Post Office Savings Scheme: পোস্ট অফিসে ৫ বছরের জন্য ৫ লাখ টাকার TD করলে ম্যাচিউরিটিতে কত টাকা পাওয়া যাবে? রইল হিসেব

মধ্যবিত্ত বিনিয়োগকারী গ্যারান্টিযুক্ত রিটার্ন চান। ঝুঁকি তাঁদের না-পসন্দ। নিরাপদ বিনিয়োগ এবং নিশ্চিত রিটার্নের জন্য পোস্ট অফিসকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। মধ্যবিত্ত বিনিয়োগকারীদের এটাই সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল।
মধ্যবিত্ত বিনিয়োগকারী গ্যারান্টিযুক্ত রিটার্ন চান। ঝুঁকি তাঁদের না-পসন্দ। নিরাপদ বিনিয়োগ এবং নিশ্চিত রিটার্নের জন্য পোস্ট অফিসকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। মধ্যবিত্ত বিনিয়োগকারীদের এটাই সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল।
আসলে, বিনিয়োগ করা টাকায় যেন বাজারের ওঠাপড়ার আঁচ না লাগে। সব বিনিয়োগকারীই এমনটা চান। ঝুঁকিহীন বিনিয়োগ এবং সর্বোচ্চ রিটার্ন- এটাই সবাই চেয়ে থাকেন। বাজারে বেশ কয়েকটি এমন বিনিয়োগ স্কিম রয়েছে। তার মধ্যে পোস্ট অফিসের ‘পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট স্কিম’ অন্যতম।
আসলে, বিনিয়োগ করা টাকায় যেন বাজারের ওঠাপড়ার আঁচ না লাগে। সব বিনিয়োগকারীই এমনটা চান। ঝুঁকিহীন বিনিয়োগ এবং সর্বোচ্চ রিটার্ন- এটাই সবাই চেয়ে থাকেন। বাজারে বেশ কয়েকটি এমন বিনিয়োগ স্কিম রয়েছে। তার মধ্যে পোস্ট অফিসের ‘পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট স্কিম’ অন্যতম।
পরিসংখ্যানের দিক থেকে দেখলেও পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট স্কিম সবচেয়ে জনপ্রিয়। এই স্কিমে গ্রাহকরা এক বছর, দুই বছর, তিন বছর কিংবা পাঁচ বছর মেয়াদে বিনিয়োগ করতে পারেন।
পরিসংখ্যানের দিক থেকে দেখলেও পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট স্কিম সবচেয়ে জনপ্রিয়। এই স্কিমে গ্রাহকরা এক বছর, দুই বছর, তিন বছর কিংবা পাঁচ বছর মেয়াদে বিনিয়োগ করতে পারেন।
পোস্ট অফিস এখন ১,৫,৩ এবং ৫ বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে বছরে ৬.৯% থেকে ৭.৫% সুদ অফার করে থাকে। সঠিক ভাবে বললে বর্তমানে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম ১ বছর মেয়াদে ৬.৯ শতাংশ, ২ বছরে ৭ শতাংশ, তিন বছরে ৭.১ শতাংশ এবং পাঁচ বছর মেয়াদে ৭.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।
পোস্ট অফিস এখন ১,৫,৩ এবং ৫ বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে বছরে ৬.৯% থেকে ৭.৫% সুদ অফার করে থাকে। সঠিক ভাবে বললে বর্তমানে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম ১ বছর মেয়াদে ৬.৯ শতাংশ, ২ বছরে ৭ শতাংশ, তিন বছরে ৭.১ শতাংশ এবং পাঁচ বছর মেয়াদে ৭.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।
এক নজরে দেখে নেওয়া যাক পোস্ট অফিসে ৫ বছরের জন্য ৫ লাখ টাকার টিডি করলে, ম্যাচিউরিটিতে কত টাকা পাওয়া যাবে। ব্যাঙ্কের টিডি অর্থাৎ টাইম ডিপোজিটের মতোই পোস্ট অফিসও তাদের গ্রাহকদের জন্য টাইম ডিপোজিট স্কিম চালায়।
এক নজরে দেখে নেওয়া যাক পোস্ট অফিসে ৫ বছরের জন্য ৫ লাখ টাকার টিডি করলে, ম্যাচিউরিটিতে কত টাকা পাওয়া যাবে। ব্যাঙ্কের টিডি অর্থাৎ টাইম ডিপোজিটের মতোই পোস্ট অফিসও তাদের গ্রাহকদের জন্য টাইম ডিপোজিট স্কিম চালায়।
পোস্ট অফিসের ৫ বছরের টাইম ডিপোজিটে সবথেকে বেশি অর্থাৎ বছরে ৭.৫% সুদ অফার করা হচ্ছে। এক নজরে জেনে নেওয়া যাক পোস্ট অফিসে ৫ বছরের জন্য ৫ লাখ টাকার টিডি করলে, ম্যাচিউরিটিতে কত টাকা পাওয়া যাবে।
পোস্ট অফিসের ৫ বছরের টাইম ডিপোজিটে সবথেকে বেশি অর্থাৎ বছরে ৭.৫% সুদ অফার করা হচ্ছে। এক নজরে জেনে নেওয়া যাক পোস্ট অফিসে ৫ বছরের জন্য ৫ লাখ টাকার টিডি করলে, ম্যাচিউরিটিতে কত টাকা পাওয়া যাবে।
পোস্ট অফিসে ৫ বছরের জন্য ৫ লাখ টাকার টিডি করলে, ম্যাচিউরিটিতে মোট ৭,৫৪,৯৭৪ টাকা পাওয়া যাবে। পোস্ট অফিসের টিডি অর্থাৎ টাইম ডিপোজিটের ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের কোনও অতিরিক্ত সুদ অফার করা হয় না।
পোস্ট অফিসে ৫ বছরের জন্য ৫ লাখ টাকার টিডি করলে, ম্যাচিউরিটিতে মোট ৭,৫৪,৯৭৪ টাকা পাওয়া যাবে। পোস্ট অফিসের টিডি অর্থাৎ টাইম ডিপোজিটের ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের কোনও অতিরিক্ত সুদ অফার করা হয় না।
ব্যাঙ্কের টিডি অর্থাৎ টাইম ডিপোজিটের ক্ষেত্রেও সিনিয়র সিটিজেনদের কোনও অতিরিক্ত সুদ অফার করা হয় না। অর্থাৎ কেউ যদি পোস্ট অফিসে ৫ বছরের জন্য ৫ লাখ টাকার টিডি করে তাহলে সে ম্যাচিউরিটির সময়ে মোট ৭,৫৪,৯৭৪ টাকা পেয়ে যাবে।
ব্যাঙ্কের টিডি অর্থাৎ টাইম ডিপোজিটের ক্ষেত্রেও সিনিয়র সিটিজেনদের কোনও অতিরিক্ত সুদ অফার করা হয় না। অর্থাৎ কেউ যদি পোস্ট অফিসে ৫ বছরের জন্য ৫ লাখ টাকার টিডি করে তাহলে সে ম্যাচিউরিটির সময়ে মোট ৭,৫৪,৯৭৪ টাকা পেয়ে যাবে।
পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের মতোই এই টিডি অর্থাৎ টাইম ডিপোজিট স্কিম একটি জনপ্রিয় স্কিম।
পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের মতোই এই টিডি অর্থাৎ টাইম ডিপোজিট স্কিম একটি জনপ্রিয় স্কিম।