক্ষিণ ২৪ পরগনার: ধানের ভাল উৎপাদন পেতে অন্যান্য বছরের ন্যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের বিভিন্ন এলাকার গরু দৌড় বা মইছাড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগণা জেলার কুলতলি থানার মেরীগঞ্জ অনুষ্ঠিত হয় ৩১ তম বর্ষের দুই দিনের গরু দৌড় প্রতিযোগিতা। স্থানীয় ভাষায় একে ‘মইছাড়া’ বলা হয়ে থাকে। প্রতিবছর এই মইছাড়া প্রতিযোগিতায় স্থানীয় চাষিরা ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু চাষিরা নিজস্ব গরু নিয়ে অংশ গ্রহণ করেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা ও থাকে। কুলতলির মেরীগঞ্জের তরুন সংঘ আয়োজিত ৩১ তম বর্ষের দুই দিনের মইছাড়া র উদ্বোধন হয়।

আরও পড়ুন:  সুন্দরবনে থাকবে শুধুই দক্ষিণরায়, ব্যাঘ্র দিবসে প্রতিজ্ঞা বন দফতরের

এদিন এই খেলায় সুন্দরবনের বিভিন্ন প্রান্তের ৪৮ জোড়া গরু অংশ গ্রহন করে।সুন্দরবনের চাষিরা মনে প্রাণে বিশ্বাস করেন এই গরুদৌড় প্রতিযোগিতা করলে চাষ ভাল হয় এবং গেরুর শারীরিক অবস্থা ভাল থাকে, সুঠাম চেহারা হয়। তাই প্রতিবছর বর্ষার শুরুতে মাঠে জল জমলেই এই প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয় চাষিরা। এই প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলার , ক্যানিং, কুলতলি, জয়নগর, সহ বিভিন্ন এলাকার মানুষজন উৎসাহিত হয়ে আসেন। মাঠে হাঁটুখানেক জলের মধ্যে দুই’জোড়া গরুকে একস্ঙ্গে একটি মই’য়ে বেঁধে তাদের ছোটানো হয়। যে জোড়া গরু অন্য জোড়াকে হারিয়ে নিজেদের দিকে ঘুরিয়ে দিতে পারবে সেই গরু জোড়াকেই বিজয়ী বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: বাড়ছে মধুর চাহিদা! বিজ্ঞানভিত্তিক মৌমাছি পালনে জোর সুন্দরবনে

প্রতিযোগিতায় জয়ীদের জন্য নগদ অর্থ সহ স্টিলের আলমারি, বালতি, কলসি, সুটকেস, ফ্যান সহ বিভিন্ন ধরনের পুরস্কার থাকে। এছাড়া ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকে বিভিন্ন ধরনের সান্তনা পুরস্কার। এই গরুদৌড় দেখার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। এই ‘মইছাড়া’ প্রতিযোগিতার এক উদ্যোক্তা বলেন, আমাদের এই প্রত্যন্ত গ্রামে সেভাবে কোন সাধারণ মানুষের মনোরঞ্জন নেই। তাছাড়া আমাদের চাষিরা মনে করেন এই মইছাড়া করলে চাষ হয়। চাষের গরুগুলি ঠিক আছে কিনা সেগুলি ও দেখে নেওয়া যায়। তাই আমরা প্রতিবছর মেরীগঞ্জ তরুণ সংঘ পক্ষ থেকে এই গোরুদৌড় প্রতিযোগিতা করে থাকি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা

Rajeev Kumar: পুলিশের নজর এড়িয়ে এত বড় কুকীর্তি! কীভাবে তৈরি হল সুড়ঙ্গ? কুলতলির ‘চিটিং র‍্যাকেট’ নিয়ে কড়া বার্তা ডিজির

কলকাতা: কুলতলির ঘটনা নিয়ে এবার কড়া বার্তা দিলেন ডিজি রাজীব কুমার এবং এডিজি মনোজ ভর্মা। ডিজি স্পষ্ট জানিয়ে দিলেন কুলতলির ‘চিটিং র‍্যাকেট’-এর সম্পর্কে খতিয়ে দেখছে প্রশাসন।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা বলেন ডিজি রাজীব কুমার এবং এডিজি মনোজ ভর্মা। ডিজি বলেন, ‘‘কুলতলিতে একটা চিটিং র‍্যাকেট। আমরা এটা দেখছি। কী কারণে ব্যবহার হয়েছিল, এটাও আমরা দেখছি।’’

আরও পড়ুন: বর্ষায় দেদার খাচ্ছেন ইলিশ, চিংড়ি! ইউরিক অ‍্যাসিড বাড়ছে না তো? কোন মাছ খেলে হতে পারে বিপদ? এখনই জেনে সাবধান হন

তিনি আরও জানালেন ‘‘আইন কারোর হাতে নিতে দেওয়া হবে না। কুলতলীতে যে ঘটনা ঘটেছে যে সুড়ঙ্গ পাওয়া গেছে সেটা দেখা হচ্ছে কী কারণে।’’ তবে এ বিষয়ে ‘খুব তাড়াহুড়ো’ করে কিছু বলতে চাইলেন না তিনি। কুলতলীর ঘটনা খতিয়ে দেখা হবে।

ডিজি রাজীব কুমার আরও জানালেন, ‘‘যেখানে যেখানে ঘটনা ঘটেছে সব জায়গায় পুলিশ পদক্ষেপ নিয়েছে। অনেক জায়গায় ডাকাতির ঘটনা আটকানো গিয়েছে। তিন চার জায়গায় ডাকাতির ঘটনা ঘটার আগেই আটকানো গিয়েছে।’’

আরও পড়ুন: নির্জন চরে পাতা সবুজ ঘাসের গালিচা! কলকাতার একেবারে কাছেই এই ঘোরার ঠিকানার খোঁজ জানেন কি?

প্রসঙ্গত কুলতলিতে সাদ্দাম সর্দারকে নিয়ে তোলপাড় রাজ‍্য। ডাকাতি, নকল সোনা বিক্রি-রাহাজানির মতো একাধিক কুকীর্তির সঙ্গে জড়িত সাদ্দাম। তার বিরুদ্ধে রয়েছে পুলিশের উপর হামলার অভিযোগও। কী করে এতদিন ধরে পুলিশের নজর এড়িয়ে একাধিক কুকর্ম চালিয়েছে সাদ্দাম? উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, সূত্রের খবর অনুযায়ী, পুলিশের নজর এড়িয়ে বাড়ির নীচে সুড়ঙ্গ তৈরি করে সাদ্দাম। সমস্ত বিষয় খতিয়ে দেখছে প্রশাসন।

South 24 Parganas News: ৪২ টি পানীয় জলের কল খারাপ এলাকায় ! চরম জলসংকট সুন্দরবনে

দক্ষিণ ২৪ পরগনার: এই তীব্র গরমে গত ৩-৪ মাস ধরে পানীয় জলের সংকটে সুন্দরবনের কুলতলি বিধানসভার দেউলবাড়ি দেবীপুর পঞ্চায়েতের তিন নং নাইয়া পাড়ার কয়েকশো গ্রামের মানুষ।এই এলাকার তিনটি পানীয় জলের কল সহ গোটা পঞ্চায়েত এলাকার প্রায় ৪২ টি পানীয় জলের কল খারাপ। চরম জলের সংকটে সুন্দরবনের এই এলাকার মানুষ।সুন্দরবনে পানীয় জলের সংকট সর্বত্র। আর ভোটের মুখে ভোট চাইতে বেরিয়ে একাধিক জায়গায় শাসকদলের কর্মী সমর্থক থেকে শুরু করে তৃনমূল কংগ্রেসের প্রার্থীকেও ভোটারদের বিক্ষোভের মুখে পড়তে দেখা যাচ্ছে।

আরও পড়ুন:  হাসপাতালে গাড়ি রেখে চোখ ফেরালেই ভ্যানিশ! এখানে এলে সাবধান

দেউলবাড়ির তিন নং নাইয়া পাড়ার ২০১ নং বুথে মূলত বহু মৎস্যজীবিদের বাস। সুন্দরবনের জঙ্গল লাগোয়া গ্রামের মানুষের এখন ভরসা ২ কিমি দূর থেকে পানীয় জল সংগ্রহ করা।স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজ না হওয়ার অভিযোগ উঠে এলগ্রামবাসীদের কাছ থেকে। স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের এখানে প্রতিবছর পানীয় জলের সংকট হয়। কল খারাপ হয়ে গেলে আর মেরামত করা হয় না। স্থানীয় সদস্য থেকে শুরু করে পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজ হয়না। আমরা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মৎস্যজীবি বলে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের কারুর নজর নেই। আমরা চাই এই এলাকায় দ্রত কল গুলোর সংস্কার ও নতুন পানীয়জলের কল বসানোর ব্যবস্থা করা হোক।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
যদিও ওই এলাকার পঞ্চায়েতের পক্ষ থেকে জানা গিয়েছে ওই পঞ্চায়েত এলাকায় মোট ৪২ টি পানীয় জলের কল বর্তমানে খারাপ।মেরামতের কাজ চলছে।দ্রুত ওই এলাকার কলগুলো সংস্কার করে দেওয়া হবে। আর সেই আশায় এই গরমে জলের তেষ্টায় আশাবাদী এই গ্রামের মানুষেরা।

সুমন সাহা

South 24 Parganas News: এই প্রথম পাকা রাস্তায় হাঁটবে কুলতলির ময়রাচকের মানুষ!

দক্ষিণ ২৪ পরগনার: স্বাধীনতার পর প্রথম কুলতলির গোপালগঞ্জে ময়রারচক এলাকায় তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা। স্বাধীনতার পর থেকে সর্বপ্রথম  তৃণমূল কংগ্রেসের বিধায়ক উদ্যোগে ডোঙাচড়া হইতে ময়রার চক পর্যন্ত ঢালাই রাস্তা পেল। তাই এলাকাবাসী শঙ্খ বাজিয়ে  ফিতে কেটে রাস্তার উদ্বোধন করেন। যা নজিরবিহীন ঘটনা।রাস্তার দাবি নিয়ে বাসিন্দারা আগে জেলা প্রশাসনের কাছে একাধিকবার স্মারকলিপি জমা দিয়েছেন। এই এলাকার বাসিন্দারা তার পাশাপাশি অনেকে বার প্ল্যাকার্ড নিয়ে ধর্না দিয়েছেন।

আরও পড়ুন: কাঁকড়া, চিংড়ি থেকে আমুদিমাছ! আরও নানা পদ নিয়ে হাজির ঝড়খালির ক্যাফেটেরিয়া

রাস্তা পাকা হওয়ার খবর শুনে খুশি গ্রামের মহিলা । মহিলারা রাস্তা নিয়ে অনেকবার আন্দোলন করেছে। স্বাধীনতার পর এই প্রথম গ্রামের কাঁচা রাস্তা পাকা হবে। খুব আনন্দিত এলাকার বহু মানুষ।  এই রাস্তায় সাধারণ বাসিন্দারা অনেকটাই অসুবিধা বাধন কাটল। স্কুল কলেজে যেতে অনেক অসুবিধা হতো ছাত্র-ছাত্রীদের। অসুস্থ রোগীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে আরও গুরুতর অসুস্থ হয়ে যেত। তাই রাস্তা পেয়ে খুশি স্কুলের ছাত্র ছাত্রীরা।

আরও পড়ুন: লাল-নীল না সবুজ হলুদ!…এবারের দোলে কোন রঙের চাহিদা তুঙ্গে, বলুন তো!

কুলতলী ব্লকের ডোঙ্গা জোড়া হইতে ময়রারচক পর্যন্ত আড়াই কিলোমিটার ঢালাই রাস্তার উদ্বোধন করেন। কুলতলী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ,কুলতলী পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাদক্ষ গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের একাধিক জনপ্রতিনিধি। কুলতলির ময়রারচক এলাকায় দীর্ঘদিন যাবত এলাকাবাসীদের খুবই সমস্যা হচ্ছিল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কুলতলিবিধানসভার বিধায়কের প্রচেষ্টায় আনুমানিক এক কোটি ৩৪ লক্ষ ১২ হাজার এক শত টাকার এই ঢালাই রাস্তার শুভ সূচনা হল।

সুমন সাহা